বাংলাদেশ হারিয়ে দেশের মাটিতে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো উইন্ডিজ

দেশের মাটিতে ক্যারিবিয়ানদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়। সেই ১৯৫৮ সালে জ্যামাইকায় পাকিস্তানকে ইনিংস ও ১৭৪ রানে হারানো ছিল আগের রেকর্ড।
একশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় শুক্রবার দিন শুরু করেছিল বাংলাদেশ। সোহানের ফিফটিতে এবার দল করতে পারে ১৪৪ রান।
দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের রান ১৮৭। এই প্রথম এক টেস্টে সব মিলিয়ে দুইশ রানের নিচে গুটিয়ে গেল বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে আগের সর্বনিম্ন ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ঢাকায় ২২৬ (১৩৯ ও ৮৭)।
৬ উইকেটে ৬২ রান নিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের দিন। যতটা খারাপ হতে পারত, শুরুটা হয় ততটাই খারাপ। প্রথম বলেই আউট মাহমুদউল্লাহ।
আগের দিন শেষ বিকেলে ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন বোলার নো বল করায়। জীবন পাওয়াটা কাজে লাগাতে পারলেন না। বাড়তি বাউন্সের বলে ক্যাচ দিলেন স্লিপে।
ম্যাচ তখন দ্রুতই শেষ হওয়ার পথে। কিন্তু ক্যারিবিয়ানদের অপেক্ষাকে একটু দীর্ঘায়িত করলেন নুরুল। খেললেন দারুণ কিছু শট।
তাকে কিছুক্ষণ সঙ্গ দেন কামরুল ইসলাম রাব্বি। তবে শ্যানন গ্যাব্রিয়েলের একটি শর্ট বল হেলমেটে লাগার পর নড়ে যায় তার মনোযোগ। একটু পর তেঁড়েফুঁড়ে মারতে গিয়ে বোল্ড হয়েছেন গ্যাব্রিয়েলের বলেই।
বাংলাদেশ ম্যাচের একমাত্র অর্ধশত রানের জুটি পেয়েছে এরপরই। রুবেল হোসেনের সঙ্গে সোহান গড়েন ৫৫ রানের জুটি।
দলের বিপর্যয় আর প্রতিপক্ষের বোলিং তোপের মাঝেও দারুণ সাহসী ছিলেন সোহান। শর্ট বলে পুল করেছেন, আপার কাট করেছেন। বাইরের বলে কাট খেলেছেন। গ্যাব্রিয়েলকে ছক্কা মেরেছেন মাথার ওপর দিয়ে।
সোহানকে ফেরাতে ম্যাচে প্রথমবার স্পিন নিয়ে আসেন অধিনায়ক জেসন হোল্ডার। কিন্তু দেবেন্দ্র বিশুর প্রথম বলেই সোহান মারেন ছক্কা।
৩৬ বলে ফিফটি সোহান স্পর্শ করেন পঞ্চাশ, দেশের বাইরে যা বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড।
ততক্ষণে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন রুবেল। সোহানও তাই শট খেলা কমিয়ে মন দেন সময় কাটানোয়। কিন্তু আউট হলেন শট খেলতে গিয়েই। মিগেল কামিন্সের শর্ট বলে সোজা পুল করেছিলেন, মাথার ওপর থেকে দারুণ ফিরতি ক্যাচ নেন বোলার। ৬ চার ও ২ ছক্কায় সোহান ফিরেছেন ৭৪ বলে ৬৪ রানে।
২০১৭ সালের জানুয়ারিতে অভিষেকে কঠিন কন্ডিশনে ৪৭ রান করারও বাদ পড়েছিলেন সোহান। দেড় বছর পর দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ পেয়েছে আরও কঠিন পরিস্থিতিতে এমন ইনিংস, এবার একটু বেশি সুযোগ দাবি করতেই পারেন এই কিপার-ব্যাটসম্যান।
সোহান ফেরার এক ওভার পর রুবেলকেও ফিরিয়ে ম্যাচ শেষ করে দেন কামিন্স।
২ ইনিংস মিলিয়ে কামিন্স নিয়েছেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে গ্যাব্রিয়েল নিয়েছেন ৫টি। তবে ম্যাচের প্রথম সকালে বিধ্বংসী সেই স্পেলে ৫ ওভার বোলিং করেই ম্যাচের সেরা কেমার রোচ।
দ্বিতীয় টেস্ট আগামী বৃহস্পতিবার থেকে শুরু জ্যামাইকায়।
- কমলো সয়াবিন তেলের দাম, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- এক খবরেই পাল্টে গেলো পেঁয়াজের দাম
- চরম দু:সংবাদ : ফেরত পাঠানো হল ৩১ প্রবাসী বাংলাদেশিকে
- স্বর্ণের দাম নিয়ে যে ভবিষ্যদ্বাণী
- ১০ মিনিটের শক্তিশালী বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড যে উপজেলা
- স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হলো জানেন
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ
- আজকের সৌদি রিয়াল রেট (২১ এপ্রিল ২০২৫)
- ইন্টারনেট সেবায় বিশাল মূল্যছাড়, কমলো ইন্টারনেটের দাম
- নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা
- সৌদিতে গিয়ে ৫ জনের করুণ পরিণতি
- বিদেশি ফল নয়, ঘরেই লুকিয়ে আছে সমাধান এই ৫ দেশি খাবারেই পাবেন পর্যাপ্ত ভিটামিন সি
- সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে: উত্তেজনা চলছেই
- আজ বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট, দেশে টাকা পাঠানোর উত্তম সময়