জীবনের বিনিময়ে গোলের ঋণ শোধ করেছেন কে এই আন্দ্রেস এসকোবার দেখুন (ভিডিওসহ)
ব্যক্তি জীবনে তিনি ইন্সটিটিউট অফ কন্রাডো গঞ্জালেজের গ্রাজুয়েড ছিলেন। মৃত্যুর মাত্র ৫ মাস আগে পামেলা ক্যাসকার্ডোর সাথে বাগদান সম্পন্ন হয়েছিলো, যিনি পেশায় একজন দাতের ডাক্তার ছিলেন।
প্রফেশনাল ক্যারিয়ার শুরু করার আগে স্কুল ফুটবলে নিয়মিত খেলোয়াড় ছিলেন।
এস্কোবার একজন ডিফেন্ডার ছিলেন। “দি জেন্টেলম্যান অফ ফুটবল” নামে তাকে ডাকা হতো। কতটা পরিছন্ন থাকলে এমন নামে ডাকা হয় তা সহজেই অনুমেয়।১৯৯৪ বিশ্বকাপের পরে ইতালি জায়ান্ট এসি মিলানে যোগদানের চুক্তির পাকা কথা ছিল।২১ বছর বয়সে ৩০ মার্চ ১৯৮৮ সালে কানাডার বিপক্ষে অভিষেক হয়, যেখানে কলাম্বিয়া ৩-০ গোলে জয়লাভ করে। ১৯৮৮ সালে রউস কাপে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র আন্তর্জাতিক গোল করেন, যেখানে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।
১৯৮৯ সালে কোপা আমেরিকাতে ২২ বছর বয়সে ৪টি ম্যাচ খেলার সুযোগ পান, যদিও তার দল কলাম্বিয়া প্রথম রাউন্ড থেকে বাদ পরে যায়। এই বছরের ১৯৯০ বিশ্বকাপ কোয়ালিফিকেশনে কলাম্বিয়া প্লে অফ খেলে পার হয়ে এসে ১৯৯০ বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনে ক্যামেরুনের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়। এস্কোবার ১৯৯১ সালে কোপাতে সাতটি ম্যাচ খেলার সুযোগ পান। তিনি ১৯৯৪ বিশ্বকাপ কোয়ালিফিকেশনে কোন ম্যাচ খেলেন নাই। কিন্তু এস্কোবার কে অধিনায়ক করেই ১৯৯৪ বিশ্বকাপ স্কোয়াড ডিক্লার করা হয়।
সেখানে গ্রুপ A তে প্রথম ম্যাচে রোমানিয়ার সাথে ১-৩ গোলে, আমেরিকার সাথে ১-২ গোলে হেরে গেলেও শেষ ম্যাচে সুইজারল্যামড কে ২-০ গোলে পরাজিত করে। কিন্তু গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় কলাম্বিয়া। কে জানতো সেটাই এস্কোবারের শেষ ম্যাচ। এস্কোবার কলাম্বিয়ার হয়ে ৫১ ম্যাচে অংশগ্রহন করেন, একটি আন্তর্জাতিক গোল করেন। ১৯৯৪ সালের ২২ জুন আমেরিকার সাথে ম্যাচে ৩৪ মিনিটে আমেরিকান মিডফিল্ডার জন হার্ক্স এর ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্নঘাতী গোল করে বসেন এস্কোবার, খেলায় কলাম্বিয়া ১-২ গোলে হেরে যায়। যেটাই এস্কোবারের জন্য কাল হয়ে দাঁড়ায়।
Colombian Andres Escobar lays on the pitch after hitting the ball intohis own net for a United States goal in the first half of their openinground match against the United States at the Rose Bowl June 22, 1994.Teammates Leonel Alvarez (14) and Herman Gaviria (5) are shown in thebackground. REUTERS/Jeff VinnickJV/CMC – RP3DRIJQCJAAবিশ্বকাপ থেকে বিদায়ের ৫ দিন পরে দেশে ফিরে আসেন। পরিবারের সাথেই সময় কাটাচ্ছিলেন। ১৯৯৪ সালের ১ জুলাই সন্ধ্যায় কিছু বন্ধুর সাথে দেখা হয়। তারা মেডেলিনের নিকটস্থ “এল পব্লাডো” পানশালায় যায়। সেখান থেকে আনুমানিক রাত ৩ টায় বের হয়ে বন্ধুরা আলাদা হয়ে যায়। এস্কোবার পার্কিং লটে গাড়িতে উঠার সময় ৩ জন দুষ্কৃতিকারী পথরোধ করে, এবং অযথা তর্ক জুড়ে দেয়, এস্কোবার নিজেও যথেষ্ট সতর্ক হয়ে যায়। এস্কোবার বারবার তাদের বুঝানোর চেষ্টা করেন যে, যে ভুলটি তিনি করেছেন তা সম্পূর্ন অনিচ্ছাকৃত। হত্যা করা যাদের উদ্দেশ্য তারা এসব না শুনবে বা না বুঝবে। জানা যায় তারা ২ জন .৩৮ ক্যালিবারের পিস্তল বের করে ৬ টি গুলি করে(অনেক জায়গাতে গুলির সংখ্যা ১২ টি বলা আছে)। শুটাররা প্রতিটি গুলি ছোড়ার সময় উত্তর আমেরিকার ফুটবল ধারাভাষ্যকারের মত “গোল” বলে চিতকার করে উঠে।
গুলি করে রক্তাক্ত এস্কোবার কে ফেলে একটা টয়োটা পিকাপ ভ্যানে শুটাররা চলে যায়। গুলিবিদ্ধ এস্কোবার কে দ্রুত হাসপা্তালে নেয়ার ৪৫ মিনিট পরে মৃত্যু হয়। শোকে স্তব্ধ হয়ে যায় পুরা বিশ্ব। এস্কোবারের শেষকৃত্য অনুষ্ঠানে এক লক্ষ কুড়ি হাজার লোক উপস্থিত হয়েছিল।আশি দশক থেকে কলাম্বিয়ান ফুটবল কে বিভিন্ন সময়ে অর্থায়ন করেছিলো অবৈধ মাদক ব্যবসায়ীরা। এই সময়ে প্রচুর ফুটবলার উঠে আসে, সাফল্য আসতেও শুরু করে। ১৯৯৪ বিশ্বকাপ কোয়ালিফায়িং এক ম্যাচে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারিয়ে প্রত্যাশার পারদ কে অনেক উপরে নিয়ে যায়। ১৯৯৪ সালে কলাম্বিয়া কে ধরা হয়েছিল “ডার্ক হর্স”। আমেরিকার সাথে সেকেন্ড ম্যাচটি ছিলো কলাম্বিয়ার ডু অর ডাই ম্যাচ। ধারনা করা হয় ল্যাটিন বাজিকররা কলাম্বিয়ার পক্ষে কোটি কোটি ডলার বাজি ধরেন কিন্তু এস্কোবারের আত্নঘাতী গোলের জন্য কলাম্বিয়া হেরে যাওয়ায় বাজিকরদের কোটি কোটি ডলার লোকসান হয়। বিবিসি প্রতিবেদনে বলা হয় এত বড় ক্ষতি না মেনে নিতে পারায় এস্কোবার কে হত্যা করে বাজিকররা তার বদলা নিয়েছে।
১৯৯৫ এস্কোবার কে হত্যার দায়ে হাম্ভের্তো ক্যাস্ট্রো মনোজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যার সাথে মাদক ব্যবসায়ী পিটার ডেভিড ও হুয়ান সান্তিয়াগোর যোগাযোগ ছিলো। আদালত এস্কোবার কে হত্যার জন্য ৪৩ বছরের কারাদন্ড প্রদান করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য মুনোজ মাত্র ১১ বছর জেল খেটেই মুক্তি পেয়ে যান।
একটা আত্নঘাতী গোলের মূল্য এস্কোবার নিজের জীবন দিয়ে শোধ দিয়ে গেল। ওপারে গিয়ে হয়তো পরিহাসে হাসি হাসছো তুমি, তুমি আজ এতই দূরে চলে গিয়েছে যে আমরা তোমার কাছে ক্ষমাও চাইতে পারবো না।এস্কোবারের আত্নার শান্তি কামনা করছি।সেই আত্নঘাতী গোলের ভিডিওটি দেখতে এখানে ক্লিককরুন
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- 2025 IPL নিলাম: অবিশ্বাস্যভাবে এইমাত্র শেষ হলো মুস্তাফিজের নিলাম, দেখেনিন সাকিবের অবস্থান
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- IPL 2025 নিলামে নতুন চমক: আকাশ ছোয়া মুল্যে দল পেলেন মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- IPL 2025 নিলাম : এইমাত্র শেষ হলো সাকিবের নিলাম
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- চলছে IPL নিলাম : আকাশ ছোয়া মূল্যে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ, দেখেনিন নাহিদ রানার অবস্থান
- চলছে IPL নিলাম, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান ও এখন পর্যন্ত দল পেলেন যারা
- ব্রেকিং নিউজ :শেষ হলো সাকিব, রিশাদ ও মুস্তাফিজের নিলাম, দেখেনিন লিটন দাস ও তাওহীদ হৃদয়ের অবস্থান
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- 2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ