| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম

এবার ম্যারাডোনার বিরুদ্ধে ‘ড্রেস ধর্ষণের’অভিযোগ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ০৫ ২০:৫৮:৩৪
এবার ম্যারাডোনার বিরুদ্ধে ‘ড্রেস ধর্ষণের’অভিযোগ

ম্যাচের আগের দিন রাতে নিজের বান্ধবীকে বকাবাজ্জি, এমনকি মারধরের অভিযোগও উঠে তার বিরুদ্ধে। ঘটনা পুলিশ পর্যন্ত গড়ায়। ঘটনাসূত্রে স্পেনের এক সাংবাদিককে মেরে ফেলার হুমকিও দেন ম্যারাডোনা। এবারও গণ্ডগোলটা এক সাংবাদিকের সঙ্গেই। তবে পুরুষ নয়, নারী সাংবাদিক। স্বাভাবিকভাবেই এবারের অভিযোগটা আরও বেশি গুরুতর। আর্জেন্টাইন কিংবদন্তির বিরুদ্ধে ‘ড্রেস ধর্ষণের’ অভিযোগ দায়ের করেছেন রাশিয়ার এক নারী সাংবাদিক!

ঘটনাটা গত ২ জুন রোববার, রাশিয়ার সেন্ট পিটার্সাবার্গে। জার্মানি ও চিলির মধ্যকার ফিফা কনফেডারেশনস কাপের ফাইনাল ম্যাচটি দেখতে রাশিয়া ছুটে ম্যারাডোনা। উঠেন পিটার্সবার্গের এক হোটেলে। একাতেরিনা নাদোলস্কায়া নামের এক নারী সাংবাদিক অভিযোগ করেছেন হোটেলে নিজের রুমেই আর্জেন্টাইন কিংবদন্তি তাকে ‘ড্রেস ধর্ষণ’ করেছেন! যেনতেন জায়গায় নয়, ৩০ বছর বয়সী ওই সুদর্শনা সাংবাদিক সরাসরি রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির কাছে ‘ড্রেস ধর্ষণের’ মাধ্যমে তাকে হয়রানি করার অভিযোগ দায়ের করেছেন। পরে গণমাধ্যমের কাছেও ঘটনার সবিস্তার বর্ণনা করেছেন মিস একাতেরিনা। ম্যারাডোনা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে এসএম নিউজকে একাতেরিনা বলেছেন, ম্যারাডোনার সঙ্গে প্রথমে তার দেখা হয় হোটেল লবিতে। সেখানে তিনি ম্যারাডোনার একটা সাক্ষাৎকার নেওয়ার কথা বলেন, ‘হোটেল লবিতে আমি তার একটা সাক্ষাৎকার করতে চাই। তিনি আমাকে তার রুমে যেতে বলে বলেন। ’

প্রথমে একাতেরিনার এক বান্ধবীও তার সঙ্গে ছিল। কিন্তু তিনি লবি থেকেই চলে যান। একাতেরিনা ম্যারাডোনার রুমে যান একা, ‘আমি রুমে ঢোকার পরই ম্যারাডোনা দরজা লাগিয়ে দেন। প্রথমে তিনি আমার প্রশ্নে উত্তর দেওয়া শুরু করেন। কিন্তু দ্রুতই তিনি তার পোষাক খুলে ফেলে আমাকে উত্তপ্ত করা শুরু করেন। তখন তার পরনে ছিল শুধু আন্ডারওয়্যার। পরে আমাকেও পোষাক খুলতে জোর করেন। এবং জোর জবরদস্তি করে এক পর্যায়ে আমার পোষাক খুলেও ফেলেন। আমার পরনে তখন শুধু বিকিনি। আমি তাকে এসব বন্ধ করতে বলি এবং হুমকি দেই, বলি আমি কিন্তু পুলিশ ডাকব। ও মা, এ কথা শুনে তিনি নিজেই তখন হোটেল নিরাপত্তা কর্মীদের ডাকেন। ’

একাতেরিনা অভিযোগ করেছেন হোটেল নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধেও, ‘৩ জন লোক এসে আমাকে রুম থেকে বারান্দায় নিয়ে যায়। আমার পোষাক, মোবাইল ফোন সেট রুমেই ছিল। আমাকে তারা শুধু বিকিনি পরা অবস্থায় তিন ঘণ্টা সেখানে বসিয়ে রাখে। পরে পুলিশ আসার পর আমি পোষাক ও জিনিসপত্র ফিরে পাই। ’ ঘটনার পরপর ম্যারাডোনার এক সহকারি তার দিকে ৫০০ ডলার ছুঁড়ে মারেন বলেও উল্লেখ করেছেন একাতেরিনা। জোর করে পোষাক খুলে ফেলার পর প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলেও জানিয়েছেন রুশ মেয়ে। নিজের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তিনি হোটেলের সিসিটিভির ফুটেজ দেখারও অনুরোধ করেছেন।

দেশের আইন মেনেই হোটেলের নাম উল্লেখ্য করেনি রাশিয়ান পত্রিকাগুলো। অভিযোগ অস্বীকার করে ৫৬ বছর বয়সী উল্টো একাতেরিনাকেই অভিযুক্ত করেছেন। ম্যারাডোনার সঙ্গে থাকা তার খুব কাছের এক বন্ধু বলেছেন, ‘রুমে ঢোকার পরই ওই মহিলা পোষাক খোলা শুরু করে দেন। ম্যারাডোনার এটা পছন্দ হয়নি। সে ওই মহিলাকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু ওই মহিলা বের না হওয়ায় সে নিরাপত্তা কর্মীদের ডাকে। ’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

IPL : ৪ কোটি ২০ লক্ষ টাকায় ম্যাক্সওয়েল, ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে কিনলো যে দল

IPL : ৪ কোটি ২০ লক্ষ টাকায় ম্যাক্সওয়েল, ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে কিনলো যে দল

আইপিএলের বড় নিলাম চলছে। ১০টি দলের কর্তৃপক্ষও সেরা একাদশ তৈরির পরিকল্পনা সেরে ফেলেছেন। নিলামে লড়াই ...

IPL নিলাম : ৩ কোটিতে রাহুল চাহার,২ কোটিতে অ্য়াডাম জ়াম্পা,১২ কোটি ৫০ লক্ষ্য টাকায় ট্রেন্ট বোল্ট,দেখেনিন কে কোন দলে

IPL নিলাম : ৩ কোটিতে রাহুল চাহার,২ কোটিতে অ্য়াডাম জ়াম্পা,১২ কোটি ৫০ লক্ষ্য টাকায় ট্রেন্ট বোল্ট,দেখেনিন কে কোন দলে

আইপিএলের বড় নিলাম চলছে। ১০টি দলের কর্তৃপক্ষও সেরা একাদশ তৈরির পরিকল্পনা সেরে ফেলেছেন। নিলামে লড়াই ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে