যেভাবে নিজের কুফা দুর করলো সেই জোতিষ্য বিড়াল অ্যাকিলিস
-1.jpg&w=315&h=195)
৩২ মিনিটে কৌতিনহোর শটকেও রুখে দেন ২০১৪ সালে ব্রাজিলকে একাই রুখে দেওয়া ওচোয়া। আস্তে আস্তে ম্যাচে নিজেদের প্রভাব বিস্তার করতে থাকে ব্রাজিল। ৩৯ মিনিটে ডি বক্সের বাইরে নেইমারকে ফাউল করে রেফারি ফ্রি-কিকের সিদ্ধান্ত দেন। ডি বক্সের বাইরে থেকে নেওয়া নেইমারের ফ্রি-কিকটি লক্ষ্যভ্রষ্ট হলে হাপ ছেড়ে বাঁচে মেক্সিকো। ম্যাচে আর কোন আক্রমণ না হলে গোলশূন্য থেকেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। ৫১ মিনিটে মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে যেতে থাকেন নেইমার। ডি বক্সের সামান্য বাইরে উইলিয়ানকে দুর্দান্ত ব্যাক পাস দেন তিনি। উইলিয়ান বল নিয়ে ভেতরে ঢুকে নেইমারকে পাস দিলে দুর্দান্ত গোল করেন নেইমার। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল।
৫৬ মিনিটে আবারো গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু এবার তার শটটি গোলবারের উপর দিয়ে চলে যায়। ৫৯ মিনিটে ব্রাজিলের এগিয়ে যাওয়া রুখে দেন ওচোয়া। ডি বক্সের বাইরে থেকে পাউলিনহোর শট দুর্দান্ত ভঙ্গিমায় সেভ করেন পুরো ম্যাচে অসাধারণ খেলা ওচোয়া।
৬২ মিনিটে কাউন্টার এটাক থেকে কার্লস ভিলার শট সোজা এলিসনের তালুবন্দী হয়। ম্যাচের ৮৬ মিনিটে পুরো ম্যাচে নিষ্প্রভ কৌতিনহোকে তুলে ফিরমিনোকে নামান কোচ। ৮৮ মিনিটে মাঝমাঠ থেকে দারুণ কাউন্টার এটাকে বল একাই টেনে নিয়ে এগুতে থাকেন নেইমার। ডি বক্সের ভেতর শট নিলেও তা ওচোয়ার পায়ে লেগে প্রতিহত হলেও রিবাউন্ড থেকে ফিরমিনো গোল করে ব্রাজিলকে ২-০ ব্যবধানের জয় এনে দেন।
এবারের বিশ্বকাপে ভবিষ্যতবানী দেওয়ার জন্য অ্যাকিলিসকে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু দূভার্গ্যবশত তার করা ভবিষ্যতবানীগুলোর মধ্যে সবগুলোই মিথ্য প্রমানিত হচ্ছিল। শেষ ৬ ম্যাচে ৬টি ভূল ভবিষ্যতবানী করেছিল অ্যাকিলিস। আজকেও যখন ব্রাজিলকে জয়ী ঘোষনা করেছিল অ্যাকিলিস তখন অনেকেই বলেছে অ্যাকিলিসের কুফার জন্যই আজ ব্রাজিল হারবে। কিন্তু না আজ আর তা ঘটলো না। ব্রাজিলের সাথে জিতে গেলো রাশিয়ার বিড়াল অ্যাকিলিসও।
- কমলো সয়াবিন তেলের দাম, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হলো জানেন
- মালয়েশিয়ায় ৫ শতাধিক বিদেশি গ্রেপ্তার, বেশির ভাগই বাংলাদেশি
- নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ
- নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা
- বিদেশি ফল নয়, ঘরেই লুকিয়ে আছে সমাধান এই ৫ দেশি খাবারেই পাবেন পর্যাপ্ত ভিটামিন সি
- শীর্ষে দিল্লি,২ নাম্বারে ঢাকা