যেভাবে সবার চেয়ে এগিয়ে নেইমার

মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। এক গোল করার পাশাপাশি ফিরমিনোকে দিয়ে গোলও করিয়েছেন নেইমার। এনিয়ে বিশ্বকাপে ব্রাজিল তারকার গোল হলো সাতটি। এই গোল করতে নেইমার গোলপোস্টে শট নিয়েছেন মাত্র ৪০টি। এতো কম শট নিয়ে সাত গোলের রেকর্ড ফুটবল বিশ্বে বিরল।
বিশ্বকাপে গোল সংখ্যায় আজ মেসিকে ছাড়িয়ে গেলেন নেইমার। চারটি বিশ্বকাপ খেলে ছয়টি গোল করেন আর্জেন্টাইন তারকা। নিজের দ্বিতীয় বিশ্বকাপেই সাবেক ক্লাব সতীর্থকে ছাড়িয়ে গেলেন নেইমার। মেসিকে ছাড়িয়ে আজ রোনালদোর পাশে বসলেন ব্রাজিল তারকা। বিশ্বকাপে রোনালদোর গোল সাতটি।
একটা জায়গায় অবশ্য মেসি রোনালদোকে ছাড়িয়ে গেলেন নেইমার। ছয়টি গোল করতে মেসিকে গোলমুখে ৬৭টি শট নিতে হয়েছে। অন্যদিকে মেসির সমান গোল রোনালদো শট নিয়েছেন ৭৪টি। সেই তুলনায় অর্ধেকেরও কম শট নিয়ে সিনিয়র দুই গ্রেটকে ছাড়িয়ে গেলেন ব্রাজিল সেনসেশন। ছয় গোল করতে নেইমার শট নেন মোটের ওপর ৩৮টি। সাত গোল করতে গোলমুখে ৪০টি শট নিতে হয়েছে পৃথিবীর সবচেয়ে দামি এই ফুটবলারকে।
- কমলো সয়াবিন তেলের দাম, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হলো জানেন
- মালয়েশিয়ায় ৫ শতাধিক বিদেশি গ্রেপ্তার, বেশির ভাগই বাংলাদেশি
- নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ
- নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা
- বিদেশি ফল নয়, ঘরেই লুকিয়ে আছে সমাধান এই ৫ দেশি খাবারেই পাবেন পর্যাপ্ত ভিটামিন সি
- শীর্ষে দিল্লি,২ নাম্বারে ঢাকা