যে কারনে শুরুতে থাকছেন না মার্সেলো

গত বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ১০ মিনিটের সময় পিঠের ব্যথায় মাঠ ছাড়েন মার্সেলো। চোট সারিয়ে রোববার দলের সঙ্গে অনুশীলনও করেছেন। অনুশীলনে ফেরায় তাকে নিয়ে আশা বেড়ে যায়। তবে সংবাদ সম্মেলনে মার্সেলোকে নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেন কোচ।
টিটে বলেন, ‘আমরা দল চূড়ান্ত করেছি। শেষ একাদশ নিয়েই মাঠে খেলব। ফিলিপে লুইস আমাদের হয়ে খেলবে। (মার্সেলো নয়)।’
মার্সেলোর বদলি হয়ে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামেন লুইস। প্রথমবারে মতো বিশ্বমঞ্চে নেমে কোচের আস্থার প্রতিদানও দেন। মার্সেলো সাইড বেঞ্চে থাকবেন এমন আভাস দিয়েছেন টিটে। দলের প্রয়োজনে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামাবেন।
রোববার অনুশীলনের কয়েক ঘন্টা আগে সামারায় পৌঁছায় ব্রাজিল। এরপর প্রায় দুই ঘন্টার মতো সামারায় অনুশীলন করে সেলেকাওরা। সেখানে মার্সেলোও ছিলেন। তবে পুরোদমে নিজেকে প্রস্তুত করতে পারেননি সেটা তার অনুশীলনেও বোঝা যাচ্ছিল।
- কমলো সয়াবিন তেলের দাম, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হলো জানেন
- মালয়েশিয়ায় ৫ শতাধিক বিদেশি গ্রেপ্তার, বেশির ভাগই বাংলাদেশি
- নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ
- নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা
- বিদেশি ফল নয়, ঘরেই লুকিয়ে আছে সমাধান এই ৫ দেশি খাবারেই পাবেন পর্যাপ্ত ভিটামিন সি
- শীর্ষে দিল্লি,২ নাম্বারে ঢাকা