| ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

মহানাটকীয় ম্যাচে টাইব্রেকারে ডেনমার্ককে হারাল ক্রোয়েশিয়া (ভিডিও)

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুলাই ০২ ০৯:৪১:৩০
মহানাটকীয় ম্যাচে টাইব্রেকারে ডেনমার্ককে হারাল ক্রোয়েশিয়া (ভিডিও)

টাইব্রেকারে যৌথ রেকর্ড তিনটি পেনাল্টি ঠেকিয়ে জয়ের নায়ক বনে যান ক্রোয়েশিয়ার গোলরক্ষক দানিয়েল সুবাসিচ। এর আগে ২০০৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পর্তুগালের রিকার্ডো সমান তিনটি পেনাল্টি ঠেকিয়ে রেকর্ড গড়েছিলেন।

রোববার (১ জুলাই) নিঝনি নভগোরোদ স্টেডিয়ামে প্রথম মিনিটে এগিয়ে যায় ডেনমার্ক। নিজেদের একবারে প্রথম আক্রমণেই জালের ঠিকানা খুঁজে পায় দলটি। জটলা থেকে ইয়োর্গেনসেনের শট ক্রোয়েশিয়া গোলরক্ষক দানিয়েল সুবাসিচের পায়ে লেগে জালে জড়ায়।

দুই মিনিট অতিক্রম না হতেই সমতা ফেরে ক্রোয়েশিয়া। চতুর্থ মিনিটে ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের গায়ে লেগে ডি-বক্সে বল পেয়ে যান মারিও মান্দজুকিচ। সেখান থেকে ট্যাপ করে বল গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। পরে আক্রমণ-প্রতি আক্রমণে শেষ হয় প্রথমার্ধ।

খেলার দ্বিতীয়ার্ধে দু’দল প্রায় সমান বল পজিশনে রাখে। আক্রমণও হয় প্রচুর কিন্তু দু’দলের রক্ষণ এতই শক্তিশালী ছিল যে গোল আর হয়নি। ফলে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় রেফারিকে অতিরিক্ত আরও ৩০ মিনিটের বাঁশি বাজাতে হয়।

তবে অতিরিক্ত সমেয়র দ্বিতীয় অর্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। ম্যাথিয়াস ইয়োর্গেনসেন ফাউল করলে পেনাল্টি পায় ক্রোটরা। কিন্তু সেখান থেকে ডেনিশ গোলরক্ষক কাসপার স্মাইকেলকে পরাস্থ করে গোল করতে ব্যর্থ হন লুকা মদ্রিচ।

ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারেও শুরু হয় রোমাঞ্চ। এরিকসনের করা শটটি রুখে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক সুবাসিচ। তবে ক্রোয়েশিয়ার শট নেয়া মিলান বাদেলির প্রথম শটটি ঠেকিয়ে দেন ডেনিশ গোলরক্ষক স্মাইকেল।

দু’দলের আবার পরের দুটি করে পেনাল্টি গোল হয়ে যায়। কিন্তু লাসসে শোনের করা গোলটি ফের ঠেকিয়ে দেন সুবাসিচ। আর ইয়োসিফ পিভারিচের শটও ঠেকান স্মাইকেল।

তবে ডেনমার্ক পিছিয়ে যায় নিকোলাই ইয়োর্গেনসেনের শট স্মাইকেল আটকে দিলে। আর ইভান রাকিটিতে শেষ শটটিতে গোল হলেই ৩-২ ব্যবধানের উদযাপনে মাতে ক্রোয়েশিয়া।

আগামী ৭ জুলাই সোচিতে বাংলাদেশ সময় রাত ১২টায় স্বাগতিক রাশিয়ার বিপক্ষে শেষ আটের ম্যাচ খেলতে নামবে ক্রোয়েশিয়া।

ম্যাচটির হাইলাইটস দেখতে এখানে ক্লিককরুন

এ বিভাগের অন্যান্য সংবাদ

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে