‘নেইমারের মতো হীনস্বাস্থ্য ছেলেমানুষ দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না’

আনিসুল হকসুইজারল্যাল্ড খেলার আগে নাগরিক টিভিতে বলছিলাম, ব্রাজিলরে চ্যাম্পিয়ন ধরে নিবেন না এখনই। আগে দেখেন সুইজারল্যান্ডের সাথে জিততে পারে কিনা। জিতে নাই। সাহস কইরা আরেকটা কথা বলি। ব্রাজিল সামনের রাউন্ডে গিয়া বেলজিয়ামের মুখে পড়লে ঐ খেলায় যে জিতবে সেই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। (উল্লেখ থাকে যে, প্রথম আলো এবং আমাদের সময়ের লেখায় বেলজিয়ামকে আমি আমার সারপ্রাইজ প্যাকেজ ধরছিলাম) ভবিষ্যত বাণী না মিললে আমার কিছু করার নাই। আপনে আমারে বিশ্বাস করছেন কেন ?
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবে কথাগুলো বলছিলেন ব্রাজিল সমর্থক প্রখ্যাত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ফারুকীর এই স্ট্যাটাস পাওয়ার পর পরই দেশের বরেণ্য কথাসাহিত্যিক আনিসুল হক কমেন্ট বক্সে লিখেছেন, চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স। ব্রাজিল মেক্সিকোর সঙ্গে জিতবে। তারপরে কার সামনে পড়বে তারওপরে নির্ভর করছে সেমিতে যাবে কিনা।
এবারের বিশ্বকাপ শারীরিক শক্তির। তাই সুন্দর ফুটবল চলবে না। স্পেনও আউট হয়ে যাবে। বেলজিয়াম অবশ্যই সবচেয়ে ভালো দল। উরুগুয়েও। যাদের শারীরিক শক্তি বেশি, তারা জিতবে। নেইমারের মতো হীনস্বাস্থ্য ছেলেমানুষ দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না, আর ৯ রোনালদোর মতো, ম্যারাডোনার মতো শক্তিশালী মারদাঙ্গা ফুটবলার দরকার। এই হলো আমার এবারের উপলব্ধি।
আনিসুল হকের এই কথার জবাবে ফারুকী লিখেছেন, এবারের ওয়ার্ল্ড কাপকে আমি ‘আমাদের সময়’ পত্রিকায় বলছি ‘রক্ষণ শিল্পের চরম উৎকর্ষের বছর’। এটা কেবল রক্ষণভাগের চার বা তিনজনের কথা মাথায় রাইখা বলি নাই, মাঝমাঠের ইন্জুরির কথা মাথায় রেখে বলছি। আজকাল মাঝমাঠ খালি আক্রমণ সাজায় না, অন্যের আক্রমণের লাইফলাইনটাও কেটে দেয়।
ফারুকী আরো লিখেনে, আমি ভীষণ খুশী রক্ষণশিল্পের উন্নয়নে। মনে রাখতে হবে। একটা গোল দেয়া আর একটা গোল ঠেকানো একই মহিমায় মহিমান্বিত। গোল দেয়ারে অনেক তো গ্লামারাইজ করা হইলো। এবার গোল নস্যাৎ করারে একটু গ্ল্যামার দেই আসেন নেইমার এবং ফিজাক্যালিটি বিষয়ে একমত। কিন্তু মনে রাখতে হবে সে এখনো তার সেরা ফর্মে নাই। ইন্জুরির পর সময় লাগে। এইসব টাফ ট্যাকল মোকাবিলা কইরাই সে বড় লীগ মাতাইয়া চলতেছে। লাস্টলি, ব্রাজিল এবার একদমই নেইমার নির্ভর দল না। সো নো ওয়ারিজ কিন্তু তার মানে বলতেছিনা ব্রাজিল অজেয়।
- কমলো সয়াবিন তেলের দাম, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হলো জানেন
- মালয়েশিয়ায় ৫ শতাধিক বিদেশি গ্রেপ্তার, বেশির ভাগই বাংলাদেশি
- নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ
- নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা
- বিদেশি ফল নয়, ঘরেই লুকিয়ে আছে সমাধান এই ৫ দেশি খাবারেই পাবেন পর্যাপ্ত ভিটামিন সি
- শীর্ষে দিল্লি,২ নাম্বারে ঢাকা