| ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

‘নেইমারের মতো হীনস্বাস্থ্য ছেলেমানুষ দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না’

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুলাই ০২ ০৯:৩৪:২১
‘নেইমারের মতো হীনস্বাস্থ্য ছেলেমানুষ দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না’

আনিসুল হকসুইজারল্যাল্ড খেলার আগে নাগরিক টিভিতে বলছিলাম, ব্রাজিলরে চ্যাম্পিয়ন ধরে নিবেন না এখনই। আগে দেখেন সুইজারল্যান্ডের সাথে জিততে পারে কিনা। জিতে নাই। সাহস কইরা আরেকটা কথা বলি। ব্রাজিল সামনের রাউন্ডে গিয়া বেলজিয়ামের মুখে পড়লে ঐ খেলায় যে জিতবে সেই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। (উল্লেখ থাকে যে, প্রথম আলো এবং আমাদের সময়ের লেখায় বেলজিয়ামকে আমি আমার সারপ্রাইজ প্যাকেজ ধরছিলাম) ভবিষ্যত বাণী না মিললে আমার কিছু করার নাই। আপনে আমারে বিশ্বাস করছেন কেন ?

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবে কথাগুলো বলছিলেন ব্রাজিল সমর্থক প্রখ্যাত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ফারুকীর এই স্ট্যাটাস পাওয়ার পর পরই দেশের বরেণ্য কথাসাহিত্যিক আনিসুল হক কমেন্ট বক্সে লিখেছেন, চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স। ব্রাজিল মেক্সিকোর সঙ্গে জিতবে। তারপরে কার সামনে পড়বে তারওপরে নির্ভর করছে সেমিতে যাবে কিনা।

এবারের বিশ্বকাপ শারীরিক শক্তির। তাই সুন্দর ফুটবল চলবে না। স্পেনও আউট হয়ে যাবে। বেলজিয়াম অবশ্যই সবচেয়ে ভালো দল। উরুগুয়েও। যাদের শারীরিক শক্তি বেশি, তারা জিতবে। নেইমারের মতো হীনস্বাস্থ্য ছেলেমানুষ দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না, আর ৯ রোনালদোর মতো, ম্যারাডোনার মতো শক্তিশালী মারদাঙ্গা ফুটবলার দরকার। এই হলো আমার এবারের উপলব্ধি।

আনিসুল হকের এই কথার জবাবে ফারুকী লিখেছেন, এবারের ওয়ার্ল্ড কাপকে আমি ‘আমাদের সময়’ পত্রিকায় বলছি ‘রক্ষণ শিল্পের চরম উৎকর্ষের বছর’। এটা কেবল রক্ষণভাগের চার বা তিনজনের কথা মাথায় রাইখা বলি নাই, মাঝমাঠের ইন্জুরির কথা মাথায় রেখে বলছি। আজকাল মাঝমাঠ খালি আক্রমণ সাজায় না, অন্যের আক্রমণের লাইফলাইনটাও কেটে দেয়।

ফারুকী আরো লিখেনে, আমি ভীষণ খুশী রক্ষণশিল্পের উন্নয়নে। মনে রাখতে হবে। একটা গোল দেয়া আর একটা গোল ঠেকানো একই মহিমায় মহিমান্বিত। গোল দেয়ারে অনেক তো গ্লামারাইজ করা হইলো। এবার গোল নস্যাৎ করারে একটু গ্ল্যামার দেই আসেন নেইমার এবং ফিজাক্যালিটি বিষয়ে একমত। কিন্তু মনে রাখতে হবে সে এখনো তার সেরা ফর্মে নাই। ইন্জুরির পর সময় লাগে। এইসব টাফ ট্যাকল মোকাবিলা কইরাই সে বড় লীগ মাতাইয়া চলতেছে। লাস্টলি, ব্রাজিল এবার একদমই নেইমার নির্ভর দল না। সো নো ওয়ারিজ কিন্তু তার মানে বলতেছিনা ব্রাজিল অজেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে