টাইব্রেকারে শেষ স্পেনের বিশ্বকাপ, কোয়ার্টারে রাশিয়া

রোববার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় ম্যাচটি। স্বাগতিকদের ম্যাচটিকে ঘিরে পুরো রাশিয়াতেই ছিল এদিন উৎসব। আর রাশিয়ান দর্শকদের গর্জনে লুঝনিকি স্টেডিয়াম তো হয়ে উঠেছিল উত্তাল সমুদ্র। যেখানে লড়াই করাটা স্পেনের জন্য শুধু কঠিনই ছিল না। ছিল আরো বড় কিছু। তাছাড়া বিশ্বকাপ বা ইউরোতে স্বাগতিক দেশের বিপক্ষে কখনো জয়ের রেকর্ডও ছিল না তাদের। এদিনও গল্পটা বদালো না। তাই রাশিয়ানরা টিকে থাকলো বিশ্বকাপে। অথচ বিশ্বকাপ শুরুর আগে গ্রুপ পর্ব পেরোতে পারাটাই বড় অর্জন হিসেবে ধরে রেখেছিল রাশিয়া। সেখানে এখন কোয়ার্টার ফাইনালে অর্থাৎ সেরা আটে খেলবে তারা।
এদিন টাইব্রেকারে স্পেনের দু-দুটি শট রুখে দিলেন রাশিয়ান গোলরক্ষক ইগোর আকিনফিভ। পুরো খেলায় গোলবার সামলেছেন দারুণভাবে। এরপর পেনাল্টিতে যা করলেন তাতে রাশিয়ানদের মনে নিশ্চিতভাবেই তার নামটা অম্লান হয়ে থাকবে। অন্যদিকে চিরকাল হতাশার দহনে পুড়ে যাবেন কোকে ও ইয়াগো আসপাস। স্পেনের হয়ে তৃতীয় শটটা নিয়েছিলেন কোকে। যা রুখে দিলেন আকিনফিভ। এরপর আসপাসের পঞ্চম শটটা তো রুখে দিয়ে বনে গেলেন নায়ক।
আসপস নিজে হয়তো কোনোভাবেই ভাবেননি বলটা জালে ঢুকবে না। আকিনফিভ যে দিকে লাফালেন তার অন্যদিক দিয়েই শটটা নিলেন আসপাস। কিন্তু রাশিয়ান গোলরক্ষকের পায়ে লেগে তা প্রতিহত। ওই শটে গোল হলে পরের শটটা রুখে দিয়ে খেলায় টিকে থাকতে পারত স্পেন। তখন হয়তো আসতো সাডেন ডেথ। কিন্তু সেরকম কিছু হলোনা। রাশিয়ানরা পেনাল্টি শটগুলো নিলেন দারুণ। চার চারটি শটেই গোল করলেন। স্প্যানিশ গোলরক্ষক ডেভিড দি গিয়া পারলেন না একটিও রুখতে।
- কমলো সয়াবিন তেলের দাম, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হলো জানেন
- মালয়েশিয়ায় ৫ শতাধিক বিদেশি গ্রেপ্তার, বেশির ভাগই বাংলাদেশি
- নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ
- নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা
- বিদেশি ফল নয়, ঘরেই লুকিয়ে আছে সমাধান এই ৫ দেশি খাবারেই পাবেন পর্যাপ্ত ভিটামিন সি
- শীর্ষে দিল্লি,২ নাম্বারে ঢাকা