মেসির তাবিজে কাজ করল না আজ!…
বিশ্বকাপের লড়াইয়ে অবতীর্ণ আর্জেন্টিনা-ফ্রান্স। এই ম্যাচে হারলেই বিদায় নিতে হবে আর্জেন্টিনাকে। এমতাবস্তায় খেলা শুরু মাত্র ১৩ মিনিটের মাথায় গোল খেয়ে বসে আর্জেন্টিনা। পরে ম্যাচের ৪০ মিনিটে ডি মারিয়ার দারুণ শর্টে সমতায় ফেরে আর্জেন্টিনা।
ম্যাচের প্রথমার্ধে ১-১ সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৮ মিনিটে মার্কাদোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৯ মিনিট পর খেলার ৫৭ মিনিটে দুর্দান্ত শটে বেঞ্জামিন পাভার্দ গোল করে ফ্রান্সকে ২-২ সমতায় ফেরান। এরপর ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের ৬৪ মিনিটের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। ৬৮ মিনিটে আবারও তার গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় ফরাসিরা।
ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৩ মিনিটে) আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমানো গোল করেন সের্জিও আগুয়েরো। কিন্তু ততোক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ৪-৩ গোলের ব্যবধানে হেরে বিদায় নিলো আর্জেন্টিনা। অন্যদিকে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পা রাখলো ফ্রান্স।
ইতিহাসের পুনরাবৃত্তি সবসময় একইভাবে হয় না। উল্টো ভাবেও ফিরে আসে তা। এবার ইতিহাস উল্টোভাবে ফিরে আসল আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচে। বিশ্বকাপের শেষ ষোলতে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স
তবে আজকের ম্যাচে মেসিদের খারাপ পারফরম্যান্সে নিয়ে বেশ হতাশ আর্জেন্টাইন দর্শকরা। কেউ কেউ উপহাস করে বলছেন, ‘মেসির তাবিজ কাজ করছে না আজ!’ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়। তবে ফ্রান্স মানে কোনও একজন নন। পল পোগবা, আন্তোনিও গ্রিজম্যান, অলিভার জিহু, দেম্বেলেরা সবাই।
গত ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পাওয়ার পর মেসি বলেছিলেন, ‘এ ম্যাচের আগে একটি তাবিজ পাঠায় আমার মা। সেই তাবিজ পরে খেলি আমি। এ কারণে গোল পেয়েছি। দলও জিতেছে।’
- ঢাকায় ভারতের কে এই RAW স্টেশন হেড, যা জানা গেল, কাঁপছে রাজনৈতিক অঙ্গন"
- লাফিয়ে বাড়লো সোনার দাম, আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ বিক্রি
- টিউলিপ বড্ড পল্টিবাজ : বাংলাদেশকে লুটে খেয়ে এখন না চেনার ভান
- মালয়েশিয়ায় ৫ শতাধিক বিদেশি গ্রেপ্তার, বেশির ভাগই বাংলাদেশি
- আইপিএল 2025 : পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে শাস্তি পেলো গুজরাটের ক্রিকেটার
- নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা
- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর