| ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম

IPL নিলামে বিতর্কের ঝড় : গুজরাতের গেল ২৫ লাখ, হায়দরাবাদের ৪০ লাখ, নাম জড়াল কেকেআরেরও*** ব্রেকিং নিউজ : IPL নিলামে রিশাদ ও মুস্তাফিজের জায়গা হলো জনি বেয়ারস্টো ও ড্যারিল মিচেলের দলে*** 2025 IPL নিলাম শেষ, এক নজরে দেখেনিন ১০ দলের চূড়ান্ত স্কোয়াড ও বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থান*** এইমাত্র পাওয়া : আইপিএল নিলাম শেষ কেন উইলিয়ামসনের দলে মুস্তাফিজ*** ব্রেকিং নিউজ :শেষ হলো সাকিব, রিশাদ ও মুস্তাফিজের নিলাম, দেখেনিন লিটন দাস ও তাওহীদ হৃদয়ের অবস্থান*** আজ ২৫/১১/২০২৪ তারিখ বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম,জেনেনিন*** ipl নিলামের মধ্যেই ক্রিকেট বিশ্বকে অবাক করে ইনিংস ঘোষণা করলো মেহেদী হাসান মিরাজ***

প্লেয়ার রেটিং: আর্জেন্টিনা-নাইজেরিয়া, এগিয়ে কে?

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুন ২৭ ১১:৩০:১৫
প্লেয়ার রেটিং: আর্জেন্টিনা-নাইজেরিয়া, এগিয়ে কে?

নিকোলাস ওটামেন্ডি ৪.৫/১০

একেবারেই নিষ্প্রভ ছিলেন আজ। রক্ষণে বেশ কয়েকবার ভুল পাসে দলকে চাপে ফেলেছেন। ট্যাকলিংও ঠিক যুতসই ছিল না। নাইজেরিয়ান ফরওয়ার্ডদের ভুলে বেঁচে গিয়েছেন অবশ্য।

গ্যাব্রিয়েল মের্কাদো ৫.৫/১০অটামেন্ডির মতই নিজের সেরাটা দিতে পারেননি। বেশ কয়েকবার তাকে কাটিয়ে ডিবক্সে ঢুকে গিয়েছিলেন আহমেদ মুসা। কিন্তু নাইজেরিয়ার ফরওয়ার্ডদের মিসের মহড়ায় বেঁচেই গেছেন তিনি। তবে রোহোর গোলে করেছিলেন দারুণ এক ক্রস।

নিকোলাস টালিয়াফিকো ৫.৫/১০পুরো টুর্নামেন্টের মত আজও সাম্পাওলির আস্থার প্রতিদান দিতে পারেননি। ফুলব্যাকে না পেরেছেন সামনে ডি মারিয়াকে সাহায্য করতে, না পেরেছেন মোজেসকে রুখে দিতে। আবারও এক হতাশাজনক পারফরম্যান্স তার।

মার্কোস রোহো ৭/১০জয়সূচক গোলটা করে দলকে ভাসিয়েছেন অপার আনন্দে। তবে রক্ষণেও ছিলেন দারুণ। প্রতি আক্রমণে মুসার ক্রসে ডিবক্সে একা থাকা ইগালোর পায়ে বল না আসার মূল কারণ তিনিই। নিঃসন্দেহে আর্জেন্টিনার সেরা ডিফেন্ডার আজ।

হাভিয়ের মাসচেরানো ৫.৫ /১০খেলায় পুরনো ধারটা নেই একদমই। প্রথমার্ধে বেশ কয়েকবার আর্জেন্টিনাকে মাঝমাঠে বল ফেরত পেতে সাহায্য করেছেন। মাঝমাঠে পাসিং ছিল একেবারেই সাদামাটা। পজেশন হারিয়েছেন অসংখ্যবার। নাইজেরিয়াকে পেনাল্টি উপহার দিয়েছেন তিনিই।

এনজো পেরেজ ৫.৫/১০পাসিং ভাল ছিল না। মিকেলের প্রেসিং-এ বল হারিয়েছেন বেশ কয়েকবার। তবে ট্যাকলিং ভাল ছিল বলতেই হয়। মুসাকে প্রতি আক্রমণে ঠেকিয়েছেন দু’বার।

এভার বানেগা ৭/১০নিঃসন্দেহে মাঝমাঠের প্রাণভোমরা ছিলেন আজ। প্রথমার্ধের সেরা খেলোয়াড়। মেসির গোলটি সবাই মনে রাখলেও বানেগার অ্যাসিস্টও ছিল দেখার মত। আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে স্মরণীয় ম্যাচ তার।

অ্যাঙ্গেল ডি মারিয়া ৬.৫/১০এবারের বিশ্বকাপে তার সেরা ম্যাচ। বাঁ-প্রান্তে খেললেও পুরনো ঝলক দেখিয়েছেন মাঝেমধ্যে। চকিত ড্রিবলিং দিয়ে নাইজেরিয়ার রক্ষণে ত্রাস ছড়িয়েছেন, কিন্তু ক্রসগুলো ঠিক হয়নি। তবে আক্রমণভাগে মেসির যোগ্য সঙ্গীই ছিলেন তিনি।

গঞ্জালো হিগুয়েন ৪/১০সতীর্থদের মধ্যে সবচেয়ে বাজে খেলেছেন তিনি। কিন্তু যে কারণে তাকে মাঠে নামানো সেটা ভালোভাবেই করেছেন। নিচে নেমে এসে বল দখলের লড়াইয়ে নেমেছিলেন। তবে, গোল করাটা যে তার কাজ সেটাই করতে পারেননি। আবারও আর্জেন্টিনার বড় ম্যাচে মিস করেছেন বেশ কয়েকটি সুযোগ। মেসি-ডি মারিয়ার সাথে আক্রমণভাগে সমন্বয় করতে পারেননি একদমই।

লিওনেল মেসি ৮/১০ম্যান অফ দা ম্যাচ। পুরো ম্যাচে ছড়ি ঘুরিয়েছেন। প্রথমেই গোল করে আর্জেন্টাইনদের পালে হাওয়া যুগিয়েছিলেন তিনিই। ড্রিবলিং, ভিশন দিয়ে নাইজেরিয়ার রক্ষণভাগের মূল দুশ্চিন্তা ছিলেন তিনিই। নিচে নেমে এসে মাসচেরানোদেরও সাহায্য করেছেন কয়েকবার। আর্জেন্টিনার দুঃসময়ে জ্বলে উঠলেন আবারও।

বদলিম্যাক্সিমিলিয়ানো মেজা ৩.৫/১০এখনও তাকে স্কোয়াডে রাখার সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি। গোলের আশায় তার ওপর করা সাম্পাওলির ভরসারও প্রতিদান দিতে পারেননি।

সার্জিও আগুয়েরো ৩/১০বদলি হিসেবে নেমে খেলায় তেমন প্রভাব ফেলতে পারেননি। তবে গোলের সামনে কিছুটা নার্ভাসই মনে হয়েছে তাকে।

ক্রিস্টিয়ান পাভন ৭/১০বদলিদের মধ্যে সবচেয়ে ভাল খেলেছেন তিনি। শুরু থেকেই জয়ের এক তীব্র ইচ্ছার ছাপ ছিল খেলায়। ডানপ্রান্তে গতির সাথে ড্রিবলিংয়ের সমন্বয়টাও করেছিলেন দারুণভাবে।

নাইজেরিয়াফ্রান্সিস উজোহো ৭.৫/১০আর্জেন্টিনার দু’গোলেই কিছু করার ছিল না তার। পুরো ম্যাচে ডিস্ট্রিবিউশন ছিল দারুণ। সেই সাথে ম্যাচের শুরুতেই হিগুয়াইনের একটি শট ঠেকিয়েছেন দক্ষ হাতে। মেসির ফ্রি কিকটাও গোলই হতে পারত, আঙ্গুলের ছোঁয়ায় শটের দিক পরিবর্তন করে না দিলে।

লিওন বালোগান ৫/১০রক্ষণে মেসি-হিগুয়েনদের ভালমতই রুখে দিয়েছিলেন। মেসির পা থেকে কয়েকবার বল কেড়ে নিয়েছেন। তবে পাসিং দিয়ে ডুবিয়েছেন দলকে। লম্বা পাসে বল হারিয়েছেন অনেকবার। ডি মারিয়াকে ফাউল করে দেখেছেন হলুদ কার্ড।

উইলিয়াম একং ৫.৫/১০প্রথম গোলে মেসিকে ছেড়েই দিয়েছিলেন। রক্ষণ থেকে বল বের করে আনতে ব্যর্থ হয়েছেন কয়েকবার। ট্যাকলিংয়েও নিজের সেরাটা দিতে পারেননি।

কেনেথ ওমেরুয়ো ৬.৫/১০নাইজেরিয়ার তিন সেন্ট্রাল ডিফেন্ডারের মধ্যে সেরা পারফর্মার ছিলেন আজ। বাঁ-প্রান্তে মেসিকেও আটকে দিয়েছিলেন কয়েকবার।

ভিক্টর মোজেস ৭/১০পেনাল্টি থেকে সমতায় ফিরিয়েছিলেন দলকে। ইহিয়ানাচো-ইগালোদের জন্য সুযোগও তৈরি করেছিলেন কয়েকবার, কিন্তু তাদের ব্যর্থতায় শেষমেশ খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে তাদের।

ওঘেনেকারো এতেবো ৭.৫/১০ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নিজের ভূমিকায় ছিলেন দুর্দান্ত। ট্যাকলিংয়ের পসরাই সাজিয়ে বসেছিলেন। তার পা থেকে বল নিতে রীতিমত যুদ্ধই করতে হয়েছে মাসচেরানো-পেরেজদের।

জন ওবি মিকেল ৭/১০ক্যাপ্টেন্স পারফরম্যান্স। মাঝমাঠ থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন দারুণভাবে। নিচে নেমে সাহায্য করেছেন রক্ষণে, আবার মুসা-মোজেসদেরও পাস ছেড়েছেন কয়েকবার।

ওনিয়েনিয়ে এন’দিদি ৭/১০অধিনায়ক মিকেলের যোগ্য সঙ্গীই ছিলেন আজ। মাসচেরানো-পেরেজরা শক্তিবলে পেরে উঠেননি তার সাথে। মেসিকে পেছন থেকে ট্যাকেল করে বল কেড়ে নেওয়া ছিল তার ম্যাচের ‘হাইলাইট।’

ব্রায়ান ইদোয়ু ৫.৫/১০নাইজেরিয়ার মাঝমাঠে খুব সম্ভবত সবচেয়ে নিষ্প্রভ ছিলেন তিনিই। মেসি-ডি মারিয়ারা যে কতবার কাটিয়ে চলে গেছেন তাকে, হিসেব নেই। ঠিকমত প্রেস না করায় রোহোর গোলে ক্রসটা করতে পেরেছিলেন মের্কাদো।

কেলেচি ইহিয়ানাচো ৫/১০ম্যাচের শুরুতে নড়বড়ে ওটামেন্ডির ভুল পাসে আর্জেন্টাইন রক্ষণের ঠিক সামনে বল পেয়েছিলেন কয়েকবার। কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগে প্রতিবারই হারিয়েছেন গোলের সুযোগ। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাকে উঠিয়ে নেন নাইজেরিয়ার কোচ।

আহমেদ মুসা ৮/১০নাইজেরিয়ার সেরা খেলোয়াড়। দুর্দান্ত গতি দিয়ে মের্কাদোকে নাকানিচুবানিই খাইয়েছেন বলা যায়। ড্রিবলিং দিয়ে আর্জেন্টাইন ডিফেন্ডারদের কাঁপয়েই দিয়েছিলেন। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় লাভ হয়নি কিছুই।

বদলিওডিয়ন ইগালো ৪/১০মুসার ক্রস থেকে আর্মানিকে একা পেয়েও গোল করতে পারেননি। এর আগেও সুযোগ হাতছাড়া করেছেন দু’বার। নাইজেরিয়ার হারের অন্যতম মূল কারণ তিনিই।

অ্যালেক্স ইওবি৯০ মিনিটে গোলশোধের আশায় তাকে নামিয়েছিলেন কোচ। কিন্তু লাভ হয়নি তাতে। খেলায় প্রভাব ফেলতে পারেননি।

সিমিইওবির মতই ৯০ মিনিটে নেমেছিলেন। দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি শেষ ৫ মিনিটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

চলছে আইপিএলের বড় নিলাম। রবিবার প্রথম দিনের নিলাম হয়েছে। সোমবার হবে দ্বিতীয় দিনের নিলাম। প্রথম ...

IPL নিলামে বিতর্কের ঝড় : গুজরাতের গেল ২৫ লাখ, হায়দরাবাদের ৪০ লাখ, নাম জড়াল কেকেআরেরও

IPL নিলামে বিতর্কের ঝড় : গুজরাতের গেল ২৫ লাখ, হায়দরাবাদের ৪০ লাখ, নাম জড়াল কেকেআরেরও

আইপিএল নিলামের প্রথম দিন মল্লিকার দু’টি ভুল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দ্রুত নিলাম করতে গিয়ে ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে