| ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম

রোনালদোর ঐতিহাসিক গোলে উড়ল বাংলাদেশের পতাকা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুন ২০ ২২:২৫:২৬
রোনালদোর ঐতিহাসিক গোলে উড়ল বাংলাদেশের পতাকা
রোনালদোর ঐতিহাসিক গোলে উড়ল বাংলাদেশের পতাকা

পর্তুগাল আর মরক্কো ম্যাচটি পর্তুগাল এর জন্যে যতটুকু গুরুত্ববহন করেছে।তার চেয়েও বাঙালি দের গর্ব করার মত উপলক্ষও করে দিয়েছে। পর্তুগাল এর হয়ে ৪ মিনিটেই গোল করেছেন রোনালদো। পর্তুগাল কে লিড এনে দেয়ার পর সেলিব্রেশন করেন সি আর সেভেন। সেসময় দেখা যায়, রোনালদোর পিছনেই এক বাংলাদেশি রোনালদো সমর্থক কে। যিনি বাংলাদেশ এর পতাকা নিয়ে সেখানে উপস্থিত। রোনালদোরর এই রেকর্ড ব্রেকিং গোলের গর্বিত সাক্ষী হয়ে রইল বাংলাদেশ।

রোনালদো এদিন ইউরোপিয়ান ফুটবলারদের মধ্যে সর্বাধিক গোল করার রেকর্ড গড়েছেন। সিআরসেভেন এখন ৮৫টি গোলের মালিক। ৮৪টি গোল আছে পুসকাসের। হাঙ্গেরি এবং স্পেনের হয়ে ৮৯ ম্যাচে গোলগুলো করেন তিনি। রোনালদোর লাগল ১৫২ ম্যাচ।এছাড়াও এ গোলের মাধ্যমে কিংবদন্তি ম্যারাডোনার পাশে নাম লিখিয়েছেন তিনি।

মরক্কো প্রথম ম্যাচে আত্মঘাতী গোলে ইরানের কাছে হেরে যায়। সেই ম্যাচেও তারা দারুণ দাপট দেখিয়েছিল। পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে। এই ম্যাচের জয় তাদের দ্বিতীয় রাউন্ডের পথ সহজ করবে।

পর্তুগালের বিপক্ষে মরক্কো প্রথম মাঠে নামে ১৯৮৬ সালে। সেই ম্যাচে পর্তুগিজরা ১-৩ গোলে হেরে যায়।

এদিন প্রথমার্ধে মরক্কো বেশি সময় বল দখলে রেখেও এক গোলে পিছিয়ে থাকে। এই সময়ে তারা গোলের দিকে শট নেয় চার বার। পর্তুগাল সেখানে এক বার।

রোনালদো আগের ম্যাচে লেফট উইঙ্গার হিসেবে খেলেছিলেন। এদিন ৪-৪-২ ফর্মেশনে স্ট্রাইকার হিসেবে শুরু থেকে খেলতে থাকেন। আগের ম্যাচের মতো শুরুতে পর্তুগালকে গোল এনে দেন। চতুর্থ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল মাটিতে পড়ার আগে কিছুটা নিচু হয়ে উড়ন্ত হেড করেন। এই আসরে এটি তার চতুর্থ গোল।

১২তম মিনিটে পর্তুগালকে রক্ষা করেন তাদের গোলরক্ষক। ম্যানুয়েল দা কোস্তা কর্নার থেকে আসা বল হেড করেন। বাঁদিকের পোস্টে বল চলে যায়। কিন্তু পর্তুগাল গোলরক্ষক রুই প্যাট্রিসিও সময় মতো লাইনে এসে বল গ্রিপ করেন।

৪০তম মিনিটে পর্তুগাল দারুণ এক কাউন্টার অ্যাটাকে উপরে উঠে আসে। বক্সের বাইরে থেকে গনসালো গুইডেসকে বল ছাড়েন রোনালদো। এক ড্রপ করে বল তার সামনে পড়ে। উঁচুতে থাকা বল এক পা দিয়ে শট করেন। মরক্কো গোলরক্ষক মনির এক হাত দিয়ে কোনোমতে সেটি ফিরিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে বক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে যান রোনালদো। জোরের উপর শট করতে গিয়ে বারের অনেক উপর দিয়ে উড়িয়ে মারেন।

৫৫তম মিনিটে পর্তুগালকে রক্ষা করেন গোলরক্ষক প্যাট্রিসিও। বক্সের বাইরে থেকে ইউনেস বেলহান্ডা বিদ্যুতগতির এক শট নেন। প্যাট্রিসিও নিজের হাইটকে দারুণভাবে ব্যবহার করে বল গ্রিপ করেন।

দুই মিনিট বাদেও তিনি ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হন। হাকিম জিয়েখের ক্রস হেড করেন ইউনেস বেলহান্ডা। ডানদিকে ডাইভ দিয়ে একহাতে সেটি বের করে দেন প্যাট্রিসিও।

মরক্কো এরপরেও বেশ কয়েকবার সুযোগ সৃষ্টি করে গোল বের করতে ব্যর্থ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

চলছে আইপিএলের বড় নিলাম। রবিবার প্রথম দিনের নিলাম হয়েছে। সোমবার হবে দ্বিতীয় দিনের নিলাম। প্রথম ...

ipl নিলামের মধ্যেই ক্রিকেট বিশ্বকে অবাক করে ইনিংস ঘোষণা করলো মেহেদী হাসান মিরাজ

ipl নিলামের মধ্যেই ক্রিকেট বিশ্বকে অবাক করে ইনিংস ঘোষণা করলো মেহেদী হাসান মিরাজ

চতুর্থ দিনের শুরুতেই ক্রিকেটবিশ্বকে অবাক করে দিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে