| ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম

ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচের প্লেয়ার রেটিং, এগিয়ে কে?

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুন ১৯ ০০:৩২:৫৮
ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচের প্লেয়ার রেটিং, এগিয়ে কে?

মিরান্ডা ৪/১০

কর্নারের সময় জুবেরকে তারই মার্ক করার ছিল। বড় ভুল করেছেন, দল দিয়েছে চরম মাশুল।

থিয়াগো সিলভা ৭/১০ নির্ভুলই মনে হয়েছে তাকে। শক্ত হাতেই রক্ষণ সামলেছেন। প্রথমার্ধের শেষদিকে গোলও করতে পারতেন।

দানিলো ৫/১০তার খেলা খুব বেশি ভরসা যোগাতে পারেনি ব্রাজিল সমর্থকদের। শুরুতে একটু নড়বড়ে ছিলেন, সময়ের সঙ্গে অবশ্য মানিয়ে নিয়েছেন।

কাসেমিরো ৪/১০সুইজারল্যান্ডের বেহরামি, আর জেমাইলির কাছে বারবার হেরেছেন। মাঝমাঠে বল দখলের লড়াইয়েও পিছিয়ে ছিলেন, সৃজনশীল কিছুও করতে পারেননি। হলুদ কার্ড না দেখলে হয়ত পুরো ম্যাচই খেলতেন।

পাউলিনহো ৫/১০প্রথমার্ধে গোলের সামনে স্বভাবসুলভ সপ্রিতভ উপস্থিতি ছিল তার। কিন্তু ব্রাজিল বল পজেশন হারানোর পর আর সুবিধা করতে পারেননি। পরে বদলি হয়ে মাঠ ছেড়েছেন।

কৌতিনহো ৭.৫/১০গোল করা বাদেও খেলেছেন অসাধারণ। বল ডিস্ট্রিবিউশন ছিল দেখার মতো। এই ম্যাচে ব্রাজিলের একমাত্র পাওয়া কৌতিনহোর দুর্দান্ত এক পারফরম্যান্স।

উইলিয়ান ৭/১০রক্ষণে মন কম দিতে হলে হয়ত আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারতেন উইলিয়ান। ডান প্রান্ত দিয়ে গতি আর কৌশল দিয়ে ভুগিয়েছেন সুইসদের। তবে ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছু করা হয়নি আজ।

নেইমার ৫/১০মাঝামাঠে তেমন একটা জায়গা পাননি, বাকিদের সঙ্গেও বোঝাপড়ায় ছিল ঘাটতি। নেইমার লেগেছে অচেনা।

গ্যাব্রিয়েল হেসুস ৪.৫/১০ম্যাচে তার তেমন কোনো প্রভাবই পড়েনি। বাকিদেরকেও অবশ্য দুষতে পারেন। তবে নিজের কাজোটাও ঠিকমতো করতে পারেননি। তার জায়গায় পরে বদলি নামা রবার্তো ফিরমিনোকেই বরং ভয়ঙ্কর মনে হয়েছে সুইসদের জন্য।

বদলিফার্নান্দিনহো ৪/১০কাসেমিরোর জায়গায় নেমে তার চেয়ে ভালো কিছু করতে পারেননি। সুইসদের মিডফিল্ডের বিপক্ষে অসহায় মনে হয়েছে তাকে।

রেনাটো আগুস্তো ৫/১০গোল হজম করার পর মাঠে নেমেছিলেন। পাস দিয়েছেন নির্ভুলভাবে, ব্রাজিলকে পজেশন ফিরে পেতে সাহায্য করেছেন।

রবার্তো ফিরমিনোসুপার সাব তকমাটা গায়ে সেটে যেতে পারত। শেষ ১০ মিনিটে দুইবার ভালো সুযোগ তৈরি করেছিলেন। তবে স্মরণীয় কিছু করা হয়নি আর।

সুইজারল্যান্ডইয়ান সমার ৭/১০কৌতিনহোর গোলে তেমন কিছুই করার ছিল না। তবে শুরুতেই পাউলিনহোকে ফিঙ্গারটিপ সেভে গোলবঞ্চিত করেছেন। পরে শেষদিকে ফিরমিনোর হেডও শক্ত হাতেই ফিরিয়েছেন।

রিকার্ডো রদ্রিগেজ ৬/১০প্রথমার্ধে আক্রমণে সাহায্য করেছেন দলকে। পরে অবশ্য সেভাবে ওপরে উঠতে পারেননি। তবে ট্রানজিশনের সময় ট্র্যাক ব্যাক করেছেন ভালোভাবেই।

ম্যানুয়েল আকাঞ্জি ৮/১০হেসুসকে হতাশ করেছেন তিনিই। আত্মবিশ্বাসী ছিলেন পুরো ম্যাচ জুড়েই। কৌতিনহোকেও ড্রিবল করে ভেতরে ঢোকার সুযোগ দিয়েছেন কমই।

ফাবিয়ান শার ৬/১০আকাঞ্জির পারফরম্যান্সের শারের ভুলগুলো ঢাকা পড়ে গেছে। অবশ্য বড় ধরনের ভুলও করেননি।

স্টেফান লিচস্টেইনার ৭/১০৩৩ বছর বয়সী খেলেছেন অধিনায়কের মতোই। বদলি হওয়ার আগ পর্যন্ত আক্রমণ আর রক্ষণে দুই জায়গাই সালাম দিয়েছেন দক্ষতার সঙ্গে। তবে মার্সেলোর গতির সঙ্গে মানিয়ে নিতে ঝামেলা হয়েছে।

গ্রানিত শাকা ৬/১০বল পজেশন হারিয়েছেন বেশ কয়েকবার। নড়বড়ে মনে হয়েছে শাকাকে।

ভ্যালন বেহরামি ৭.৫/১০প্রথমার্ধে ব্রাজিলের খেলার গতি থামিয়ে দিয়েছিলেন একাই। তবে আক্রমণে সাহায্য করতে পারেননি দলকে। রক্ষণকে করেছেন মজবুত। মাঝমাঠ থেকেই বেশ কয়েকবার ভেস্তে দিয়েছেন ব্রাজিলের আক্রমণ।

ব্লেরিম জেমাইলি ৬.৫/১০ম্যাচের প্রথম গোলের সুযোগ পেয়েছিলেন জেমাইলিই। সেটা কাজে লাগাতে পারেননি। তবে মাঝমাঠে বেহরামির সঙ্গে জুটি গড়ে ব্রাজিলকে আটকানোর কাজটা করেছেন।

স্টিভেন জুবের ৭/১০গোলটা সুইসদের প্রাপ্যই ছিল। সেটা এনে দিয়েছেন তিনিই।

জের্দান শাকিরি ৭/১০ডানদিক দিয়ে প্রায় একাই দাপিয়ে বেড়িয়েছেন ব্রাজিলের রক্ষণে। কাট করে ভেতরে ঢুকতে পারেননি। তবে ব্রাজিলকে আক্রমণাত্মক হয়ে উঠতেও দেননি। পায়ে বল রেখে দলকে খেলা নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছেন। হারিস সেফেরোভিচ ৬/১০গোল করার সুযোগ পাননি, একাই পড়ে গিয়েছিলেন। তবে ব্রাজিলের রক্ষণকে ব্যস্ত রেখে কোচের কৌশল সফল করতে বড় ভূমিকা পালন করেছেন।

বদলিডেনিস জাকারিয়া ৬.৫/১০বেহরামির জায়গায় নেমে তার অভাব বুঝতেই দেননি বাকি সময়ে।

ব্রিল এমবোলো ৪/১০প্রতি আক্রমণে দলকে সাহায্য করতে পারেননি তেমন।

মাইকেল ল্যাং ৫পুরোদস্তর রাইটব্যাক না হয়েও শেষদিকে আর দলকে নড়বড়ে হতে দেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

চলছে আইপিএলের বড় নিলাম। রবিবার প্রথম দিনের নিলাম হয়েছে। সোমবার হবে দ্বিতীয় দিনের নিলাম। প্রথম ...

ipl নিলামের মধ্যেই ক্রিকেট বিশ্বকে অবাক করে ইনিংস ঘোষণা করলো মেহেদী হাসান মিরাজ

ipl নিলামের মধ্যেই ক্রিকেট বিশ্বকে অবাক করে ইনিংস ঘোষণা করলো মেহেদী হাসান মিরাজ

চতুর্থ দিনের শুরুতেই ক্রিকেটবিশ্বকে অবাক করে দিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে