বন্ধুর বদৌলতে বদলে গেল রোনালদোর জীবন
বন্ধুর বদৌলতে বদলে গেল রোনালদোর জীবন
পর্তুগালের রোনালদো বেশ কয়েক বছর ধরে বিশ্বের প্রথম সারির দুজন খেলোয়াড়ের মধ্যে একজন। তিনি তার সাফল্যের জন্য আলবার্ট ফানত্রো নামে তার ছোটবেলার এক ঘনিষ্ঠ বন্ধুর অবদান হাসিমুখে স্বীকার করেন।দুজনে জুনিয়র টিমে যখন খেলতেন, তখন স্পোর্টিং লিজবন ক্লাবের জন্য তরুণ উঠতি খেলোয়াড় খুঁজতে একজনকে পাঠানো হল তাদের খেলা দেখতে। যাদের কিনা বলা হয় স্কাউট।তেমন একজন স্কাউট তাদের বলেছিলেন- আজ যে সবচেয়ে বেশি গোল করবেন, তাকেই তিনি মনোনীত করবেন।তো শুরু হল খেলা। দুই বন্ধু একটি করে গোল করলেন। এর পর ফানত্রো এক মোক্ষম সুযোগ পেলেন জালে বল পুরে দেয়ার কিন্তু তিনি বল পাস করে দিলেন রোনালদোকে। সুযোগ কাজে লাগালেন রোনালদো আর সুযোগ পেয়ে গেলেন স্পোর্টিং লিজবন ক্লাবের হয়ে খেলার।
যা বদলে দিয়েছিল তার ক্যারিয়ার। তিনি পরে বন্ধুকে জিজ্ঞেস করেছিলেন কেন তিনি এমন সুযোগ হাতছাড়া করলেন। বন্ধুর সহজ উত্তর, কারণ- তুমি আমার চেয়ে ভালো খেলোয়াড়।এর পর ফানত্রোর ফুটবল ক্যারিয়ারে ইতি ঘটল। বেকার জীবন কাটাচ্ছিলেন তিনি।সেই সময় এক সাংবাদিক গিয়েছিলেন চমকপ্রদ এই কাহিনী নিয়ে রিপোর্ট করতে। তিনি দেখলেন বেকার হলেও দামি বাড়িতে থাকেন ফানত্রো। দামি গাড়িতেও চড়েন। সেটি কীভাবে সম্ভব হল জানতে চাইলে হাসিমুখে বললেন, সব ক্রিশ্চিয়ানোর উপহার।
প্রথম খেলার দিন বাথরুমে আটকে গিয়েছিলেন মেসিমেসির এক বন্ধু হুয়ান লেগুইযামো। আর্জেন্টিনার রোজারিও শহরে কিশোর মেসির একটি খেলা সম্পর্কে মজার গল্প বলছিলেন তিনি। সেই খেলায় পুরস্কার ছিল বাইসাইকেল। খেলা শুরু হয়েছে কিন্তু মেসির দেখা নেই।লেগুইযামো বলছিলেন, খেলার প্রথমার্ধ শেষ হল। আমরা ১-০ গোলে পিছিয়ে আছি। তখন এলো মেসি। ঘটনা হল বাথরুমে আটকে পড়েছিল মেসি। দরজা ভেঙে বের হয়ে তার পর এসেছিল। ওই খেলায় আমরা ৩-১ গোলে জিতেছিলাম। মেসি একাই তিনটি গোল করেছিল।
মেসিকে নিয়ে আরেকটি মজার গল্প হল- ১৩ বছর বয়সে যখন তিনি বার্সেলোনা অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন, তখন ব্যাপকভাবে কোকাকোলা ভক্ত ছিলেন মেসি।সে এতটাই বেশি কোকাকোলা পান করেছিলেন যে, বাধ্য হয়ে কোকাকোলার সব ভেন্ডিং মেশিন সরিয়ে ফেলতে বাধ্য হয়েছিল বার্সেলোনা অ্যাকাডেমি।
বার্সেলোনার সঙ্গে তার প্রথম চুক্তি হয়েছিল একটি টিস্যু পেপারের ওপর। কারণ তখন চারপাশে কোরনা কাগজ ছিল না। ক্লাবটির একজন প্রতিনিধি তার সঙ্গে সাক্ষাতের সঙ্গে সঙ্গেই কোনো ধরনের অপেক্ষা না করে চুক্তি করে ফেলতে চেয়েছিলেন।বড় হৃদয়ের নিরিবিলি মানুষ মোহামেদ সালাহমোহামেদ সালাহকে নিয়ে এ মুহূর্তে বিশ্বব্যাপী বেশ আলোচনা চলছে। কিন্তু তিনি খুব নিরিবিলি থাকতে ভালোবাসেন। তার হৃদয়টাও অনেক বড়।
ইনজুরির সময়ে তার করা এক গোলেই ১৯৯০ সালের পর প্রথম বিশ্বকাপে পৌঁছেছে মিসর।এর পর মিসরের একজন ব্যবসায়ী তাকে বিলাসবহুল একটি বাড়ি উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু সেই উপহার প্রত্যাখ্যান করেন সালাহ।বরং ওই বাড়ি বানাতে যে পরিমাণ অর্থ লেগেছে তা সালাহ তার গ্রামে সাহায্য হিসেবে দিয়ে দেয়ার আহ্বান জানান।
ফুটবলার হওয়ার ইচ্ছাই ছিল না নেইমারেরছোটবেলায় ফুটবলার হওয়ার কোনো ইচ্ছেই ছিল না নেইমারের। বরং পাওয়ার রেঞ্জার্স কমিক বইয়ের সুপারহিরো হতে চাইতেন তিনি। নেইমারের পরিবার ছিল মারাত্মক দরিদ্র।পরিস্থিতি একপর্যায়ে এত ভয়াবহ ছিল যে নেইমারের পরিবার তার দাদাবাড়িতে একটি মাত্র তোশকে গাদাগাদি করে ঘুমাত।
বাড়িতে বিদ্যুৎ থাকত না প্রায় সময়ই। মোমবাতি দিয়ে চলতে হতো। অভাবের কারণে তার বাবা তিনটি চাকরি করতেন। তাই প্রায় সময়ই নেইমার জুনিয়রের খেলা দেখতে যেতে পারতেন না। কিন্তু আজ নেইমার পৌঁছে গেছেন শীর্ষে।
শিশুতোষ লেখক ফ্রান্সের আন্তোয়াইন গ্রিজম্যানফ্রান্সের স্ট্রাইকার আন্তোয়াইন গ্রিজম্যান। কিন্তু তিনি শুধু যে ফুটবল খেলেন তা নয়। শিশুদের জন্য প্রকাশিত বই রয়েছে তার। তার অনেক বইয়ের একটির নাম 'গোল'।
গ্রিজম্যান বলছিলেন, অ্যাথলেট হওয়ার জন্য অনেক বাধা অতিক্রম করতে হয়েছে তাকে।আমি এখন বাবা হয়েছি। ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে আমার যে আদর্শ তা আমি শিশুদের জানাতে চাই। ছোটবেলায় আমি যদি বেকহ্যাম বা জিদান সম্পর্কে এমন বই পেতাম আমি নিশ্চয়ই তা পড়তাম।স্ত্রীর মন জয় করা, চ্যাম্পিয়ন লিগ জেতার চেয়েও কঠিন : রাকিটিচক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিটিচের ভাষায়- তিনি তার স্ত্রীকে পাওয়ার জন্য দীর্ঘদিন চেষ্টা চালিয়ে গেছেন।
সেভিয়ার সঙ্গে যখন খেলতে গিয়েছিলেন, তখন রেকেলকে দেখেই তার মারাত্মক পছন্দ হয়ে গিয়েছিল।কিন্তু তাকে কিছুই বলতে পারেননি। কারণ তিনি স্প্যানিশ বলতে পারেন না। এর পরই শুরু হল স্প্যানিশ ভাষা শেখার চেষ্টা।তার পর যখন শেষমেশ ভাষা রপ্ত করে ভালোলাগার মেয়েটিকে তার সঙ্গে ডেটিংয়ে যাওয়ার অনুরোধ জানালেন, রেকেল তাকে না করে দিলেন।
এভাবে কমপক্ষে ৩০ বার তাকে প্রত্যাখ্যান করেছেন রেকেল।তার বক্তব্য ছিল- তুমি ফুটবলার। হয়তো অন্য কোনো দেশে অন্য কোনো ক্লাবে চলে যাবে একদিন। অতএব না। কিন্তু না শুনে কিছুতেই দমে যাওয়ার পাত্র নন রাকিটিচ। সে জন্য একটি বিষয় নিশ্চিত করলেন তিনি। আর তা হল সেভিয়ার সঙ্গে ভালো খেলে তার জায়গা পাকাপোক্ত করলেন। যাতে করে সেভিয়া ক্লাব তাকে বিক্রি করে না দেয়। এভাবে লেগে থাকা পুরুষকে আর ফেরাতে পারেননি রেকেল।
এখন তারা দুই মেয়ের বাবা-মা। রাকিটিচের ভাষায়- স্ত্রী রেকেলের মন জয় করা চ্যাম্পিয়নস লিগ জেতার চেয়েও কঠিন। পোল্যান্ডের স্লমির পেজকোর রয়েছে চারটি কিডনিকমিক বুক চরিত্র ড. হু। তার শরীরে ছিল দুটি হৃৎপিণ্ড। কিন্তু পোল্যান্ডের স্লমির পেজকোর শরীরে রয়েছে চারটি কিডনি। সাধারণত মানুষের দুটি করে কিডনি থাকে।
এই বিশাল তথ্য আবিষ্কার হয়েছে ২০১১ সালে যখন কোলন ক্লাবে যোগ দিয়েছিলেন।ক্লাবটিতে যোগ দেয়ার আগে তার যে ডাক্তারি পরীক্ষা হয়েছিল তাতেই জানা গেল চমকপ্রদ এই তথ্য।পেজকো অন্যদের তুলনায় একটু বেশিই টয়লেটে যান।
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- চলছে IPL নিলাম, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান ও এখন পর্যন্ত দল পেলেন যারা
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- 2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ
- এইমাত্র পাওয়া: অনেক বড় সুখবর পেলো টাইগার স্পিনার রিশাদ আকাশ ছোয়া মূল্যে পেলো দল
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ