| ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

১২ ঘণ্টায় সাড়ে ৬ কোটি বৃক্ষ রোপণ

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ০৪ ১১:২২:৫৮
১২ ঘণ্টায় সাড়ে ৬ কোটি বৃক্ষ রোপণ

রোববার সারাদিন ভারতের মধ্যপ্রদেশের নারমাদ নদীর তীরজুড়ে এসব গাছ লাগানো হয়েছে। বর্তমানে প্যারিস জলবায়ু চুক্তির অধীনে বনভূমি বাড়ানোর কাজ করে যাচ্ছে দেশটি। জলবায়ু পরিবর্তন রোধে ২০৩০ সালের আগে ৫০ লাখ হেক্টর বনাঞ্চল বাড়ানোর কথা রয়েছে ভারতের।

এর আগে গত বছর একদিনে ৫ কোটি গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড তৈরি করে উত্তরপ্রদেশ। তবে এবারের বৃক্ষরোপণ কর্মসূচিটি ছিল তার চেয়েও ব্যাপক। এই কর্মসূচির আয়োজন করে মধ্যপ্রদেশ রাজ্য সরকার। এর অধীনে স্বেচ্ছাসেবীরা বিভিন্ন ধরনের ২০ প্রজাতির বৃক্ষ রোপণ করে। একে ‘ঐতিহাসিক দিন’ হিসেবে আখ্যা দিয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

তিনি বলেন, শিশু ও বয়স্করাও অংশ নিয়েছে তাদের এই কাজে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে গাছগুলো লাগানো হয়েছে। এক টুইটার বার্তায় শিবরাজ সিং আরও বলেন, ‘এই বৃক্ষরোপণ থেকে শুধু মধ্যপ্রদেশই উপকৃত হবে না, সারা পৃথিবীই উপকৃত হবে।’

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন-ডাই-অক্সাইড উৎপন্নকারী দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থান ভারতের।

প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তন রোধে ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু পরিবর্তন রোধে একটি চুক্তি করে জাতিসংঘভুক্ত দেশগুলো। এ বিষয়ে এটাই প্রথম কোনো সমন্বিত চুক্তি। এতে বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার কথা বলা হয়েছে। আর এই লক্ষ্যে চুক্তিবদ্ধ দেশগুলো চুক্তিতে কার্বন নিঃস্বরণের মাত্রা কমিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে এই চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তবে ওই চুক্তি মানতে নারাজ বর্তমান মার্কিন প্রশাসন। নীতিগতভাবে রিপাবলিকান দল জলবায়ু পরিবর্তনের বিষয়টি স্বীকার করতে চায় না। এর আগে ট্রাম্প একে ‘ভাওতাবাজি’ বলে আখ্যায়িত করেছেন। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী শিল্পোন্নত দেশগুলো। তারাই সবচেয়ে বেশি কার্বন-ডাই-অক্সাইড নিঃস্বরণ করে। আর এর জন্য ভুক্তভোগী তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলো।

বিশ্বের মোট কার্বন নিঃস্বরণের ৫৫ শতাংশের জন্য দায়ী ৫৫টি দেশ। পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস নিঃস্বরণে চীনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা জানান, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ২১০০ সালের মধ্যে বিশ্বের শহরগুলোর তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস (১৪ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বেড়ে যাবে বলে। এই শতকের শেষ নাগাদ সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে শীর্ষ ২৫টি শহরে বাড়বে এই তাপমাত্রা, যার মধ্যে আছে ঢাকাও। জনসংখ্যায় বর্তমানে এর বৈশ্বিক অবস্থান ১১তম।

বিজ্ঞানীরা আরও জানান, বিশ্বের মোট ভূখণ্ডের মাত্র এক শতাংশ জায়গা দখল করে থাকা শহরগুলো বিশ্বের মোট পণ্যের ৮০ শতাংশ উৎপাদন করে এবং মোট জ্বালানির ৭৮ শতাংশ ভোগ করে। কয়লা, তেল গ্যাস এবং অন্যান্য জ্বালানি পুড়িয়ে বিশ্বের মোট ৬০ শতাংশ কার্বন-ডাই-অক্সাইড নিঃস্বরণ করে তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেটে আবারও বড় মঞ্চে নামছে বাংলাদেশের যুব দল। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ...

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টস জিতেছে বাংলাদেশ, কঠিন লড়াইয়ে তরুণ টাইগার দল

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টস জিতেছে বাংলাদেশ, কঠিন লড়াইয়ে তরুণ টাইগার দল

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে