১২ ঘণ্টায় সাড়ে ৬ কোটি বৃক্ষ রোপণ
রোববার সারাদিন ভারতের মধ্যপ্রদেশের নারমাদ নদীর তীরজুড়ে এসব গাছ লাগানো হয়েছে। বর্তমানে প্যারিস জলবায়ু চুক্তির অধীনে বনভূমি বাড়ানোর কাজ করে যাচ্ছে দেশটি। জলবায়ু পরিবর্তন রোধে ২০৩০ সালের আগে ৫০ লাখ হেক্টর বনাঞ্চল বাড়ানোর কথা রয়েছে ভারতের।
এর আগে গত বছর একদিনে ৫ কোটি গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড তৈরি করে উত্তরপ্রদেশ। তবে এবারের বৃক্ষরোপণ কর্মসূচিটি ছিল তার চেয়েও ব্যাপক। এই কর্মসূচির আয়োজন করে মধ্যপ্রদেশ রাজ্য সরকার। এর অধীনে স্বেচ্ছাসেবীরা বিভিন্ন ধরনের ২০ প্রজাতির বৃক্ষ রোপণ করে। একে ‘ঐতিহাসিক দিন’ হিসেবে আখ্যা দিয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
তিনি বলেন, শিশু ও বয়স্করাও অংশ নিয়েছে তাদের এই কাজে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে গাছগুলো লাগানো হয়েছে। এক টুইটার বার্তায় শিবরাজ সিং আরও বলেন, ‘এই বৃক্ষরোপণ থেকে শুধু মধ্যপ্রদেশই উপকৃত হবে না, সারা পৃথিবীই উপকৃত হবে।’
বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন-ডাই-অক্সাইড উৎপন্নকারী দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থান ভারতের।
প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তন রোধে ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু পরিবর্তন রোধে একটি চুক্তি করে জাতিসংঘভুক্ত দেশগুলো। এ বিষয়ে এটাই প্রথম কোনো সমন্বিত চুক্তি। এতে বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার কথা বলা হয়েছে। আর এই লক্ষ্যে চুক্তিবদ্ধ দেশগুলো চুক্তিতে কার্বন নিঃস্বরণের মাত্রা কমিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে এই চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
তবে ওই চুক্তি মানতে নারাজ বর্তমান মার্কিন প্রশাসন। নীতিগতভাবে রিপাবলিকান দল জলবায়ু পরিবর্তনের বিষয়টি স্বীকার করতে চায় না। এর আগে ট্রাম্প একে ‘ভাওতাবাজি’ বলে আখ্যায়িত করেছেন। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী শিল্পোন্নত দেশগুলো। তারাই সবচেয়ে বেশি কার্বন-ডাই-অক্সাইড নিঃস্বরণ করে। আর এর জন্য ভুক্তভোগী তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলো।
বিশ্বের মোট কার্বন নিঃস্বরণের ৫৫ শতাংশের জন্য দায়ী ৫৫টি দেশ। পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস নিঃস্বরণে চীনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা জানান, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ২১০০ সালের মধ্যে বিশ্বের শহরগুলোর তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস (১৪ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বেড়ে যাবে বলে। এই শতকের শেষ নাগাদ সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে শীর্ষ ২৫টি শহরে বাড়বে এই তাপমাত্রা, যার মধ্যে আছে ঢাকাও। জনসংখ্যায় বর্তমানে এর বৈশ্বিক অবস্থান ১১তম।
বিজ্ঞানীরা আরও জানান, বিশ্বের মোট ভূখণ্ডের মাত্র এক শতাংশ জায়গা দখল করে থাকা শহরগুলো বিশ্বের মোট পণ্যের ৮০ শতাংশ উৎপাদন করে এবং মোট জ্বালানির ৭৮ শতাংশ ভোগ করে। কয়লা, তেল গ্যাস এবং অন্যান্য জ্বালানি পুড়িয়ে বিশ্বের মোট ৬০ শতাংশ কার্বন-ডাই-অক্সাইড নিঃস্বরণ করে তারা।
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- IPL নিলামের শর্টলিস্ট প্রকাশ, দেখেনিন বাংলাদেশ থেকে নিলামে যাদের নাম উঠছে
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
- গোল, গোল,পরপর ২ গোলে শেষ হলো ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচের ৮০ মিনিটের খেলা,সর্বশেষ ফলাফল