| ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

কোনো ম্যাচ না হেরেও যে কারনে বাদ ব্রাজিল!

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুন ০৭ ১৬:৪৪:৫৯
কোনো ম্যাচ না হেরেও যে কারনে বাদ ব্রাজিল!

সুইডেনে ১৯৫৮ বিশ্বকাপে কোনো ম্যাচ না হেরে শিরোপা জিতেছিল ব্রাজিল। চিলিতে পরের বিশ্বকাপেও অব্যাহত ছিল অপরাজিত থাকার সেই ধারা। এরপর মেক্সিকোয় ১৯৭০; সেখানেও কোনো ম্যাচ না হেরে জুলেরিমে ট্রফি চিরতরে জিতে নেন পেলে-টোস্টাওরা। মজার ব্যাপার, ব্রাজিল কিন্তু অপরাজিত থাকার পরও বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে!

১৯৭৮ বিশ্বকাপ। সেবার আর্জেন্টিনা বিশ্বকাপের সংস্করণ ছিল ’৭৪ বিশ্বকাপের মতোই। প্রথমে ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছিল। এরপর পয়েন্ট ও গোল গড়ের ভিত্তিতে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল পরের রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করে। দ্বিতীয় রাউন্ডের আটটি দলকে ভাগ করে দেওয়া হয় দুই গ্রুপ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় দুই গ্রুপের শীর্ষ দুই দল। ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে ফাইনালে ওঠে নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপ থেকে ব্রাজিলকে টপকে শীর্ষস্থান দখল করে আর্জেন্টিনা। ব্রাজিল তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বির সমান ম্যাচ জিতলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নেয়।

মেক্সিকোয় ’৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল। ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করেছিলেন জিকো-সক্রেটিসরা। কিন্তু টাইব্রেকারে বাদ পড়তে হয়। এরপর ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপে তো অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। সব মিলিয়ে ব্রাজিল এ পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত থেকেছে ৭টি টুর্নামেন্টে। এর মধ্যে ২০০২ বিশ্বকাপ জয়ের পথে তাঁরা অপরাজিত ছিল ৭ ম্যাচ।

বিশ্বকাপে সবচেয়ে বেশিসংখ্যকবার মুখোমুখি হওয়া দলগুলোর মধ্যেও রয়েছে ব্রাজিল। ১৯৩৮, ১৯৫০, ১৯৫৮, ১৯৭৮, ১৯৯০ ও ১৯৯৪ (দুবার) বিশ্বকাপে তাঁরা সুইডেনের মুখোমুখি হয়েছে। এ ছাড়া আর্জেন্টিনা-জার্মানি এবং জার্মানি-সাবেক যুগোশ্লোভিয়াও বিশ্বকাপে সবচেয়ে বেশিসংখ্যকবার মুখোমুখি হওয়া তিন দল। ব্রাজিল-সুইডেন, আর্জেন্টিনা-জার্মানি ও জার্মানি-সাবেক যুগোশ্লোভিয়া দ্বৈরথগুলো এ পর্যন্ত সাতবার মাঠে গড়িয়েছে।

বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ গোলের খাতায়ও রয়েছে ব্রাজিল। সেই যে ১৯৫৮ বিশ্বকাপ ফাইনাল। স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। ফাইনালে দুই দল মিলে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড। তবে এক ম্যাচে কোনো দলের সর্বোচ্চসংখ্যক খেলোয়াড়দের গোলের রেকর্ডে ব্রাজিল নেই। ১৯৭৪ বিশ্বকাপে জায়ারের মুখোমুখি হয়েছিল সাবেক যুগোশ্লাভিয়া। এই ম্যাচে জায়ারের জালে সাবেক যুগোশ্লাভিয়ার ৭ খেলোয়াড় গোল করেছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আজ নিলামে সাকিবকে দলে ভেড়াবে কিনা জানিয়ে দিল কলকাতার কোচ

আজ নিলামে সাকিবকে দলে ভেড়াবে কিনা জানিয়ে দিল কলকাতার কোচ

চলছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। প্রথম দিনের নিলামে তোলা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে। প্রথম দিনের ...

IPL Auction 2025: নিলামের মাস্টারমাইন্ড,কম টাকায় দামি প্লেয়ার কিনে, বাকিদের খরচ করালেন কোটি কোটি

IPL Auction 2025: নিলামের মাস্টারমাইন্ড,কম টাকায় দামি প্লেয়ার কিনে, বাকিদের খরচ করালেন কোটি কোটি

মাত্র একদিনেই আইপিএল ২০২৫ নিলামের 'মাস্টারমাইন্ড' হয়ে উঠেছেন ডিসি বা দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক কিরণকুমার গ্র্যান্ডি। ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে