যে কারণে আবারো বিশ্বকাপ জিতবে জার্মানি
১৯৫৮ ও ১৯৬২ সালে প্রথম দল হিসেবে টানা দুইবার ‘জুলে রিমে ট্রফি’ জিতেছিল ব্রাজিল। শিরোপা ধরে রাখতে পারলে ব্রাজিলের পর ৫৬ বছরের মধ্যে প্রথম দল হিসেবে টানা দুইবার স্বপ্নের এই ট্রফিটাকে উঁচিয়ে ধরবেন জোয়াকিম লোর শিষ্যরা। পারবে কী জার্মানি?
বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত তথ্য-পরিসংখ্যানের ভিত্তিতে পাঁচটি যুক্তিসংগত কারণ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, সেসব কারণে এবারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে ফুটবলের পাওয়ারহাউজ খ্যাত জার্মানির।
১. জোয়াকিম লোর জাদু২০০৬ বিশ্বকাপের পর কোচ হয়ে জার্মানির পাঁচটি মেজর টুর্নামেন্টের দায়িত্ব পালন করেছেন জোয়াকিম লো। তার অধীনে এই টুর্নামেন্টের সবগুলোতেই সেমিফাইনাল খেলে জার্মানি। শুধু তাই নয়, ২০১৪ বিশ্বকাপ জয়ের আগে ২০০৮ ইউরোর ফাইনালেও জায়গা করে নেয় তারা। কিন্তু স্পেনের কাছে হেরে সেবার রানার্স-আপের তৃপ্তি নিয়েই বাড়ি ফেরে জার্মানি।
এসব টুর্নামেন্টগুলোতে জার্মানি যে সহজ গ্রুপে ছিল তাও নয়। ২০১০ বিশ্বকাপে তারা ইংল্যান্ড-আর্জেন্টিনাকে বিদায় করে সেমিফাইনালে স্পেনের কাছে হার মানে। ২০১২ ইউরোতে তাদের গ্রুপে ছিল পর্তুগাল, ডেনমার্ক ও হল্যান্ড। ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বেও তাদের প্রতিপক্ষ ছিল পর্তুগাল, যুক্তরাষ্ট্র এবং ঘানার মতো শক্তিশালী দলগুলো।
মাঠের এমন পরিসংখ্যান বলে দেয়, লো যদি কোচ থাকেন তাহলে সেই টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা বেড়ে যায় ২৫%।
জার্মান ব্রাজিল ম্যাচের কিছু অংশ
২. অভিজ্ঞতায় সমৃদ্ধএকটা দল যখন সেমিফাইনালের টিকেট কাটে, নিঃসন্দেহে তখন সেই দলটা অভিজ্ঞ হয়ে ওঠে। জার্মানির বর্তমান দলেই রয়েছে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়। শুধু তাই নয়, ম্যানুয়েল নিউয়ের, ম্যাটস হিউমেলস, জেরোমে বোয়াটেং এমনকি থমাস মুলারের মতো খেলোয়াড়দের নিয়ে রাশিয়ায় যাচ্ছে জার্মানি। যাদের প্রত্যেকেই বায়ার্ন মিউনিখের জার্সিতে একসঙ্গে খেলেন। তাদের মধ্যে বোঝাপাড়াটাও খুব সুন্দর। যে কারণেই লোর শিষ্যদের গায়ে এবারও ফেবারিটের তকমাটা মাখানো। এবারও তাদের বাজির ঘোড়া থমাস মুলার। বিশ্বকাপ এলেই যেন বদলে যান এই স্ট্রাইকার। জার্মানির হয়ে ৯০ ম্যাচে ৩৮ গোল করা মুলার ১০টি করেছেন বিশ্বকাপে।৩. পূর্ণ শক্তির জার্মানিঅভিজ্ঞতার পাশাপাশি এবারও পূর্ণ শক্তির দল গড়েছেন জোয়াকিম লো। গোলরক্ষক থেকে শুরু করে ডিফেন্ডার, মিডফিল্ডার এমনকি আক্রমণভাগেও দুর্দান্ত সব খেলোয়াড় রয়েছেন দলটিতে। বলা হচ্ছে, প্রতিটি বিভাগে জার্মানির মতো এমন নির্ভরযোগ্য খেলোয়াড় নেই অন্য কোনো দলের।
৪. পেনাল্টি ভাগ্যে অজেয়পেনাল্টির রাজা জার্মানি। ১৯৭৬ সালের পর পেনাল্টিতে মেজর কোনো টুর্নামেন্টে পরাজয় দেখেনি তারা। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড। ১৯৯০ সালের পর যারা শুধু টাই ব্রেকারে হেরেই বিদায় নিয়েছে ছয়বার! যে কারণে রাশিয়া বিশ্বকাপেও জার্মানিকে এগিয়ে রাখছেন অনেক ফুটবলবোদ্ধাই।
৫. আত্মবিশ্বাসএভারেস্টজয়ী এডমন্ড হিলারি বলেছিলেন, ‘আমরা এভারেস্ট জয় করি না, জয় করি নিজেকেই।’ খেলাধুলাতেও আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ বিষয়। জোয়াকিম লোর মধ্যে যা এবারও দেখা যায়। রাশিয়া বিশ্বকাপ জয়ের ব্যাপারে ৫৮ বছর বয়সী লো এতটাই আত্মবিশ্বাসী যে, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন, রাশিয়া বিশ্বকাপ জয়ের জন্য জার্মানি ক্ষুধার্ত। যেমনটি এর আগে দেখা যায়নি কখনও।লো এসময় আরও বলেন, ‘এবার জার্মানিকে বিশ্বকাপ জয়ের দৌড় থেকে থামাতে হলে বিশেষ কোনো শক্তির প্রয়োজন পড়বে।’
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- চলছে IPL নিলাম, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান ও এখন পর্যন্ত দল পেলেন যারা
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- 2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ