| ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকার ফ্লাইওভার যেন সরু নদী দেখুন (ভিডিওসহ)

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ মে ৩১ ২১:১২:৪৭
ঢাকার ফ্লাইওভার যেন সরু নদী দেখুন (ভিডিওসহ)

সরেজমিনে দেখা গেছে, মগবাজার-মৌচাক ফ্লাইওভারের বেশ কয়েকটি স্থানে পানি জমে আছে। ফ্লাইওভারের চৌধুরীপাড়ার অংশের কয়েকটি স্থানে পানি জমেছে। মগবাজার ওয়ারলেস গেট সংলগ্ন উপরের অংশেও পানি জমে আছে। সোনারগাঁওমুখী লুপেও জমে ছিল পানি। এসব স্থানের পানি দুপুরেও অপসারণ হয়নি। তাছাড়া ফ্লাইওভারটির দুটি ট্রাফিক সিগন্যালের সংক্রিয় কোনও বাতি কার্যকর নেই। ফলে যানবাহনগুলোকে ঝুঁকি নিয়ে ট্রাফিক সিগন্যাল পার হতে হয়।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, ফ্লাইওভারে জলাবদ্ধতা কোনোভাবেই মেনে নেওয়ার নয়। নকশায় ত্রুটি ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা না নিয়ে একের পর এক ফ্লাইওভার নির্মাণ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সামছুল হক বলেন, ফ্লাইওভারে পানি জমে যাওয়া মোটেও কাম্য নয়। আমরা শুধু উন্নয়নের মহড়ায় আছি। কিন্তু উন্নয়ন কাজের রক্ষণাবেক্ষণে মোটেও নজর নেই। কারণ সেখানে পয়সা নেই। আমাদের উচিত হবে উন্নয়ন যেমন করছি সেটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা। কিন্তু এতে যেহেতু অর্থ নেই সে কারণে কেউ দায়িত্ব নেয় না। তাই এখাতেও অর্থ বরাদ্দ রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিটিউটের (এআরআই) পরিচালক ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, ফ্লাইওভারে পানি জমে থাকার কোনও কারণ নেই। পানি নিষ্কাশনের লাইনগুলো বন্ধ হয়ে যাওয়ায় এটা হয়েছে। কর্তৃপক্ষকে অবশ্যই দায়িত্ব নিয়ে এর তদারকি করতে হবে। এভাবে পানি জমে থাকলে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বে ফ্লাইওভার। তাছাড়া দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের প্রকল্প পরিচালক সুশান্ত কুমার পাল বলেন, বিষয়টি আমরা শুনেছি। ফ্লাইওভারগুলোর পানি অপসারণের মুখগুলো বন্ধ হয়ে যাওয়ায় এমনটা হতে পারে। এটা ছোট একটা কাজ, রক্ষাণাবেক্ষণের বিষয়। এগুলো করবে সিটি করপোরেশন। আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সিটি করপোরেশনকে চিঠি দিয়েছি। তারা তদারকি করবে। এর রক্ষণাবেক্ষণের ম্যানুয়াল তৈরি করে তাদের দিয়েছি। আশা করি ঠিক হয়ে যাবে।

এদিকে ফ্লাইওভারে পানি জমা নিয়ে অনেকেই হাস্যরস করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমেগুলোতে এ নিয়ে সমালোচনা হচ্ছে। তাহকীক খান নামে এক ফেসবুক ব্যবহারকারী ফ্লাইওভারে জলাবদ্ধতার ছবি দিয়ে লিখেছেন, হাস্যকর হলেও সত্যি জলাবদ্ধতা এবার মগবাজার ফ্লাইওভারের উপরে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আজ নিলামে সাকিবকে দলে ভেড়াবে কিনা জানিয়ে দিল কলকাতার কোচ

আজ নিলামে সাকিবকে দলে ভেড়াবে কিনা জানিয়ে দিল কলকাতার কোচ

চলছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। প্রথম দিনের নিলামে তোলা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে। প্রথম দিনের ...

IPL নিলাম : বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করা ক্রিকেটারের দাম ১১.৪০ কোটি

IPL নিলাম : বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করা ক্রিকেটারের দাম ১১.৪০ কোটি

মুম্বইয়ে ফেরা হল না। ঝাড়খণ্ডের তারকা উইকেটকিপার ব্যাটার ঈশান কিষান রবিবারের মেগা নিলামে ১১.৪০ কোটিতে ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে