| ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

 ঢাকায় নারীযাত্রীর সামনেই উবার চালকের স্বমৈথুন, অতঃপর

লাইফস্টাইল ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ০৩ ১১:১৮:৫৪
 ঢাকায় নারীযাত্রীর সামনেই উবার চালকের স্বমৈথুন, অতঃপর

শনিবার ‘উবার ইউজারস অব বাংলাদেশ’ নামের একটি ফেসবুক গ্রুপে এ সংক্রান্ত একটি পোস্ট দিলে বিষয়টি জানাজানি হয়। অভিযোগকারী লিখেছেন,‘ভেবেছিলাম পোস্টটা দিবো না কিন্তু আমার মনে হয় সবার জানা উচিত। ঘটনাটা ঘটে রোজার ভিতর। ভার্সিটিতে যাব বলে উবার রিকুয়েস্ট করি। প্রথমে ড্রাইভারের আচরণ ভালোই ছিল। ম্যাডাম ম্যাডাম করছিল। ১০ মিনিট পরেই খেয়াল করলাম সে বারবার পিছে তাকাচ্ছে। প্রথমে পাত্তা দেইনি। ভেবেছিলাম হয়তো কোন গাড়ি বা অন্য কিছু দেখছে। কিছুক্ষণ পর খেয়াল করলাম সে একদম ঘাড় ঘুড়িয়ে পিছে আমাকে দেখছে। প্রথমে ঠিক মতোই বললাম রাস্তায় তাকিয়ে গাড়ি চালান না হলে এক্সিডেন্ট হবে। সে পাত্তাই দিলো না। রাস্তার দিকে না তাকিয়ে সে পিছে ঘাড় ঘুড়িয়ে তাকিয়ে আছে। পরেরবার ঝাড়ি মেরে বলায় কাজে দিলো। কিন্তু সে সামনে ফিরে মিররটা এমন ভাবে সেট করে নিলো যেন আমাকে ঠিক মতো দেখা যায়। গাড়ি যখন ফ্লাইওভারে উঠে আমি হঠাৎ খেয়াল করলাম সে এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে। একটু উুঁকি মারতে দেখলাম ভয়াবহ ঘটনা। '

এরপর তিনি লিখেছেন, 'He was driving with one hand and was masturbating with other hand. He was literally looking at me and masturbating (সে এক হাতে ড্রাইভিং করছিল এবং অন্যহাতে ‘হস্তমৈথুন’ করছিল। সে আমাকে দেখে দেখে ‘হস্তমৈথুন’ করছিল)। দেখে গা গুলিয়ে আসছিল। আমি ভয়ে রুট চেঞ্জ করে জ্যামের রাস্তায় যাই। ভেবেছিলাম মানুষজন দেখে সে থামবে। কিন্তু সে তখনও থামে নাই। ভার্সিটির সামনে যখন যাই তখনও সে একই কাজ করছে। আমি আমার হাসবেন্ডকে আগেই বলে রেখেছিলাম ভার্সিটির সামনে থাকতে। ভার্সিটির সামনে গাড়ি যখন পার্ক করে রাখা হয় সে তখনও পিছে তাকিয়ে আছে। আমার হাসবেন্ড এসে যখন তার গ্লাসে নক করলে সে রীতিমত ভূত দেখার মতো চমকে ওঠে। সে লাফ দিয়ে উঠে বলতে থাকে কে কি চাই। তাকে বলি ভাড়া দিবে গ্লাসটা খুলেন। সে কোনমতে প্যান্ট এর চেইন লাগিয়ে ভাড়া নিয়ে গাড়ি নিয়ে দ্রুত চলে যায়। আমি ওইদিনই উবারে কমপ্লেইন দেই এবং তারা সাথে সাথে আমাকে ফোন করে পুরো ঘটনা শোনে। তারপর তাদের সেফটি টিমও আমাকে ফোন করে সব শুনে এবং ড্রাইভারকে সাস্পেন্ড করে। ’

ঘটনা পরবর্তী অভিযোগকারী নারীর কাছে জানতে চাওয়া হয়েছিল আপনি কি এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছেন কিনা? উবার ড্রাইভার বরখাস্ত করায় আপনি কি সন্তুষ্ট? এবং আগামীদিনেও কি আপনি উবার সেবা ব্যবহার করবেন? উত্তরে তিনি বলেন, ‘আমি কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছি না। অভিযোগ করার পর ড্রাইভারকে বরখাস্ত করায় উবারের প্রতি সন্তুষ্ট হয়েছি এবং আমি এখনও উবারের সেবা গ্রহণ করছি। ’

এর আগে ২০১৬ সালের ২২ আগস্ট ঢাকায় এক নারী যাত্রীর সামনে সিএনজিতে একই ধরনের ঘটনা ঘটেছিল। পেশায় একজন মেডিক্যাল অফিসার ওই নারী কর্মস্থল থেকে বাসায় আসা যাওয়া করতে নিজের গাড়ি ব্যবহার করলেও চালক ছুটিতে থাকায় তাকে সিএনজি নিতে হয়। পান্থপথ থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের বাড়ি পর্যন্ত সিএনজি ঠিক করেন তিনি। মহাখালীতে যাওয়ার পর লুকিং গ্লাস দুটি যাত্রীর দিকে ঘুরিয়ে সিএনজি ড্রাইভার হস্তমৈথুন শুরু করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২২ জুলাই কলকাতায় ২৫ বছর বয়সী এক নারী যাত্রীর সামনে হস্তমৈথুন করার অভিযোগে উবার ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছিল। ঠিক তার আগের সপ্তাহে দিল্লীতে উবার ড্রাইভারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পাওয়া গিয়েছিল। এছাড়া দেশটির বেশ কয়েকটি শহরে নারী যাত্রীকে তুলে গাড়িতেই ধর্ষণের অভিযোগে উবার ব্যাপক বিতর্কিত ও নিষিদ্ধ হয়েছিল।

২০১৪ সালের ৫ ডিসেম্বর দিল্লীতে যাত্রী ধর্ষণের মামলায় উবার ট্যাক্সি চালক শিব কুমারকে দোষী সাব্যস্ত করে ২০১৫ সালের ১৭ অক্টোবর তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। এই ঘটনায় দিল্লিতে উবারসহ আরও কয়েকটি অনলাইনভিত্তিক ট্যাক্সি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়। উবার অবশ্য এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিল।

বিশ্বের ৭৪টি দেশের ৫৩৬টিরও বেশি শহরে উবারের সেবা দেওয়ার অংশ হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০১৬ সালের ২২ নভেম্বর। উবারের প্রথম যাত্রী ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। চালুর ৩ দিনের মাথায় ২৫ নভেম্বর সড়ক যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ বিজ্ঞপ্তি দিয়ে উবারকে বেআইনি ও অবৈধ ঘোষণা করে। এই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। তবে এ ঘোষণার পরও উবারের সেবা বন্ধ হয়নি।

ক্রিকেট

গুজবে কান দেবেন না, ধৈর্য ধরতে বললেন বিসিবি সভাপতি

গুজবে কান দেবেন না, ধৈর্য ধরতে বললেন বিসিবি সভাপতি

বিপিএলের ১১তম আসরে উদ্বোধনী দিনে টিকিট সংক্রান্ত বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ ...

এইমাত্র শেষ হলো বিপিএলে ঢাকা ও রংপুর রাইডার্সের ম্যাচ,জেনেনিন ফলাফল

এইমাত্র শেষ হলো বিপিএলে ঢাকা ও রংপুর রাইডার্সের ম্যাচ,জেনেনিন ফলাফল

কিছু দিন আগেই গ্লোবাল সুপার লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে রংপুর রাইডার্স। সেই দলের বেশিভাগ ...

ফুটবল

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এসেছে নারী ফুটবল দলের হাত ধরে। ২০২২ সালের ...

মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময় সূচি

মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময় সূচি

সম্প্রতি কঠিন সময় পার করছে ব্রাজিল ফুটবল দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব রীতিমতো ...



রে