| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নতুন বেগুনি জাতের ধান পেল বাংলাদেশ

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ এপ্রিল ২৯ ০৯:৫১:৩৬
নতুন বেগুনি জাতের ধান পেল বাংলাদেশ

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলামের মতে, বেগুনি জাতের এই ধান থেকে উৎপাদিত চালের ভাত ক্যান্সার,ডায়াবেটিস ও হৃদরোগ নিয়ন্ত্রণে সহায়তা করে। তিনি বলেন, এই বেগুনি ধান এক সময় চীন দেশে চাষাবাদ হতো। ধনাঢ্য পরিবারের খাবার হিসাবে গণ্য এই বেগুনি ধান সম্পর্কে অনেকে মনে করতেন, বেগুনি ধানের চাল খেলে দীর্ঘদিন বেঁচে থাকা যায়।

উপজেলা কৃষি বিভাগ জানায়, সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের সুবর্নদহ গ্রাম। এই গ্রামের একজন নারী কৃষাণী দুলালী বেগম। তিনি গত বছর বোরো ধানের বীজ কিনতে যান স্থানীয় বাজারের একটি দোকানে। প্যাকেটজাত বীজ কিনে বাড়িতে এসে দেখেন ওই প্যাকেটের মধ্যে প্রায় দুই মুঠ বেগুনি রঙ-এর ধান।

তিনি সেই বেগুনি রঙ- এর ধান আলাদা করে দুই শতক জমিতে বীজ বপন করেন। কিছুদিন পর দেখতে পান তার জমিজুড়ে বেগুনি ধানের চারায় ছেয়ে গেছে।

গত বোরো মৌসুমে সেই বেগুনি ধানের চারা দিয়ে ধান চাষ করেন। তাতে প্রায় ৬ কেজি বেগুনি ধান হলেও দুলালী বেগম সেটি ভাত হিসাবে ব্যবহার করেননি। এ বছর বোরো মৌসুমে সেই বীজ লাগান জমিতে। এবারও জমিজুড়ে সুন্দর বেগুনি রঙ-এর ধান হয়েছে।

কৃষাণী দুলালী বেগম বলেন, গেল বছর ধানের চারা কিনতে গিয়ে আলাদা ধরনের দুই মুষ্ঠি ধানের বীজ পাই। এই বীজ জমিতে লাগিয়ে চারা তৈরি করি। ওই চারা দিয়ে এ বছর তিনি আঠারো শতাংশ জমিতে বেগুনি জাতের ধান চাষ করেছেন।

বেগুনী রঙ-এর নতুন জাতের ধান চাষ করে কৌতুহল ছড়িয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের এই কৃষাণী। কৃষি বিভাগও মনে করে নতুন ধরনের এই ধান চাষে আগ্রহী হবেন কৃষকরা। আর দুলালীও নতুন জাতের ধানের চাষ ছড়িয়ে দিতে চান দেশে-বিদেশে। তার আশা নতুন এই ধান দুলালী সুন্দরী নামে পরিচিতি পাবে সারাদেশে।

সুন্দরগঞ্জের কৃষক হাবিবুর রহমান বলেন, সারাজীবন সবুজ গাছে সোনালী ধান দেখলাম। আর এখন দেখছি বেগুনি ধান। সত্যি আশ্চর্য। তিনি বলেন, আমরা আগে কখনো এই জাতের ধান দেখিনি। একজন নারী কৃষকের এই ধান চাষে আমরা গর্বিত। যে ধান চাষে খরচ কম ও ফলনও ভালো হয়। সাধারণ জাতের ধানের চেয়ে এই ধানের একটি ছড়ায় ২৬ থেকে ২৯টি কুশি গজায়। আগামী দিনে আমরা এই ধান চাষ করতে চাই।

চারিদিকে সবুজ ধান আর তার মাঝখানে বেগুনি রঙ-এর নতুন জাতের ধান আলাদা আকর্ষণ সৃষ্টি করেছে সুন্দরগঞ্জের সুবর্নদহ গ্রামে। নতুন এই ধান দেখে কৃষি বিভাগ এগিয়ে এসেছে দুলালী বেগমের পাশে। তারা মূল্যবান এই ধানের বীজ সংগ্রহ করে চাষিদের মধ্যে ছড়িয়ে দিতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, দুলালী বেগমের বেগুনি ধানের জমি কৃষি সম্প্রসারণ বিভাগ কিনে নিয়েছে। এই ধানের বীজ সংগ্রহ করে কৃষি বিভাগ সারা দেশে কৃষকদের মাঝে ছড়িয়ে দিবে।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এর আগে কুমিল্লায় এক মৌসুমে এ ধানের চাষ হয়েছিল। তবে এবার বেগুনি রঙ-এর এই ধান বীজ হিসেবে সংরক্ষণ করে সারাদেশে ছড়িয়ে দিতে চায় কৃষি বিভাগ।

সিদ্দিক আলম দয়াল, ইউএনবি।

ক্রিকেট

IPL নিলাম: ইতিহাস পাল্টে অবিশ্বাস্য মুল্যে বিক্রি হলো রিশাব পান্থ

IPL নিলাম: ইতিহাস পাল্টে অবিশ্বাস্য মুল্যে বিক্রি হলো রিশাব পান্থ

সৌদি আরবের জেড্ডায় শুরু হয়েছে ২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম। দুই দিনব্যাপী এই নিলামে ১০টি ...

আইপিএল ২০২৫: মেগা নিলামে তারকা ক্রিকেটারদের নিয়ে উত্তেজনা চরমে, দল পেলেন ডেভিড মিলার

আইপিএল ২০২৫: মেগা নিলামে তারকা ক্রিকেটারদের নিয়ে উত্তেজনা চরমে, দল পেলেন ডেভিড মিলার

সৌদি আরবের জেড্ডায় আয়োজিত ২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে। ১০টি ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে