আজব ১০ গুজব সম্পর্কে জেনে নিন এখনই
পা নিচে স্বাভাবিক রেখে মাথা সামনের সিটের সঙ্গে লাগিয়ে দেওয়াকে ব্রেস পজিশন বলা হয়। অথচ একদলের মতে, বিমান ক্র্যাশের সময় এই অবস্থান যাত্রীদের ঘাড় ভেঙে ফেলবে ফলে তারা সহজেই মারা যাবে এবং মৃত যাত্রী কখনই মামলা করতে পারবে না বা স্বাস্থ্যবীমা দাবি করতে পারবে না। আরেকদলের মতে, এই বিশেষ অবস্থানের ফলে পরবর্তীতে লাশ শনাক্তকরণ সহজ হয় কেননা এভাবে দুর্ঘটনার কারণে চেহারার কোনো ক্ষতি হয় না। দুটি গুজবই একেবারে খাপছাড়া এবং ভিত্তিহীন। ১৯৮৯ সালে ঘটে যাওয়া একটি বিমান ক্র্যাশের ঘটনার ওপর গবেষণা চালিয়ে দেখা যায় যে, ব্রেস পজিশনে থাকলেই বিমান ক্র্যাশের সময় সবচেয়ে নিরাপদ থাকা যায়।
* বিমান আকাশে ওড়ার সময় মননিয়ন্ত্রণকারী কেমিক্যাল ছাড়ে
বিমান আকাশে ওড়ার সময় আমরা প্রায়ই সাদা ধোঁয়ার একটা আস্তরণ আকাশে দেখতে পাই। অনেকে মনে করেন সরকারের পক্ষ থেকেই আবহাওয়া এবং নিচে অবস্থানকারী মানুষের মন নিয়ন্ত্রণ করার জন্য কেমিক্যাল ছাড়া হচ্ছে। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ৭৭ জন গবেষক একটি পরীক্ষা চালান এবং তাদের মধ্যে ৯৮.৭ শতাংশ কোনো প্রকারের প্রমাণ খুঁজে পাননি। শুধুমাত্র বাতাসে বেরিয়ামের উপস্থিতি দেখা গেছে কিন্তু তা মাটিতে এসে পৌঁছায় না। সুতরাং সরকারের পক্ষ থেকে বাতাসে কেমিক্যাল ছাড়ার রটনা নেহায়েত আষাড়ে গল্প ছাড়া আর কিছুই নয়।
* বিমানের অক্সিজেন মাস্ক মাদকতা তৈরি করে
বিমানে রক্ষিত অক্সিজেন মাস্ক জরুরি প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে নেমে আসে। দুর্ঘটনায় পড়ে বিমানের ভেতরের বাতাসের চাপ কমে গেলে যাত্রীদের সুস্থ এবং জীবিত রাখার জন্য বিমানে অক্সিজেন মাস্কের ব্যবস্থা থাকে। অক্সিজেনের অভাবে যাত্রীরা অচেতন হয়ে পড়তে পারে এমনকি মারাও যেতে পারে। সুতরাং অক্সিজেন মাস্কের অক্সিজেন নেওয়ার ফলে মাদকতা তৈরি হওয়ার ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়ার মতো ছাড়া আর কিছুই নয়।
* ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের সুরঙ্গে অ্যালিয়েন বাস করে
১৯৯৫ সালে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপিত হওয়ার পর সেখানকার অত্যাধুনিক ব্যাগেজ সিস্টেমটি সেভাবে কাজ করেনি এবং সেটার পেছনে অনেক অর্থ খরচ হয়ে যাওয়ার ফলে তার অন্য কোনো ব্যবস্থাও পরে আর নেয়া হয়নি। সিস্টেমটি ২০১০ সালে অকেজো হয়ে যায়। গুজব রটে যে, এই বিশাল সুরুঙ্গের মধ্যে এখন অ্যালিয়েনরা বসবাস করে এবং বিমানবন্দরে কর্মরত সবাই বিষয়টি জানে। কিন্তু এই রটনার কোনো সত্যতা পাওয়া যায়নি।
* ডেনভার বিমানবন্দরে অবস্থিত ঘোড়ার মূর্তি জীবিত হয়ে উঠবে
ডেনভার বিমানবন্দরে অবস্থিত ঘোড়ার মূর্তিটি নির্মাণশৈলী একটু ভিন্ন ধাচের হওয়ায় তা দেখে অনেকেই নানান ভয়ানক চিন্তা বা সন্দেহ করে বসেন। ভয়ানক দেখতে ঘোড়াটি দেখেই যেন মনে হবে তা শয়তানের ঘোড়া। ভয়ানক এক দানবের মতো দেখতে ঘোড়ার মূর্তিটি ডেনভার বিমানবন্দরের প্রবেশপথে স্থাপিত এবং তা সবসময় ভয়ংকর দৃষ্টিতে মানুষের দিকে তাকিয়ে থাকে। এটা নির্মাণের সময় স্থপতি লুইস জিমেনেজ এর গায়ের ওপর তা পড়ে যায় এবং তিনি মারা যান। উল্লেখ্য, মূর্তিটির ওজন ছিল ৯০০০ পাউন্ড। গুজব আছে যে, অ্যাপোক্যালিপসের সময় ঘোড়াটি জীবিত রূপ নেবে।
* বারমুডা ট্রায়াঙ্গেলে অ্যালিয়েনরা বিমান ডুবিয়ে দেয়
বেশ কয়েক শতক ধরে এক ডজনেরও বেশি বিমান, জাহাজ এবং আমেরিকান নৌবাহিনীর একটি দল আটলান্টিক মহাসাগরের একটি স্থানে উধাও হয়ে গেছে। স্থানটি বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত যেখানে বারমুডা, পুয়ের্তো রিকো এবং ফ্লোরিডা মিলিত হয়েছে। এটা ধারণা করা স্বাভাবিক যে, সেখানে অতিপ্রাকৃত কিছু আছে। অনেক বিজ্ঞানীর ধারণা সেখানে বাতাসে প্রবল বেগের কারণে এমন দুর্ঘটনা ঘটে। তাছাড়া আরেকদল গবেষকের ধারণা পানির নিচে বিভিন্ন সরকারি অস্ত্রের পরীক্ষা চালানোর ফলে এমন ঘটনা ঘটে। তবে এ সম্পর্কে সেরকম ভিত্তিযুক্ত কিছু জানা যায়নি আজ পর্যন্ত। যা শোনা যায় সেগুলো মনগড়া খোশগল্প ছাড়া আর কিছুই নয়।
* মালেশিয়ান বিমান উধাও হওয়ার ব্যাপারটি পিটবুল আন্দাজ করেছিলেন
মালেশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট-৩৭০, ২৩৯ জন যাত্রী নিয়ে ২০১৪ সালের মার্চে উধাও হয়ে যায়। উদ্ধারকারীরা ভারত মহাসাগরে বিমানটির কেবল তিন টুকরা ধবংসাবশেষ খুঁজে পায়। চার বছর ধরে নানান তদন্ত চালিয়ে বিমানটির কোনো খোঁজ না পাওয়া গেলেও গুজবের অভাব ঘটেনি। বলা হয়, বিমানের পাইলট রহস্য তৈরি করার জন্য নিজেই বিমান গায়েব করে কিংবা অ্যালিয়েনদের একটি দল তা দখল নেয় অথবা আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ দূর থেকে বিমানটি নিয়ন্ত্রণ করেছিল। তাছাড়া বিখ্যাত সঙ্গীতশিল্পী পিটবুল এবং শাকিরার একটি গানে নাকি এই ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছিল। পিটবুল নাকি আগেই আন্দাজ করেছিলেন যে এমন কিছু একটা হতে চলেছে।
* বিমানে থাকা টয়লেট মানুষকে ভেতরে টেনে নিতে পারে
গুজব আছে যে, বিমানে থাকা টয়লেটে বসা বস্থায় ফ্লাশ করলে তা মানুষকে ভেতরে টেনে নিয়ে যাবে। বিমানে থাকা টয়লেটে বিশেষ এক ভ্যাকুয়াম প্রযুক্তিতে তৈরি এবং তা মলমূত্র শুষে নেয় ঠিকই কিন্তু মানুষ শুষে নেওয়ার মতো করে তা বানানো হয়নি। সুতরাং বিমানের টয়লেটের মানুষ টেনে নেওয়া একেবারে অসম্ভব।
* অ্যামেলিয়া এয়ারহার্ট হারিয়ে যাওয়ার পরও বেঁচে ছিলেন
অ্যামেলিয়া এয়ারহার্ট নামে একজন নারী পাইলট বিমানে করে বিশ্বভ্রমণ করতে গিয়ে উধাও হয়ে যান। তার উধাও হওয়ার পরে নানান গুজব রটনা হতে থাকে। তার নিজের স্বামী তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেন যে তিনি জাপানে আছেন এবং সেখানে ১৯৩০ সালের একটি ছবিও উন্মোচিত হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে বেশ তোড়জোড় চলছে। কিছু বিশেষজ্ঞ বলেন, তার বিমানের তেল শেষ হওয়ার কারণে বিমানটি ক্র্যাশ হয়ে যায়। কিন্তু তা উদ্ধারসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ তথ্যের কিছুই আজ পর্যন্ত পাওয়া যায়নি।
* জন এফ কেনেডি জুনিয়রের বিমান ক্র্যাশে মৃত্যুর পরিকল্পনা করেছিলেন হিলারি ক্লিনটন
১৯৯৯ সালে জন এফ কেনেডি জুনিয়র এক বিমান ক্র্যাশের ঘটনায় মারা যান। সঙ্গে সঙ্গে গুজব রটে যায় যে, তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন তার মৃত্যুর পরিকল্পনাটি করেছেন। কেননা তারা দুজনই নিউ ইয়র্কের আমেরিকান সিনেটের সিট পাওয়ার আশা ব্যক্ত করেছিলেন। হিলারি অবশ্য সেই ভোটে জিতে যান। কেনেডি জুনিয়রের মৃত্যুর তদন্তে কোনো ষড়যন্ত্রের অবকাশ ছিল না। তিনি রাতে তার ব্যক্তিগত প্লেন নিজেই চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মারা যান। এখানে হিলারি কোনো কল-কাঠিই নাড়েননি।
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- চলছে IPL নিলাম, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান ও এখন পর্যন্ত দল পেলেন যারা
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- 2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ