সৌদিতে গ্রেপ্তার আতঙ্কে প্রবাসীরা
ওষুধের দোকানসহ বিভিন্ন ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানে কিংবা হোটেলে কাজের ভিসা দেওয়ার কথা বলে সে দেশে নেওয়ার পরই হাওয়া হয়ে যাচ্ছে দালালরা। সাদমান এয়ার ইন্টারন্যাশনাল ও দালাল রবিউল ইসলামের খপ্পরে পড়ে সৌদি আরবে গ্রেপ্তার আতঙ্কে মানবেতর জীবন যাপন করছেন (কর্মহীন) মহিদুল হাসান মানিক নামের এক প্রবাসী। অন্যদিকে জিরো গ্রাউন্ড এজেন্সির দালাল ইউসুফ, পার্টনার রফিক ও ম্যানেজার জহিরের খপ্পরে পড়ে একই অবস্থায় রয়েছেন আরো ১১ প্রবাসী। ওষুধের দোকানে কাজের কথা বলে ভিসার দাম আদায় করে মানিককে লন্ড্রির দোকানের ভিসা দেয় রবিউল।
সেদেশে যাওয়ার পর পুনরায় সব ঠিকঠাক করে দেওয়া হবে জানিয়ে সেদেশে নেয়ার পর আর তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। গত বছরের অক্টোবর মাসে ৬ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে সৌদি আরব নেওয়ার পরই হাওয়া হয়ে যায় রবিউল নামের ওই দালাল। বেশকিছুদিন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে দেশে খোঁজ নিয়ে জানতে পারেন দালাল রবিউল দেশে ফেরত এসেছেন। কিন্তু ভুক্তভোগী ওই ব্যক্তিকে তিন মাসের থাকা-খাওয়ার খরচ এবং কাজের ব্যবস্থা করার কথাছিল রবিউলের।
তা না করেই ভুক্তভোগীকে না জানিয়ে দেশে ফেরত আসে ওই দালাল। এমতাবস্থায় কর্মহীন এবং অবৈধ প্রবাসী হিসেবে গ্রেপ্তার আতঙ্কে লুকোচুরির মাধ্যমে জীবন-যাপন করছেন ওই ভুক্তোভোগী। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়ন এলাকার ভাঙ্গাপুষ্কুরনী নামক গ্রামের আব্দুল হাকিমের ছেলে (দালাল) রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন।
এ সুবাধে তিনি পূর্বেও এলাকার বেশকয়েকজন যুবককে সাদমান এয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি নিয়ে এমন প্রতারণা করেছেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ একই এলাকার ভিতরচর নামক গ্রামের বাসিন্দা মহিদুল হাসান মানিকের (বর্তমান ভুক্তভোগী) সাথে এমন প্রতারণা করেন। ভিসা দালাল রবিউল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরে কথা বলবো। কি সমস্যা হয়েছে পরে জানাবো।
ভুক্তভোগী মানিক বলেন, আমাকে ওষুধের দোকানে কাজের ভিসা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার পর লন্ড্রি দোকানের ভিসা দিয়েছে। সৌদি আরব যাওয়ার কিছুদিন পর ভিসা পরিবর্তন করে ওষুধের দোকানের ভিসা দিবেন বলে জানায়। এর মধ্যে কাজ পাওয়া পর্যন্ত তিন মাসের থাকা-খাওয়ার খরচ বহনের কথাও ছিল তার।
কিন্তু কোনো ব্যবস্থা না করেই তিনি দেশে চলে যান। এদিকে, সৌদি আরবে অবস্থান করতে প্রয়োজনীয় কাগজপত্র না করায় আমি বর্তমানে এ দেশে অবৈধ প্রবাসী হিসেবে গ্রেপ্তার আতঙ্কে রয়েছি। এছাড়া গত বছরের একই সময়ে কুমিল্লা সদর দক্ষিণের আরিফ হোসেন, হোমনা মাথাভাঙ্গার সাইফুল ও ঢাকা জেলার ধামরাই থানার চালকরা গ্রামের আনোয়ারসহ আরো ১১ জন জিরো গ্রাউন্ড এজেন্সির দালাল ইউসূফের মাধ্যমে সৌদি আরবে গিয়ে প্রতারণার শিকার হন।
জানা গেছে, তাদের প্রত্যেকের কাছ থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা করে নিয়ে সৌদি আরব নিয়ে যায় দালাল ইউসুফ। ইউসুফের সঙ্গে এজেন্সিটির পার্টনার রফিক ও ম্যানেজার জহিরও জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের দেওয়া টাকার মধ্যেই আকামা, টিকিটসহ যাবতীয় খরচ বহন করার কথা থাকলেও সৌদি আরব পৌঁছার একদিন পরই তাদের কাছ থেকে আবার আকামা করার জন্য টাকা দাবি করে ইউসুফ।
কেউ কেউ আবার তার কথা মতো দেশ থেকে টাকা এনে দিলেও আকামা তো দূরের কথা তাদের খাওয়া-দাওয়া না দিয়ে উল্টো বাসা থেকেই বের করে দেয় ইউসুফ। প্রায় সাত মাস হতে চললেও দালাল ইউসুফের আর কোনো খবর পাচ্ছে না তারা। খেয়ে না খেয়ে সেদেশে অসহায় জীবনযাপন করতে হচ্ছে তাদের। এঘটনায় ভুক্তভোগীদের একজনের আত্মীয় মকবুল মৃধা বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার লেবার কাউন্সিলর সালাউদ্দিনের কাছে ঘটনা জানান।
লেবার কাউন্সিলর ইউসুফের বিরুদ্ধে অভিযোগ করার পরামর্শ দেন। তিনি এ নিয়ে ইউসুফ ও তার এজেন্সির বিরুদ্ধে একটি অভিযোগও দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে কনস্যুলেট অভিযুক্ত ইউসুফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ দূতাবাসে সুপারিশ করেন। মানিক চান নামে আরেক ভুক্তভোগী বলেন, ‘ইউসুফ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলে গ্রামের সহজ-সরল যুবকরা প্রতারকদের হাত থেকে রক্ষা পাবে।
রাশেদ আহম্মেদ নামের একজন বলেন, আমরা নতুন এসেছি, সৌদি আরবের পথ-ঘাট কিছুই চিনি না। আসার দুদিন পর ইউসুফ আমাদের রুম থেকে বের দেয়। বর্তমানে আমরা খেয়ে না খেয়ে লুকোচুরির মধ্য দিয়ে অবৈধভাবে এদেশে বসবাস করছি। এসব বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদারের সাথে সাক্ষাত করতে মন্ত্রণালয়ে গেলেও তাকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- চলছে IPL নিলাম, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান ও এখন পর্যন্ত দল পেলেন যারা
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- 2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ