| ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সৌদিতে গ্রেপ্তার আতঙ্কে প্রবাসীরা

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ এপ্রিল ১৭ ২১:৪৮:২১
সৌদিতে গ্রেপ্তার আতঙ্কে প্রবাসীরা

ওষুধের দোকানসহ বিভিন্ন ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানে কিংবা হোটেলে কাজের ভিসা দেওয়ার কথা বলে সে দেশে নেওয়ার পরই হাওয়া হয়ে যাচ্ছে দালালরা। সাদমান এয়ার ইন্টারন্যাশনাল ও দালাল রবিউল ইসলামের খপ্পরে পড়ে সৌদি আরবে গ্রেপ্তার আতঙ্কে মানবেতর জীবন যাপন করছেন (কর্মহীন) মহিদুল হাসান মানিক নামের এক প্রবাসী। অন্যদিকে জিরো গ্রাউন্ড এজেন্সির দালাল ইউসুফ, পার্টনার রফিক ও ম্যানেজার জহিরের খপ্পরে পড়ে একই অবস্থায় রয়েছেন আরো ১১ প্রবাসী। ওষুধের দোকানে কাজের কথা বলে ভিসার দাম আদায় করে মানিককে লন্ড্রির দোকানের ভিসা দেয় রবিউল।

সেদেশে যাওয়ার পর পুনরায় সব ঠিকঠাক করে দেওয়া হবে জানিয়ে সেদেশে নেয়ার পর আর তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। গত বছরের অক্টোবর মাসে ৬ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে সৌদি আরব নেওয়ার পরই হাওয়া হয়ে যায় রবিউল নামের ওই দালাল। বেশকিছুদিন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে দেশে খোঁজ নিয়ে জানতে পারেন দালাল রবিউল দেশে ফেরত এসেছেন। কিন্তু ভুক্তভোগী ওই ব্যক্তিকে তিন মাসের থাকা-খাওয়ার খরচ এবং কাজের ব্যবস্থা করার কথাছিল রবিউলের।

তা না করেই ভুক্তভোগীকে না জানিয়ে দেশে ফেরত আসে ওই দালাল। এমতাবস্থায় কর্মহীন এবং অবৈধ প্রবাসী হিসেবে গ্রেপ্তার আতঙ্কে লুকোচুরির মাধ্যমে জীবন-যাপন করছেন ওই ভুক্তোভোগী। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়ন এলাকার ভাঙ্গাপুষ্কুরনী নামক গ্রামের আব্দুল হাকিমের ছেলে (দালাল) রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন।

এ সুবাধে তিনি পূর্বেও এলাকার বেশকয়েকজন যুবককে সাদমান এয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি নিয়ে এমন প্রতারণা করেছেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ একই এলাকার ভিতরচর নামক গ্রামের বাসিন্দা মহিদুল হাসান মানিকের (বর্তমান ভুক্তভোগী) সাথে এমন প্রতারণা করেন। ভিসা দালাল রবিউল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরে কথা বলবো। কি সমস্যা হয়েছে পরে জানাবো।

ভুক্তভোগী মানিক বলেন, আমাকে ওষুধের দোকানে কাজের ভিসা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার পর লন্ড্রি দোকানের ভিসা দিয়েছে। সৌদি আরব যাওয়ার কিছুদিন পর ভিসা পরিবর্তন করে ওষুধের দোকানের ভিসা দিবেন বলে জানায়। এর মধ্যে কাজ পাওয়া পর্যন্ত তিন মাসের থাকা-খাওয়ার খরচ বহনের কথাও ছিল তার।

কিন্তু কোনো ব্যবস্থা না করেই তিনি দেশে চলে যান। এদিকে, সৌদি আরবে অবস্থান করতে প্রয়োজনীয় কাগজপত্র না করায় আমি বর্তমানে এ দেশে অবৈধ প্রবাসী হিসেবে গ্রেপ্তার আতঙ্কে রয়েছি। এছাড়া গত বছরের একই সময়ে কুমিল্লা সদর দক্ষিণের আরিফ হোসেন, হোমনা মাথাভাঙ্গার সাইফুল ও ঢাকা জেলার ধামরাই থানার চালকরা গ্রামের আনোয়ারসহ আরো ১১ জন জিরো গ্রাউন্ড এজেন্সির দালাল ইউসূফের মাধ্যমে সৌদি আরবে গিয়ে প্রতারণার শিকার হন।

জানা গেছে, তাদের প্রত্যেকের কাছ থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা করে নিয়ে সৌদি আরব নিয়ে যায় দালাল ইউসুফ। ইউসুফের সঙ্গে এজেন্সিটির পার্টনার রফিক ও ম্যানেজার জহিরও জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের দেওয়া টাকার মধ্যেই আকামা, টিকিটসহ যাবতীয় খরচ বহন করার কথা থাকলেও সৌদি আরব পৌঁছার একদিন পরই তাদের কাছ থেকে আবার আকামা করার জন্য টাকা দাবি করে ইউসুফ।

কেউ কেউ আবার তার কথা মতো দেশ থেকে টাকা এনে দিলেও আকামা তো দূরের কথা তাদের খাওয়া-দাওয়া না দিয়ে উল্টো বাসা থেকেই বের করে দেয় ইউসুফ। প্রায় সাত মাস হতে চললেও দালাল ইউসুফের আর কোনো খবর পাচ্ছে না তারা। খেয়ে না খেয়ে সেদেশে অসহায় জীবনযাপন করতে হচ্ছে তাদের। এঘটনায় ভুক্তভোগীদের একজনের আত্মীয় মকবুল মৃধা বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার লেবার কাউন্সিলর সালাউদ্দিনের কাছে ঘটনা জানান।

লেবার কাউন্সিলর ইউসুফের বিরুদ্ধে অভিযোগ করার পরামর্শ দেন। তিনি এ নিয়ে ইউসুফ ও তার এজেন্সির বিরুদ্ধে একটি অভিযোগও দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে কনস্যুলেট অভিযুক্ত ইউসুফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ দূতাবাসে সুপারিশ করেন। মানিক চান নামে আরেক ভুক্তভোগী বলেন, ‘ইউসুফ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলে গ্রামের সহজ-সরল যুবকরা প্রতারকদের হাত থেকে রক্ষা পাবে।

রাশেদ আহম্মেদ নামের একজন বলেন, আমরা নতুন এসেছি, সৌদি আরবের পথ-ঘাট কিছুই চিনি না। আসার দুদিন পর ইউসুফ আমাদের রুম থেকে বের দেয়। বর্তমানে আমরা খেয়ে না খেয়ে লুকোচুরির মধ্য দিয়ে অবৈধভাবে এদেশে বসবাস করছি। এসব বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদারের সাথে সাক্ষাত করতে মন্ত্রণালয়ে গেলেও তাকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

ক্রিকেট

আজ নিলামে সাকিবকে দলে ভেড়াবে কিনা জানিয়ে দিল কলকাতার কোচ

আজ নিলামে সাকিবকে দলে ভেড়াবে কিনা জানিয়ে দিল কলকাতার কোচ

চলছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। প্রথম দিনের নিলামে তোলা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে। প্রথম দিনের ...

এইমাত্র পাওয়া: অনেক বড় সুখবর পেলো টাইগার স্পিনার রিশাদ আকাশ ছোয়া মূল্যে পেলো দল

এইমাত্র পাওয়া: অনেক বড় সুখবর পেলো টাইগার স্পিনার রিশাদ আকাশ ছোয়া মূল্যে পেলো দল

বাংলাদেশের উদীয়মান স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের জন্য সুখবর এসেছে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে