| ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

হাতে-পায়ে ৫৬ ইট টানতে পারছেন না রিপন

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ এপ্রিল ১০ ১২:৩২:৪৯
হাতে-পায়ে ৫৬ ইট টানতে পারছেন না রিপন

রিপন চিৎকার করছেন ইটের বোঝা থেকে মুক্তি পেতে। তবুও মুক্তি মিলছে না। তরুণের এই প্রতীকী অভিনয়ে বাকরুদ্ধ হয় সবাই। স্লোগান, গান, হাতে তালি সব বন্ধ হয় গেল ক্ষণিকের জন্য। তরুণের অাশপাশে যারা বসা তাদের অনেকের চোখ তখন ছলছল।

তরুণের মতোই সবাই ৫৬ ভাগ কোটার বোঝা টেনে টেনে বড়ই ক্লান্ত যেন। রিপনের প্রতীকী প্রতিবাদ সবারই যেন মনের কথা। চাকরিক্ষেত্রে ৫৬ ভাগ কোটার সংস্কারের দাবিতে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর। হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে অান্দােলন করছেন দুদিন ধরে।

সোমবার বিকেলে নানা অায়োজনের মধ্য দিয়ে অান্দোলন চাঙা রাখার প্রয়াস চালায় শিক্ষার্থীরা। তারই অংশ হিসেবে রিপনের এই প্রতীকী প্রতিবাদ।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রতিবাদী রিপন বলেন, অামরা তো মেধা দিয়েই দেশ গড়তে চাই। তাহলে সভ্যতার এই সময়ে কোটা নামের বৈষম্য কেন? কোটা নিয়ে কেন এমন নোংরা রাজনীতি।

তিনি বলেন, অামরা কোনো অনৈতিক দাবি নিয়ে আন্দোলন করছি না। সঠিক মেধা মূল্যায়নের দাবিতে অান্দোলন। অামরা স্বপ্ন দেখছি দেশ গড়ার। সেখানে কেন এই প্রতারণা? অামরা কোটাপদ্ধতি বাতিল করারর দাবি জানায়নি। দাবি কোটার সংস্কারের।

একই বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রত্যাশা নামে এক শিক্ষার্থী বলেন, অার পারছি না। কোটার অত্যাচারে জীবন ওষ্ঠাগত। বৈষম্য দূর করতেই কোটা পদ্ধতির প্রবর্তন, অথচ শতকরা ৫৬ ভাগ কোটাই অাজ চরম বৈষম্যের কারণ হয়েছে। অামরা এই অভিশপ্ত কোটা পদ্ধতির সংস্কার চাই। নইলে রক্ত দিয়ে অান্দোলন চালিয়ে যাব।

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে গতকাল রবিবার দুপুর আড়াইটা থেকে শাহবাগ মোড়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিলেন হাজার হাজার শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী। একই সঙ্গে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়।

রাজধানীর শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থানের কারণে শাহবাগসহ আশপাশের সড়ক দিয়ে সব ধরনের যান চলাচাল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ টিয়ারসেল, জলকামান ও লাঠিপেটা করে শিক্ষার্থীদের অবস্থান থেকে সরিয়ে দেয়। শুরু হয় সংঘর্ষ। থেকে থেকে সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। আটক করা হয় অসংখ্য শিক্ষার্থীকে। মধ্যরাতে হামলা চালানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে। ভাঙচুর করে সেখানে আগুন ধরিয়ে দেয়া হয়।

ক্রিকেট

আজ নিলামে সাকিবকে দলে ভেড়াবে কিনা জানিয়ে দিল কলকাতার কোচ

আজ নিলামে সাকিবকে দলে ভেড়াবে কিনা জানিয়ে দিল কলকাতার কোচ

চলছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। প্রথম দিনের নিলামে তোলা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে। প্রথম দিনের ...

এইমাত্র পাওয়া: অনেক বড় সুখবর পেলো টাইগার স্পিনার রিশাদ আকাশ ছোয়া মূল্যে পেলো দল

এইমাত্র পাওয়া: অনেক বড় সুখবর পেলো টাইগার স্পিনার রিশাদ আকাশ ছোয়া মূল্যে পেলো দল

বাংলাদেশের উদীয়মান স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের জন্য সুখবর এসেছে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে