| ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শাকিবের ছবি মুক্তিতে এত ‘ভয়’ কেন

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ এপ্রিল ১০ ০১:২০:৪২
শাকিবের ছবি মুক্তিতে এত ‘ভয়’ কেন

আগে থেকে কথা ছিল ৬ এপ্রিল মুক্তি পাবে শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘চালবাজ’। ঢাকার এন ইউ ট্রেডার্সের পক্ষে কামাল কিবরিয়া লিপু সরকারের রপ্তানির বিনিময়ে আমদানির অধীনে এটি আনতে যাচ্ছিলেন।

‘চালবাজ’ সিনেমাটি আমদানির জন্য ৮ মার্চ তথ্য মন্ত্রণালয়ে আবেদনও করেন তিনি। দীর্ঘ সময় পার করে ২১ মার্চ অতিরিক্ত তথ্য সচিব ছবির আমদানি-রপ্তানি কমিটির সদস্যদের বৈঠকে ডাকেন।

ওই দিন বেলা ১১টায় বৈঠক হওয়ার কথা থাকলেও সচিব আসেন বেলা আড়াইটায়। তিনি এসে কোনো সিদ্ধান্ত না দিয়েই তাড়াহুড়া করে বৈঠক শেষ করেন বলে আমদানি-রপ্তানিকারকরা অভিযোগ করেন। ফলে ৬ এপ্রিল ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে।

২৭ মার্চ প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার নওশাদ, প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাশ, উপদেষ্টা মিয়া আলাউদ্দীন প্রমুখ তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলে মন্ত্রী ‘চালবাজ’ ছবিটি দ্রুত আমদানির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টকে নির্দেশ দেন।

ওই দিন বিকালেই আমদানি-রপ্তানিকারকদের নিয়ে সচিব জরুরি বৈঠক করে ছবিটি আমদানির জন্য পদক্ষেপের কথা জানালেও পরে অজ্ঞাত কারণে মন্ত্রণালয় থেকে আমদানিকারককে এপ্রিল মাসে ছবিটি মুক্তি না দিতে বলা হয়।

এতে আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহমেদ ট্রেডার্সের পক্ষ থেকে হতাশা প্রকাশ করে জানানো হয়, এখন ঈদ ছাড়া ‘চালবাজ’ মুক্তি দেয়া সম্ভব নয়। কারণ মে মাসে রমজান। এ সময় ছবিটি মুক্তি দেয়া যাবে না।

এদিকে, ১৩ এপ্রিল কলকাতায় ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। যদিও ৬ এপ্রিল ছবিটি ঢাকায় মুক্তি না পাওয়ায় এসকে মুভিজ ১৫ জুন সেখানে ছবিটি মুক্তি দেওয়ার চিন্তা করছে বলে জানা গেছে। তারপরেও বৈশাখে কলকাতায় মুক্তি পেলেও আপাতত ঢাকায় মুক্তি পাচ্ছে না ‘চালবাজ’।

প্রদর্শক সমিতির কাছে জানতে চাওয়া হয় ‘চালবাজ’ মুক্তি নিয়ে কেন এই টানাপড়েন? এর জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, অভিনেতা আলমগীর তার পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিটি মুক্তি ও ব্যবসা সফল করতে মরিয়া হয়ে উঠেছেন।

তিনি চাননি এপ্রিল মাসে আর কোনো ছবি মুক্তি পাক। আর এ জন্য তিনি দেশের সর্বোচ্চ স্থান পর্যন্ত দৌড়ঝাঁপ করেছেন।

১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে আলমগীরের ‘একটি সিনেমার গল্প’। তাই আলমগীরের ভয় হলো, ওই মাসে শাকিবের ছবি মুক্তি পেলে তার ব্যবসায় আগুন জ্বলবে।

প্রদর্শক সমিতির এই কর্মকর্তা আরো বলেন, কোনো নির্মাতা যদি ভালো ছবি নির্মাণ করেন এবং সেই ছবির সফলতার ব্যাপারে তার আত্মবিশ্বাস থেকে থাকে তাহলে ওই ছবির সঙ্গে মুঘলে আজম মুক্তি পেলেও তার ভয়ের কিছু থাকে না।

আসলে আলমগীর সেই সত্তর-আশির দশকের ফর্মুলায় বেকডেটেড ছবি নির্মাণ করেছেন বলেই ‘চালবাজ’ নিয়ে তার যত ভয়। এই কর্মকর্তা আরো বলেন, আলমগীর ছবির নাম রেখেছেন ‘একটি সিনেমার গল্প’। মানে একটি জ্ঞানী নাম।

আমাদের দেশের সিংহভাগ সিনেমা হলের দর্শক হলো সাধারণ খেটে খাওয়া মানুষ। তারা এই জ্ঞানী নাম শুনলে আর সিনেমা হলে যাওয়ার প্রশ্নই ওঠে না। ফলে লোকসানের ভয়ে ভীত আলমগীর আশপাশে এমনকি ওই মাসে বড় মাপের কোনো ছবি যেন মুক্তি না পায় সেই দৌড়ঝাঁপ করেছেন।

তবে শেষ রক্ষা কিন্তু হয়নি তার। ১৩ এপ্রিল তার ছবির পাশাপাশি মুক্তি পাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত চিত্রনায়িকা ববি প্রযোজিত ও অভিনীত নতুন ধারার গল্পের রোমান্টিক-অ্যাকশনধর্মী বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টের ছবি ‘বিজলী’।

প্রদর্শকদের কথায়, এই ছবিটি নতুনত্বের কারণে দর্শক নিঃসন্দেহে লুফে নেবে। ‘বিজলী’ ছবির ‘পার্টি পার্টি’ গানটি ও এর ট্রেইলার এরই মধ্যে দর্শকের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

প্রদর্শকদের কথায়, একই দিন ছবিটি মুক্তি পেতে যাওয়ায় আলমগীরের দৌড়ঝাঁপের আর কোনো অর্থ রইলো না।

এদিকে ‘চালবাজ’ মুক্তি না পাওয়ার কারণে নববর্ষের মতো একটি বড় মাপের বাঙালিয়ানা উৎসবের দিনে সবাই বঞ্চিত হলো শাকিব থেকে। প্রদর্শকদের কথায়, তার ছবি এখন শুধু দেশে নয়, কলকাতায়ও ব্যাপক জনপ্রিয়। তার ‘নবাব’ আর ‘শিকারি’ ছবি দুটি এর প্রকৃষ্ট উদাহরণ।

কলকাতায় শাকিবের জনপ্রিয়তার কারণে এখন সেখানকার নির্মাতারা ও অভিনেত্রীরা শাকিবের সঙ্গে কাজ করতে চাইছেন। তাকে নিয়ে পরিচালকরা বেশকটি ছবিও নির্মাণ করছেন।

প্রদর্শক সমিতির একজন জানায়, শুধু দেশে নয়, কলকাতায়ও শাকিব এখন নাম্বার ওয়ান শীর্ষনায়ক। কলকাতায় তার অভিষেকে দেব চলে গেছেন রাজনীতিতে।

আর জিৎ হলেন অ্যাকশন ধাঁচের ছবির নায়ক। আর রোমান্টিক-অ্যাকশন দুই ঘরানার ছবি নিয়ে শাকিব কলকাতায়ও ফিল্ম ক্যারিয়ারের শক্ত ভিত গড়ে নিয়েছেন। তাই দুই বাংলার নির্মাতা যারা শাকিব খান ছাড়া ছবি নির্মাণ করেন তারা সবসময় শাকিব আতঙ্কে ভুগেন। তারা চান না তাদের ছবির ধারে কাছে শাকিবের কোনো ছবি মুক্তি পাক। যেটি করেছেন অভিনেতা-নির্মাতা আলমগীর।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাশ বলেন, মানসম্মত ও পর্যাপ্ত দেশীয় ছবির অভাবে বাধ্য হয়ে কলকাতার বাংলা ছবি সাফটা চুক্তির আওতায় আমদানি করা হয়, যাতে সিনেমা হল টিকিয়ে রাখা যায়।

কিন্তু এফডিসিভিত্তিক কিছু বেকার আর অদক্ষ প্রযোজক, পরিচালক, শিল্পী যারা নিজেরা ছবি নির্মাণ করেন না, করলেও তা দুর্বল হওয়ায় দর্শক দেখে না। তাই তারা কলকাতার ছবি সরকারি আইন মেনে আমদানি করতে গেলে ভীত হয়ে অযৌক্তিকভাবে আন্দোলন করেন।

ক্রিকেট

প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল নতুন সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল নতুন সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে মিশ্র পারফরম্যান্সের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল এবার ওয়ানডে ফরম্যাটে মাঠে নামার অপেক্ষায়। ...

অবশেষে সামনে এলো IPL নিলামে সাকিব-মোস্তাফিজকে না কেনার কারন

অবশেষে সামনে এলো IPL নিলামে সাকিব-মোস্তাফিজকে না কেনার কারন

২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি। ১২ জন বাংলাদেশি ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে