যে কারণে টিভি নাটক থেকে নিষিদ্ধ হলেন অ্যালেন শুভ্র
আগামী ১০ মে থেকে পরবর্তী তিন মাস এ নিষেধাজ্ঞা কার্যকর থাকার কারণে কোন টিভি নাটকে অংশ নিতে পারবেন না তিনি। গত ৪ এপ্রিল টেলিভিশন নাটকের তিন সংগঠন—ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যালেন শুভ্রর উপর এ নিষেধাজ্ঞা জারি করে।
এ বিষয়ে অভিযোগকারী পরিচালক নিয়াজ মাহবুব বলেন, “এক বছর আগে আমার নাটক ‘গুরাগুরি’র (বরিশালের আঞ্চলিক শব্দ) শুটিংয়ে বরিশালে গিয়েছিল অ্যালেন শুভ্র। সেখানে তিন দিন কাজ করার কথা থাকলেও সে দুদিনে কাজ শেষ করতে বলে। আমি রাজি না হলে সে ওই অবস্থায় ঢাকায় চলে আসে। এর ১০-১৫ দিন পর অনেক কথাবার্তার পর সে কাজটি করে দেয়। কিন্তু নতুন করে পারিশ্রমিক দাবি করে। আমি তাকে বলি, বরিশালে শুটিংটা না শেষ করতে পারায় অনেক লস হয়ে গেছে। কারণ ওখানকার সব শিল্পীকে ঢাকায় আনতে হয়েছে। তারপরও যদি সম্ভব হয় তাহলে আমি তোমাকে টাকা দিবো।”
তিনি আরো বলেন, ‘মাঝে এক বার আমাকে ফোন করে সে গালিগালাজ করে। আমি তাকে মনে মনে খুঁজছিলাম। মাস দেড়েক আগে তার সাথে আমার মগবাজার দেখা হয়। সে আমাকে ইট দিয়ে মারধর করে। তখন সে মাতাল ছিলো।’
নিয়াজ আরো জানান, এ ঘটনার পর তিনি নাটকের সংগঠনগুলোতে লিখিত অভিযোগ দেন। তার অভিযোগের প্রেক্ষিতে ৪ এপ্রিল তাদের দুজনকে ডাকে সংগঠনগুলো। এক সালিশি সভা বসে ওইদিন। সেখানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সংঘের আহসান হাবিব নাসিম ও লুৎফর রহমান জর্জ, ডিরেক্টরস গিল্ডের এস এ হক অলিক, সৈয়দ শাকিল ও কামরুজ্জামান সাগর এবং প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সৈয়দ ইরফান উল্লাহ।
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিচালক-শিল্পীর মধ্যে ভুল বোঝাবুঝি হবে, স্বাভাবিক। কিন্তু গায়ে হাত তুলবে কেনো— সেটা পরিচালক বা অভিনেতা যে-ই হোক? ও (অ্যালেন শুভ্র) একজন ভাল অভিনেতা। কিন্তু এ ধরনের আচরণ এখনই নিয়ন্ত্রণ না করলে অন্যরা সাহস পেয়ে যাবে। আর পরিচালক-অভিনেতা-প্রযোজক মিলে আমরা সবাই একটা পরিবার। এখানে শৃঙ্খলা না থাকলে টিকে থাকা দায়।’
এস এ হক অলিক আরো বলেন, ‘সিদ্ধান্তটি ১০ মে থেকে কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ তার বেশ কিছু নাটক ও সিরিয়ালের অর্ধেক শুটিং বাকি রয়েছে। ওই সকল নাটক-সিরিয়ালের পরিচালক-প্রযোজক যাতে ক্ষতির সম্মুখীন না হয় তাই মে মাস থেকে সিদ্ধান্তটি কার্যকর করা হবে।’
এদিকে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম ‘পেশাদারিত্ব’ ফিরেয়ে আনার জন্য অ্যালেন শুভ্রকে এ নিষেধাজ্ঞা বলে জানান তিনি। তিনি বলেন, ‘শুভ্র অপেশাদার আচরণ করেছে। যা কিছুই ঘটুক না সে একজন পরিচালকের গায়ে হাত তুলতে পারে না। তাছাড়া তার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগও আছে। তাই তার আচরণ ঠিক করার জন্য সতর্কীকরণ বার্তা হিসেবে এ সিদ্ধান্ত।’
বিষয়টি নিয়ে অ্যালেন শুভ্রর সাথে যোগাযোগ করা চেস্টা করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তার দুটি গ্রামীণ নাম্বারে বেশ কয়েকবার ফোন ও মেসেজ করা হলেও তিনি কোন সাড়া দেননি।
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- 2025 IPL নিলাম: অবিশ্বাস্যভাবে এইমাত্র শেষ হলো মুস্তাফিজের নিলাম, দেখেনিন সাকিবের অবস্থান
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- IPL 2025 নিলামে নতুন চমক: আকাশ ছোয়া মুল্যে দল পেলেন মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- IPL 2025 নিলাম : এইমাত্র শেষ হলো সাকিবের নিলাম
- চলছে IPL নিলাম : আকাশ ছোয়া মূল্যে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ, দেখেনিন নাহিদ রানার অবস্থান
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- চলছে IPL নিলাম, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান ও এখন পর্যন্ত দল পেলেন যারা
- ব্রেকিং নিউজ :শেষ হলো সাকিব, রিশাদ ও মুস্তাফিজের নিলাম, দেখেনিন লিটন দাস ও তাওহীদ হৃদয়ের অবস্থান
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- 2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- এইমাত্র পাওয়া: অনেক বড় সুখবর পেলো টাইগার স্পিনার রিশাদ আকাশ ছোয়া মূল্যে পেলো দল