| ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

এপ্রিলেই তেড়ে আসছে তাপদাহ-ঘূর্ণিঝড়-বন্যা!

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ এপ্রিল ০৭ ১৪:১৮:৫১
এপ্রিলেই তেড়ে আসছে তাপদাহ-ঘূর্ণিঝড়-বন্যা!

আবহাওয়া অফিস বলছে, এপ্রিলের মাঝামাঝি থেকে আকাশ-বাতাস-সূর্যের রুপের বদল দেখা যাবে। এদিকে বিগত ৩০ বছরের পরিসংখ্যান বলছে, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টি হয় ১৩০ দশমিক ২ মিলিমিটার। তবে চলতি মাসে এর চাইতে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টির সঙ্গে দেখা যাবে কালবৈশাখী। বলা হচ্ছে, দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে প্রায় এক সপ্তাহ কালবৈশাখী ঝড় দেখা যেতে পারে। আর সঙ্গে থাকবে শিলাবৃষ্টি।

ঝড়ের পাশাপাশি এপ্রিলে তাপদাহের কথাও বলছে আবহাওয়া অধিদপ্তর। বলা হচ্ছে, দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে কমপক্ষে তিনটি তাপদাহ হওয়ার আশঙ্কা রয়েছে। এপ্রিলে এই তাপদাহের প্রভাবে তাপমাত্রা ঠেকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। অন্য দুটি তাপদাহেও তাপমাত্রা হবে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়াবিদরা বলছে, প্রকৃতিতে তাপদাহ হলে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। দেখা দিতে পারে দুটি নিম্নচাপ। নিম্নচাপগুলো একটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। আর এই ঝড়-বৃষ্টির কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলে পাহাড়ি ঢলের কারণে সংশ্লিষ্ট এলাকায় আকস্মিক বন্যা হতে পারে।

জানা গেছে, বাংলাদেশে মার্চ থেকে মে মাসে সূর্য কিরণ সরাসরি ভূমির ওপরে পড়ে। এর মধ্যে এপ্রিল মাসে সূর্যের তেজ থাকে সবচেয়ে বেশি। পাশাপাশি আরব সাগরের দিক থেকে আসা বাতাসেও থাকে জলীয় বাষ্প। ফলে রাজশাহী-রংপুর বিভাগে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আর মার্চ থেকে মে মাস পর্যন্ত দেশের উত্তর ও মধ্যাঞ্চলের দিকে কালবৈশাখীর প্রবণতা বেশি দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক শাহ আলম বলেন, ‘এপ্রিল মাসে দেশের তাপমাত্রা বেশি হলে সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। পরে এই লঘুচাপ পরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় বা সাইক্লোনে রুপান্তরিত হয়। দেশের তাপমাত্রা এখনো বৃদ্ধি পায়নি। তবে মধ্য এপ্রিলে আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে।’

শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বগুড়ায় (৪৪ মিলিমিটার)। এছাড়াও নেত্রকোনায় ৩০, ঈশ্বরদীতে ২৮, ময়মনসিংহে ২৬ এবং রাজশাহীতে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ক্রিকেট

আজ নিলামে সাকিবকে দলে ভেড়াবে কিনা জানিয়ে দিল কলকাতার কোচ

আজ নিলামে সাকিবকে দলে ভেড়াবে কিনা জানিয়ে দিল কলকাতার কোচ

চলছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। প্রথম দিনের নিলামে তোলা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে। প্রথম দিনের ...

এইমাত্র পাওয়া: অনেক বড় সুখবর পেলো টাইগার স্পিনার রিশাদ আকাশ ছোয়া মূল্যে পেলো দল

এইমাত্র পাওয়া: অনেক বড় সুখবর পেলো টাইগার স্পিনার রিশাদ আকাশ ছোয়া মূল্যে পেলো দল

বাংলাদেশের উদীয়মান স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের জন্য সুখবর এসেছে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে