| ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

তিনবার তাজমহল বিক্রি করেছিলেন যিনি

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুন ২০ ১৩:৫৮:০৩
তিনবার তাজমহল বিক্রি করেছিলেন যিনি

শুধু তাই নয়, ৫৪৫ সদস্য নিয়ে ভারতের পার্লামেন্ট ভবনটাই বিক্রি করেছিলেন নটবরলাল! ভারত স্বাধীন হওয়ার পরের পাঁচ দশক নটবরলাল নামটি ছিল ঠগবাজির প্রতীক। মানুষ ঠকিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিতে দারুণ দক্ষ ছিলেন।

নিজের কর্মকাণ্ডে ভারত কাঁপিয়ে দিয়েছিলেন নটবরলাল। এ নামটিও তাঁর আসল নাম নয়। ৫০টির মতো ছদ্মনাম ছিল তাঁর। মিথিলেশ কুমার শ্রীবাস্তব তাঁর প্রকৃত নাম। বিহারের সিওয়ান জেলার বানগ্রা গ্রামে ১৯১২ সালে জন্মগ্রহণ করেন। মানুষকে প্রতারিত করার নিত্য নতুন বুদ্ধির ভাণ্ডার ছিল তার কাছে। শুধু তাই নয়, জনপ্রিয় মানুষদের সই নকল করাতে অত্যন্ত দক্ষ ছিলেন তিনি।

পেশাগত জীবনে একজন আইনজীবী ছিলেন। তবে ওই পেশায় থিতু হননি। বরং বেছে নিয়েছিলেন মানুষকে ঠকানোর কাজ। সই জাল করতে পারতেন ভালো।আর একেই বেছে নেন মূলধন হিসেবে। তাজমহলসহ বিভিন্ন স্থাপনা বিক্রির জন্য বিদেশিদের কাছে পরিচয় দিতেন তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।বিক্রির প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্রও দিতেন তিনি। আর এতে থাকত ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সই!

কথার ভঙ্গি ও প্রতারণার অভিনব কারসাজিতে নিজেকে প্রায় অধরা করে তুলেছিলেন নটবর। টাটা, বিড়লা এবং ধীরুভাই আম্বানির মতো শিল্পপতিরা ছিলেন নটবরের শিকারের তালিকায়। সমাজসেবী হিসেবে তিনি লাখ লাখ অর্থ হাতিয়ে নিতেন। এ ছাড়া দোকানমালিকদের ভুয়া চেক দিয়ে লাখ লাখ টাকা ঠকিয়েছেন।

ভারতের আটটি প্রদেশে ১০০টির মতো মামলা ছিল নটবরের বিরুদ্ধে। এসব মামলায় ১১৩ বছরের কারাদণ্ড পেয়েছিলেন এই ব্যক্তি। পুলিশ আটক করেছিল নটবরকে। তবে জেল থেকে আটবার পালিয়েছেন তিনি। জেল খেটেছেন মোট ২০ বছর।

১৯৯৬ সালে ৮৪ বছর বয়সে শেষবারের মতো গ্রেপ্তার হন। কিন্তু অসুস্থতার কারণে নটবরকে কানপুর জেলখানা থেকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে রাখা হয়।

নটবর কবে মারা গেছেন সে সময় নিয়েও আছে হরেক তথ্য। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, ২০০৯ সালের ২৫ জুলাই তিনি মারা যান। যদিও তাঁর ভাই গঙ্গা প্রসাদ শ্রীবাস্তবের দাবি, ১৯৯৬ সালেই নটবরের মৃত্যু হয়!

ক্রিকেট

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেটে আবারও বড় মঞ্চে নামছে বাংলাদেশের যুব দল। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ...

এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচের টস,জেনেনিন ফলাফল

এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচের টস,জেনেনিন ফলাফল

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

পয়েন্ট টেবিলে অবনতি : বিশ্বকাপের টিকিট পেতে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে

পয়েন্ট টেবিলে অবনতি : বিশ্বকাপের টিকিট পেতে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে

কাতার বিশ্বকাপের পর থেকে নিজেদের চেনা ছন্দে নেই ফুটবলের পরাশক্তি ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা লাতিন আমেরিকা ...



রে