শত কোটি টাকার বাণিজ্য যে ‘রহস্যময় বাক্স’ ঘিরে
এ বাক্স ও এর সঙ্গে থাকা লেদারের ব্লেজার, অ্যালুমিনিয়াম রঙের এক জোড়া গামবুট ও চকলেট রঙের থার্মোমিটার, একটি গ্যাস মাস্ক ও এনালগ ঘিরে পাঁচ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা।
জানা যায়, কোনো কিছু না বুঝেই একটি প্রতারক চক্রের শতকোটি টাকার বাণিজ্যের লোভে ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন একাধিক ব্যবসায়ী। প্রতারিত এমনই এক ব্যবসায়ী সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেন।
বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয় ডিবির সিরিয়াস ক্রাইম ইউনিটকে। তদন্তে নেমে ক্রেতা সেজে ঢাকা ও আশপাশ জেলায় অভিযান চালান ডিবির কর্মকর্তারা। মাসব্যাপী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গত ১২ মার্চ কামরাঙ্গীচর এলাকার একটি ফার্মেসি দোকান থেকে সরঞ্জমাদিসহ রহস্যময় ইউরেনিয়াম বাক্সটি উদ্ধার করেন গোয়েন্দারা। গ্রেফতার করা হয় চক্রের আট সদস্যকে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে ডিবির কর্মকর্তারা জানতে পারেন, ময়মনসিংহের কথিত মেজর জিন্নাহ ইউরেনিয়াম কেনাবেচা চক্রের মূলহোতা। তিনি শতকোটি টাকার লোভ দেখিয়ে একাধিক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।
মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার জসিম উদ্দিন যুগান্তরকে বলেন, ইউরেনিয়াম সম্পর্কে কোনো ধারণা নেই এমন লোকজনকে টাকার লোভ দেখিয়ে কথিত এক মেজর মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।
প্রতারণার শিকার এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চক্রের আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রতারক চক্রের দাবি অনুযায়ী বাক্সে দুই পাউন্ডের মতো ইউরেনিয়াম রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৪ কোটি টাকা। তবে বাক্সতে আসলে ইউরেনিয়াম রয়েছে কিনা- তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য বাক্সটি ল্যাবে পাঠানো হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, মতিঝিলের ইলেকট্রিক যন্ত্রপাতির ব্যবসায়ী আলমগীর হোসেনের সঙ্গে পরিচয় হয় প্রতারক চক্রের সদস্য নেছার উদ্দিনের। নেছার ওই ব্যবসায়ীকে টার্গেট করে সখ্য গড়ে তোলে। একপর্যায়ে তাকে মূল্যবান ইউরেনিয়াম কিনে তা শতকোটি টাকায় রাশিয়া, জাপান ও চীনে বিক্রির করা যাবে বলে লোভ দেখায়।
চক্রের সদস্যরা বলে পারমাণবিক শক্তিধর দেশে ইউরেনিয়ামের প্রচুর চাহিদা রয়েছে। তাই দুই কোটি টাকা বিনিয়োগ করলে সেই টাকায় পাওয়া ইউরেনিয়াম শতকোটি টাকা বিক্রি করা যাবে। ওই কথায় বিশ্বাস করে দুই কোটি টাকা দিয়ে ইউরেনিয়ামসহ সরঞ্জামাদি কিনে নেয় আলমগীর।
শুধু আলমগীরের কাছ থেকে নয়, একই বাক্স ও সরঞ্জামাদি একাধিক ব্যবসায়ীর কাছে পাঁচ কোটি টাকায় বিক্রি করে চক্রটি। পরে ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ক্রেতা সেজে ইউরেনিয়াম কেনেন ডিবির কর্মকর্তারা।
ডিবির সিরিয়াস ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে শতকোটি টাকা বাণিজ্যের লোভ দেখিয়ে প্রতারণা করে আসছে। যদিও তাদের সরাঞ্জামাদি, ক্যাটালগ আসল। তবে ওই রিমোট কন্ট্রোল বাক্সের মধ্যে ইউরেনিয়ামের অস্তিত্ব রয়েছে কিনা- সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
তিনি বলেন, ‘চক্রটি বেশ কয়েকজনের সঙ্গে প্রতারণা করার পর আমরা বিষয়টি জানতে পারি। আর কেউ যাতে প্রতারণার শিকার না হয় সে জন্য ক্রেতা সেজে অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার হয় চক্রের আট সদস্য।’
গ্রেফতারকৃতরা হল- নেছার উদ্দিন (৪৩), সাহাবুদ্দিন (৫৫), দেলোয়ার হোসেন (৫০), আবদুল হাই (৫৭), শেখ মো. ফেরদৌস (৪৭), সিকান্দার হোসেন চিশতিয়া (৫৯), রুবেল (৩২) ও রাসেল।
ভুক্তভোগী ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, চক্রের সদস্য নেছার উদ্দিন আমার ব্যবসা ও আর্থিক অবস্থা জেনে আমার সঙ্গে সখ্য গড়ে তোলে। শতকোটি টাকা বাণিজ্যের কথা বলে আমাকে দুই কোটি টাকা বিনিয়োগ করতে বলে।
সরল বিশ্বাস ও লোভে পড়ে আমি তাদের কথিত ইউরেনিয়াম ক্রয় করি। এরপর ইউরেনিয়াম হস্তান্তর না করে ঘুরাতে থাকে। পরে জানতে পারি আরও একাধিক ব্যবসায়ীর কাছ মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি। আমি প্রতারণার শিকার হয়েছি বুঝতে পেরে ডিবিতে অভিযোগ করি।’
তিনি আরও বলেন, চক্রের সদস্যরা গ্রেফতার না হলে আরও অনেক ব্যবসায়ী তাদের ফাঁদে পা দিয়ে প্রতারিত হতেন। চক্রের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মূলহোতা জিন্নাহকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।-যুগান্তর
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- চলছে IPL নিলাম, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান ও এখন পর্যন্ত দল পেলেন যারা
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- 2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ