| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

জানেন পেলে, ম্যারাডোনা, মেসি, রোনালদোদের ডাক নাম কি?

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ মার্চ ০৯ ১৬:১৯:৩৯
জানেন পেলে, ম্যারাডোনা, মেসি, রোনালদোদের ডাক নাম কি?

ফুটবল মাঠ আর মাঠের বাইরে ফুটবল তারকারা অনেকসময় নিজের নামের চেয়েও বেশি পরিচিত হয়ে উঠেন। কখনোওবা ডাকনাম ই তাদের আসল নামের চেয়ে উজ্জল হয়ে উঠে। যেমন ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড বস হোসে মৌরিনহো পরিচিত দ্যা স্পেশাল ওয়ান নামে। লিভারপুল কোচ জার্গেইন ক্লপ অবশ্য স্পেশাল নন; তিনি ‘দ্যা নরমাল ওয়ান’ নামে পরিচিত! এগুলো ছাপিয়ে আজ বলবো কয়েকজন তারকা ফুটবলারের মজার ডাকনামের কথা।

★ পেলে : ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলারকে সবাই তার ডাকনামেই চেনে। তার আসল নাম এডসন আরান্তেস ডু নাসিমেন্তো। খুব ছোটবেলায় তিনি গোলরক্ষক হিসাবে খেলতেন এবং প্রতিটি গোল রক্ষা করে বলে উঠতেন, ‘দেখ, আমি কত্ত বড় বাইলে’! সে সময় ব্রাজিলে গোলরক্ষককে বাইলে বলা হতো। বাইলের ভুল উচ্চারণ থেকেই তার নাম হয়ে যায় পেলে। তিনি কালো মানিক নামেও পরিচিত। ★ গারিঞ্চা : ব্রাজিলের আরেক কিংবদন্তি ফুটবলার গারিঞ্চা। পেলের সতীর্থ ছিলেন ব্রাজিল দলে। তার আসল নাম ম্যানোয়েল দস সান্তোস। গারিঞ্চা হচ্ছে একটি পাখির নাম। গারিঞ্চা ছোটবেলায় এই পাখিটি শিকার করতে খুব পছন্দ করতেন।

★ দিয়েগো ম্যারাডোনা : আর্জেন্টিনায় তাকে ‘এল পাইব ডি অরো’ নামে ডাকা হয়। ‘ফেলুসা’ নামেও তিনি ব্যাপকভাবে পরিচিত।

★ গার্ড মুলার : জার্মানির আরেক প্রখ্যাত ফুটবলার গার্ড মুলারকে ডাকা হতো ‘দ্য ফ্যাট ওয়ান’ ও ‘বম্বার’ নামে।

★ ফেরেঙ্ক পুসকাস : হাঙ্গেরির সর্বকালের সেরা স্ট্রাইকার ফেরেঙ্ক পুসকাসকে ডাকা হতো ‘দ্য গ্যালোপিং মেজর’ নামে। ১৯৫০-এর বিশ্বকাপে তিনি ছিলেন অন্যতম সেরা তারকা।

★ ডেভিড বেকহ্যাম : ফ্যাশন দুরস্ত ইংলিশ ফুটবল তারকা ডেভিড ব্যাকহ্যাম ‘গোল্ডেন বলস’ নামে ডাকা হয়। তার স্ত্রী ভিক্টোরিয়া ‘পশ’ তার জীবনীগ্রন্থে বেকহ্যামকে এই নাম দিয়েছেন। তাকে ‘স্পাইস বয়’ নামেও ডাকা হয়।

★ জিনেদিন জিদান : ফ্রান্সের বিশ্ব মাতানো এই সাবেক ফুটবলারকে সবাই ‘জিজ্জু’ নামে ডাকে।

★ মাইকেল ওয়েন : ইংল্যান্ডের এই সাবেক স্ট্রাইকারকে ডাকা হয় ‘ওয়ান্ডার বয়’ নামে।

★ মার্সেলো সালাস : চিলির এই সাবেক তারকার ডাকনাম ছিল ‘ম্যাটাডর’।

★ লিওয়েন মেসি : আর্জেন্টিনার অন্যতম সেরা তারকা মেসিকে ডাকা হয় ‘অ্যাটমিক ফি’ নামে। একে মেসিয়াহ্ নামেও ডাকা হয়।

★ কাকা : ব্রাজিলের তারকা স্ট্রাইকার কাকা তার জাদুকরী ফুটবল প্রতিভার জন্য ‘দ্য ম্যাজিসিয়ান’ নামে পরিচিতি। তাকে ‘গোল্ডেন বয়’ও বলা হয়।

★ ওয়েন রুনি : বর্তমান ইংল্যান্ড দলের তারকা ওয়েন রুনিকে ‘হোয়াইট পেলে’ নামে ডাকা হয়।

★ ক্রিশ্চিয়ানো রোনানদো : বর্তমান বিশ্বের অন্যতম সাড়া জাগানো পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনানাদোকে ‘ক্রাই বেবি’ নামে ডাকা হয়। তার পাস থেকে সতীর্থরা গোল করতে ব্যর্থ হলে তিনি চিৎকার করে ওঠেন বলে তাকে এ নাম দেওয়া হয়েছে।

★ থিয়েরি অরি : ফ্রান্সের অধিনায়ক থিয়েরি অরিকে ডাকা হয় ‘টিটি’ নামে।

★ জোয়ান সাবাস্তিয়ান ভেরন : এই আর্জেন্টাইন দাপুটে ফুটবলার ‘দ্য লিটল উইচ’ নামে পরিচিত। তাকে এ নামে ডাকার কারণ জাদুবিদ্যায় অত্যন্ত দক্ষ ছিলেন তার বাবা, যাকে ডাকা হতো ‘উইচ’ বলে।

★ গাব্রিয়েল বাতিস্তুতা : সাবেক এই আর্জেন্টাইন ফুটবলারকে ‘বাতিগোল’ নামে ডাকা হতো।

★ স্যামুয়েল ইতো : ক্যামেরুনের সাড়া জাগানো স্ট্রাইকার স্যামুয়েল ইতোকে প্যান্তেরা নেগ্রা (দ্য ব্ল্যাক প্যান্থার) নামে ডাকা হয়।

★ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড : ইংল্যান্ড দলের সাবেক অন্যতম সেরা তারকা ল্যাম্পার্ডকে ‘ফ্যাট ফ্র্যাঙ্ক’ ও ‘সুপার ফ্র্যাঙ্ক’ নামে ডাকা হয়।

★ চার্লস পাউওল : এই স্প্যানিশ ফুটবল তারকাকে ‘টারজান’ নামে ডাকা হয়।

★ দিদিয়ের দ্রগবা : আইভরি কোস্টের এই তারকা স্ট্রাইকারের ডাকনাম ‘দ্রগবাজুকা’ ও ‘দ্রগ’।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

IPL : ৪ কোটি ২০ লক্ষ টাকায় ম্যাক্সওয়েল, ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে কিনলো যে দল

IPL : ৪ কোটি ২০ লক্ষ টাকায় ম্যাক্সওয়েল, ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে কিনলো যে দল

আইপিএলের বড় নিলাম চলছে। ১০টি দলের কর্তৃপক্ষও সেরা একাদশ তৈরির পরিকল্পনা সেরে ফেলেছেন। নিলামে লড়াই ...

2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান

2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান

ক্রিকেটপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলাম শুরু। এবারের নিলাম হবে সৌদি আরবের জেড্ডায়, ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে