| ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

চালের দাম বৃদ্ধির জন্য একমাত্র কাকে দায়ী করলো মির্জা ফখরুল

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুন ১৮ ০৩:৫১:০৬
চালের দাম বৃদ্ধির জন্য একমাত্র কাকে দায়ী করলো মির্জা ফখরুল

তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আমাদের খাদ্য মজুদ মাত্র ১ লাখ ৯১ হাজার টনে নেমে এসেছে। দেশের জন্য এটা অত্যন্ত এলার্মিং সিচুয়েশন। সরকারের দূরদর্শিতার অভাব, সরকারের দুর্নীতি ও তাদের অদক্ষমতার কারণে এই অবস্থা হয়েছে। আমার মতে, এজন্য সরকারই দায়ী। খাদ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। খাদ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে। এখন চালের দাম ৫০ থেকে ৬০ টাকা।

তারা স্বীকার করতে চায় না, ভয়ে বলতে চায় না। কিন্তু ‘উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা করে। খাদ্যমন্ত্রী নিজের অযোগ্যতা এবং দুুর্নীতিকে ঢাকার জন্য এখন উদ্দেশ্যমূলকভাবে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। মির্জা আলমগীর বলেন, প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ দুর্নীতির মাধ্যমে আমাদের সমস্ত ভবিষ্যৎকে, আমাদের স্বপ্নগুলোকে ধ্বংস করে দিচ্ছে। পদ্মাসেতুতে যে দুর্নীতি হচ্ছে তা বোধ হয় অতীতে কোনো নজির নেই। আবার সেতুর নির্মাণ ব্যয় ২৩% বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। প্রতিদিন, প্রতি বছর এটা বাড়তেই আছে, দুর্নীতি বাড়তেই আছে।

এ অবস্থা থেকে উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মির্জা আলমগীর বলেন, আজকের এ সংকট একমাত্র সমাধান হতে পারে সত্যিকার অর্থে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে। এই রাজনৈতিক সংকট দূর হতে পারে যদি একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশনের পরিচালনায় একটা জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ প্রতিষ্ঠা করতে পারি। যুবদল সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর পরিচালনায় আলোচনা সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ও শওকত মাহমুদ বক্তব্য দেন। অনুষ্ঠানে যুবদলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।দুর্নীতি দমন কমিশনকে সরকার নিয়ন্ত্রণ করছে

এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমার দেশ’ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, দেশ একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে। শাসকগোষ্ঠী তাদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করছে। দুর্নীতি দমন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার কথা। সেই প্রতিষ্ঠানকে সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, দুদকের এই মামলা দায়ের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সামগ্রিকভাবে বাংলাদেশের চিত্রই হচ্ছে এটা। উদ্দেশ্যটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব, পেশাজীবী নেতৃত্ব, মুক্তবাকদের স্তব্ধ করে দেয়া। ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ১৬ই জুন সংবাদপত্রের কালো দিবস। ১৯৭৫ সালের এই দিনে সব সংবাদপত্রে তালা লাগিয়ে দিয়েছিল। আজ তারই প্রেত্মাতা ‘আমার দেশ’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

উদ্দেশ্য বাংলাদেশে ভিন্নমত থাকতে পারবে না। সংবাদমাধ্যমে থাকবে যারা শুধু সরকারের, এক ব্যক্তির পক্ষে কথা বলবে সেসব দালালরা। তিনি এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান। এই কর্মসূচিতে বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ, সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, এ্যাব-এর প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, জাতীয়তাবাদী সম্মিলতি সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম ও ‘আমার দেশ’ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বক্তব্য দেন।

ক্রিকেট

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেটে আবারও বড় মঞ্চে নামছে বাংলাদেশের যুব দল। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ...

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ সহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ সহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি

ক্রিকেট অ্যান্টিগা টেস্ট, প্রথম দিন বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ রাত ৮টা নাগরিক টিভি ও টি স্পোর্টস পার্থ টেস্ট, প্রথম দিন অস্ট্রেলিয়া–ভারত সকাল ৮–২০ মিনিট স্টার ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

পয়েন্ট টেবিলে অবনতি : বিশ্বকাপের টিকিট পেতে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে

পয়েন্ট টেবিলে অবনতি : বিশ্বকাপের টিকিট পেতে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে

কাতার বিশ্বকাপের পর থেকে নিজেদের চেনা ছন্দে নেই ফুটবলের পরাশক্তি ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা লাতিন আমেরিকা ...



রে