| ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

অবশেষে সুসংবাদ পেলেন অপু বিশ্বাস!

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ মার্চ ০৪ ১৩:২২:৩৭
অবশেষে সুসংবাদ পেলেন অপু বিশ্বাস!

এর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন বাংলাদেশি ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়। শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন।

গত বছর ১০ এপ্রিলে একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। এ সময় তার সঙ্গে ছিল ছয় মাস বয়সী ছেলে আব্রাম। আর এ বিয়ের খবর জনসমক্ষে আসার পর দুজনের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে শাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন।

শুধু ছেলে আব্রামের কারণে মাঝেমধ্যে দেখা হলেও কথা হয়নি দুজনের। এদিকে শাকিব খানের পাঠানো অপু বিশ্বাসকে তালাকের নোটিশ ৯০ দিন পূর্ণ হওয়ায় বৃহস্পতিবার তালাক কার্যকর হওয়ার কথা থাকলেও অবশেষে সুসংবাদ পেলেন অপু বিশ্বাস। জানতে পারলেন তা হয়নি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩-এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন এ বিষয়ে বলেন, ‘শাকিব-অপুর তৃতীয় ও শেষ শুনানি হবে আগামী ১২ মার্চ। তালাক কার্যকরের বিষয়ে সেদিন সবকিছু চূড়ান্ত হবে।’

এর গত ১২ জানুয়ারি ডিএনসিসি প্রথম সালিশি বৈঠকের আয়োজন করে।

হেমায়েত হোসেন জানান, অপু বিশ্বাস গত ১২ ডিসেম্বর এই চিঠি হাতে পান। তালাকের নোটিশের চিঠি হাতে পাওয়ার পর গত ১২ জানুয়ারি ডিএনসিসি প্রথম সালিশি বৈঠকের আয়োজন করে। প্রথম বৈঠকে অপু উপস্থিত থাকলেও শুটিংয়ের ব্যস্ততায় তখন থাকতে পারেননি শাকিব। ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় বৈঠকে উপস্থিত ছিলেন না শাকিব এবং অপু। ওই সময় শাকিব শুটিংয়ে ছিলেন অস্ট্রেলিয়ায়। তবে দেশে থাকলেও বৈঠকে যাননি অপু।যে নীতি নিয়ে এবার এগিয়ে যেতে চান অপু বিশ্বাস চলচ্চিত্রের আসনটা পাকাপোক্ত ছিল তার। ছিলেন জনপ্রিয় অভিনেতা শাকিবের সঙ্গে অনবদ্য জুটি। তিনি অপু বিশ্বাস। প্রেম, বিয়ে, সংসার এবং সবশেষ বিচ্ছেদ। সব মিলিয়ে কি খানিকটা বিপর্যস্ত তিনি! সম্প্রতি কথা বলেছেন সামনের পরিকল্পনা নিয়েও।

শাকিব খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের বিষয়টি কী মেনে নিয়েছেন?মেনে না নেওয়ার তো কোনো কারণ দেখি না। আমি সংসারটাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। পারিনি। সংসারজীবন এমন, যেখানে কোনো কাজে এক পক্ষ চেষ্টা করলে সফলতা আসে না।

এখন আর কোনো আইনি পদক্ষেপ নেবেন?দেখি কী করা যায়। তবে এসব নিয়ে আর ভাবতে চাইছি না। এখন বিষয়গুলো নিয়ে বিরক্ত। দরকার হলে করব, না হলে নাই। এখন পরেরটা আগে বলে লাভ নাই। সবকিছু আইনজীবীর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব।

একটা পত্রিকার সাক্ষাৎকারে শাকিব খান বলেছিলেন, ‘সরি’ বললেই সংসার টিকে যেত। আপনি কী বলেন?এটি একেবারেই অবাস্তব কথা। আট বছর নীরবে আমি সংসার করেছি। সংসারটা সুন্দর করে সাজিয়েছিলাম। তবে বাবু (জয়) গর্ভে আসার পর শেষের চার মাস আমি খুব কষ্ট করেছি। ঠিকমতো শুতে পারিনি, ঘুমাতে পারিনি, হাঁটতে পারিনি।

পুরো সময়টাই কষ্ট করতে হয়েছে। সেটা না হয় বাদই দিলাম, বিয়ের আট বছর আমি আমার ব্যক্তিজীবন আর অভিনয়জীবনকে আলাদা রেখেছিলাম, যাতে সংসার ও শুটিংয়ে এর কোনো প্রভাব না পড়ে। এত কিছু করার পরও যদি এখন বলা হয় ‘সরি’ বললেই ঠিক হয়ে যেত, সেটা খুবই হাস্যকর বিষয়। শুধু তাই-ই নয়, দেনমোহর নিয়েও শাকিব একটি মিথ্যা কথা বলেছে। দেনমোহর নাকি ৭ লাখ ১ টাকা।

তাহলে দেনমোহরের পরিমাণ কত?১ কোটি ৭ লাখ ১ টাকা দেনমোহর। কাবিননামা শাকিবের কাছে। আমার কাছে কাবিননামার কপি থাকলে দেখাতে পারতাম। আর কাবিননামাটা যে এখন দরকার হবে, তা আগে বুঝিনি। কারণ এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে মাথায়ই আসেনি। কিছু হলেও তো লেখাপড়া জানি। আমি নিজ চোখেই দেখেছি কাবিননামা ১ কোটি ৭ লাখ ১ টাকা।

কিন্তু বিবাহবিচ্ছেদের পর দেনমোহরের টাকা আপনার ফেরত পাওয়ার কথা। এ ব্যাপারে আপনার সঙ্গে কি শাকিবের পক্ষের কারও আলোচনা হয়েছে?

না, এ ব্যাপারে কারও সঙ্গে আমার কথা হয়নি। তবে কাবিননামার কোনো টাকাই আমাকে দিতে হবে না। এসব নিয়ে যুদ্ধ করার আর দরকার নেই। আমি দর্শকের যে ভালোবাসা পেয়েছি, তাতেই খুশি। আর পৃথিবীতে আমার সবচেয়ে ভালোবাসার জিনিস আমার সন্তান আব্রাম খান জয়। এমনকি জয়ের ভরণ-পোষণও শাকিবকে দিতে হবে না।

কিন্তু আইন অনুযায়ী ভরণ-পোষণ সন্তানের বাবা দিয়ে থাকেন?দিলেও তো আমি এখন আর নেব না। বেশ কিছুদিন ধরে আমি সন্তানের খরচ শাকিবের কাছ থেকে নিই না। নিতেও চাই না। শুধু টাকাপয়সা দিলেই সন্তানের বাবা হওয়া যায় না। আমি কাজ করে, শ্রম দিয়ে টাকা রোজগাড় করে নিজের সন্তানকে বড় করতে চাই। শিগগিরই এই সিদ্ধান্তগুলো আমি আইনজীবীর মাধ্যমে শাকিব খানের কাছে পৌঁছে দেব।

আইনগতভাবে একটা সময় ভাগাভাগি করে বাবা শাকিব খানের কাছেও জয়কে থাকতে দিতে হবে?না, আমার সন্তানকে আমি তার বাবার কাছে নিরাপদ মনে করি না। কারণ এই সন্তানের কারণেই আমাকে তালাক দেওয়া হয়েছে। সন্তান যখন আমার গর্ভে আসে, তখন শাকিব বলেছিল, সন্তান নিলে সম্পর্ক থাকবে না আর না নিলে থাকবে। সেই সময় শাকিবের কথায় আমি গুরুত্ব দিইনি। ভেবেছিলাম মজা করে বলছে সে।

তা ছাড়া আমি তো একটা মেয়ে, দিন শেষে আমি একজন মা। তাই জেদ করেই সেই সময় আমি সন্তান নিয়েছি। কিন্তু এই সন্তান নেওয়ার কারণেই সবকিছু এলোমেলো হয়ে গেল। তাই সন্তানকে আমার মতোই গড়তে চাই। বড় হয়ে সবকিছু জেনে যদি জয় ওর বাবার কাছে যেতে চায়, যাবে। আমি বাধা দেব না।

এখন দুটি পথ তো আলাদা হয়ে গেল। নিজেকে কীভাবে দেখতে চান?এখন আমার একমাত্র ধ্যানজ্ঞান আমার সন্তান ও কাজ। সন্তানকে গড়ে তোলার পাশাপাশি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে চাই। সন্তানকে নিয়ে বাকি পথ চলবো। অনেকটা একলা চলার রীতির মতো।

বেশ কিছুদিন ধরেই কাজে ফেরার কথা শোনা যাচ্ছে। কবে থেকে শুরু করবেন?মা হওয়ার পর ওজন বেড়ে বেশ মুটিয়ে গিয়েছিলাম। এখন অনেকটাই কমেছে। আরও কমাতে হবে। নিয়ম মাফিক খাওয়া-দাওয়া, ব্যায়াম করছি। কাজের জন্য পুরোপুরি প্রস্তুত হতে আরও মাস দেড়েক লাগবে।

কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। শুটিং শুরু কবে?ওপারে চন্দ্রাবতী, কানাগলি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২-এই তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হয়েই কাজগুলো করব। কানাগলি ছবিতে আগে চুক্তিবদ্ধ হয়েছি। তাই এই ছবি দিয়েই সিনেমার কাজ শুরু করতে চাই। আশা করছি আগামী মাসের শেষের দিকে শুটিং শুরু করতে পারব।

এরই মধ্যে তো কিছু টেলিভিশন ও মঞ্চে শো করছেন।হ্যাঁ, এর মধ্যে তিনটি কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছি। টেলিভিশনের কিছু অনুষ্ঠান, কিছু বড় মঞ্চ শো করছি। এসব অনুষ্ঠান সিনেমাকেন্দ্রিক। ফলে কাজগুলো করতে সহজও হচ্ছে।

ক্রিকেট

প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল নতুন সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল নতুন সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে মিশ্র পারফরম্যান্সের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল এবার ওয়ানডে ফরম্যাটে মাঠে নামার অপেক্ষায়। ...

আজ ২৭/১১/২০২৪ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সময় সূচি

আজ ২৭/১১/২০২৪ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সময় সূচি

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। এ ছাড়াও বুধবার (২৭ নভেম্বর) টিভিতে ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে