| ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

অবশেষে জানা গেলো জাফর ইকবালের ওপর হামলাকারী সম্পর্কে বিস্তারিত

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ মার্চ ০৪ ১১:৩৫:১৭
অবশেষে জানা গেলো জাফর ইকবালের ওপর হামলাকারী সম্পর্কে বিস্তারিত
অবশেষে জানা গেলো জাফর ইকবালের ওপর হামলাকারী সম্পর্কে বিস্তারিত

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলাকালে পেছন থেকে ছুরিকাঘাত করা হয় জাফর ইকবালের মাথায়। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকার সিএমএইচে আনা হয়।

শনিবার বিকালে ঘটনাস্থলেই হামলাকারী ফয়জুর রহমানকে ধরে গণধোলাই দেয় শিক্ষার্থীরা। অচেতন অবস্থায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের পর তাকে র‌্যাব হেফাজতে নেয়া হয়। ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায়।

হামলার খবরটি ফলাও করে সংবাদমাধ্যমে প্রচারিত হয়। দেখানো হয় হামলাকারীর ছবিও। সেই ছবি দেখে শনাক্ত করেন এলাকাবাসী। তার নাম ফয়জুর রহমান। তবে তাকে ফয়জুল বলেও ডাকা হতো। তিনি পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুমারগাঁওয়ের শেখপাড়ায় থাকেন।

স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, ফয়জুর রহমান ফয়জুল সবার কাছে নিজেকে মাদ্রাসা ছাত্র বলে পরিচয় দিতেন। সেই হিসেবে তারা সবাই তাকে ভালো ছেলে বলেই জানতো।

ফয়জুরকে র‌্যাব-৯-এর হেফাজতে নেয়ার পর গভীর রাতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, ‘জিজ্ঞাসাবাদে ড. জাফর ইকবালকে ইসলামের শত্রু হিসেবে বর্ণনা করেছে ফয়জুর, এজন্য তাকে হত্যার উদ্দেশে হামলা চালিয়েছে সে।’

তবে নিজের পরিচয়ের বিষয়ে ফয়জুর রহমান ‘বিভ্রান্তিকর’ তথ্য দিচ্ছে বলে জানান তিনি। এই র‌্যাব কর্মকর্তা বলেন, ‘সর্বশেষ জানিয়েছে, সে সিলেট আলিয়া মাদ্রাসার ছাত্র। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে এর সত্যতা পাওয়া যায়নি।’

স্থানীয়দের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আটক ফয়জুরের গ্রামের বাড়ি সুনামগঞ্জে। দিরাই উপজেলার জগদল কালিদারকাপনে জন্ম। তার বাবার নাম মাওলানা আতিকুর রহমান। তিনি টুকেরবাজারের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

তবে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়ায় ফয়জুলাদের বাসা বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম। শনিবার রাতে ওই বাসায় তল্লাশি চালিয়ে তার মামা ফজলুর রহমানকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। বাসা থেকে জব্দ করা হয় একটি ল্যাপটপ।

এদিকে আজ ভোরে হামলাকারীর গ্রামের বাড়ী সুনামগঞ্জের দিরাইয়ের কলিয়ার কাঁপন ইউনিয়নের জগদল গ্রামে অভিযান চালিয়েছে র‌্যাব। সেখান থেকে ফয়জুরের চাচা আবদুল কাহারকে আটক করা হয়েছে। ওনার বযস হবে আনুমানিক ৫০।

র‌্যাব-৯ এর অধিনায়ক জানান, ‘জিজ্ঞাসাবাদে একাই হামলা চালানোর কথা স্বীকার করেছে ফয়জুর।’ তবে আইন শৃঙ্খলা বাহিনীর সন্দেহ, হামলার সময় আরও এক বা একাধিক ব্যক্তি ছিল।

পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেন, ‘ফয়জুর একটি কম্পিউটারের দোকানে কাজ করতো বলে জানা গেছে। তার পরিচয় নিশ্চিত হতে খোঁজ-খবর নেয়া হচ্ছে।’ ফয়জুর কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত কি না তা এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

ক্রিকেট

ব্রেকিং নিউজ : যে ক্রিকেটারকে বেশী টাকায় কিনে আফসোস করছে লখনউ-মালিক

ব্রেকিং নিউজ : যে ক্রিকেটারকে বেশী টাকায় কিনে আফসোস করছে লখনউ-মালিক

ঋষভ পন্থকে কিনে কি হাত কামড়াচ্ছেন সঞ্জীব গোয়েন্‌কা? ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে কিনেছে লখনউ ...

আইপিএল নিলামের মাঝেই বিতর্কেরঝড়, প্রীতির পঞ্জাবের বিরুদ্ধে.........

আইপিএল নিলামের মাঝেই বিতর্কেরঝড়, প্রীতির পঞ্জাবের বিরুদ্ধে.........

আইপিএল নিলামের উত্তাপের মাঝে পুরনো দল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন কর্নাটকের অলরাউন্ডার কৃষ্ণাপ্পা ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে