এরকম নিষ্ঠুর কোচ দুনিয়াতে আর আছে কিনা সন্দেহ
কোচিং ক্যারিয়ারে অনেক নামি-দামী ফুটবলারের হাতেখড়ি হয়েছিল মরিনহোর অধীনে। তেমনিভাবে অনেক প্রতিভাবান ফুটবলারের ক্যারিয়ার বিপর্যয়ের পেছনেও রয়েছে তার হাত। তার রোষানলে ধুঁকতে ধুঁকতে তো বিশ্বের বেশ কজন পরিচিত মুখ হারিয়ে গেছেন কৃষ্ণ গহ্ববরে। একের পর এক ক্লাব পরিবর্তন করলেও স্বভাবসুলভ বৈশিষ্ট্যটা ঠিকই ধরে রেখেছেন পর্তুগিজ কোচ।
‘স্পেশালওয়ান, অনলিওয়ান, হ্যাপিওয়ান’খ্যাত কোচের তোপের শিকার হওয়া ফুটবলারের অভাব নেই। তন্মধ্যে উল্লেখযোগ্য কাকা, ইকার ক্যাসিয়াস, বাস্তিয়েইন শোয়েনস্টাইগার, ডেভিড লুইজ, জাভি আলোনসো, স্যামুয়েল ইতো, রিকার্ডো কারেসমার মতো বিশ্বমানের তারকারা।
ম্যানচেস্টার ইউনাইটেডে এসে তালিকাটা আরো লম্বা বানিয়েছেন মৌ। ওল্ড ট্রাফোর্ডে পা রেখেই ওয়েন রুনির ইউনাইটেড ভবিষ্যৎ শেষ করে দিয়েছেন তিনি। তার অধীনে এখনো ভুগতে হচ্ছে হুয়ান মাতা, রোমেলু লুকাকু, লুক শ, ইডেন হ্যাজার্ডের মতো মাঠ কাঁপানো ফুটবলারদের।
এমনকি প্রিয় ছাত্র জ্লাতান ইব্রাহিমোভিচকেও ছাড় দিচ্ছেন না মরিনহো। যার দুর্দান্ত পারফরম্যান্সে কারণে গত মৌসুমে মুখ রক্ষা হয়েছিল তার। সুইডিস স্ট্রাইকারের গোলেই এফএ কমিউনিটি শিল্ড এবং ইংলিশ লিগ কাপ জিতেছিল রেড ডেভিলসরা। গত বছর ইউরোপা লিগ জয়ে দলের অন্যতম সারথিও ছিলেন তিনি। অথচ সেই ইব্রা ইনজুরি কাটিয়ে শতভাগ ফিট হয়ে উঠলেও মরনিহো তাকে বেঞ্চে বসিয়ে রাখছেন ম্যাচের পর ম্যাচ।
মরিনহোর সবশেষ শিকার ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার পল পগবা। যাকে খুব শখ করে ২০১৬ সালে জুভেন্টাস থেকে উড়িয়ে এনেছিলেন তিনি। এই মৌসুমের শুরু থেকেই ফ্রেঞ্চ মিডফিল্ডারকে একাদশে অনিয়মিত বানিয়ে দিয়েছেন মরিনহো। পর্তুগিজ কোচ রীতিমতো নরকে পরিণত করে ফেলছেন পগবার জীবন। দুদিন আগে দলের অনুশীলন থেকেও প্রতিভাবান এই ফুটবলারকে বেড় করে দেন ইউনাইটেড কোচ।
মরিনহোর ‘নির্যাতনে’ হারিয়ে যাওয়াদের মধ্যে আছেন চারজন বিশ্বজয়ী ফুটবলারও। এই চতুষ্টয় হলেন কাকা, ক্যাসিয়াস, আলোনসো এবং শোয়েনস্টাইগার। রিয়াল মাদ্রিদ অধ্যায়ে ক্যাসিয়াস এবং কাকা দুজনকেই ‘বলির পাঁঠা’ বানিয়েছেন পর্তুগিজ কোচ। শেষাবধি ঘর ছেড়ে ভিনদেশের ক্লাব পোর্তোতে ঠাঁই নিয়েছেন স্পেনের বিশ্বজয়ী গোলরক্ষক।
ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ জেতা বর্ষসেরা ফুটবলার কাকার ক্যারিয়ারটা তো নিজ হাতেই শেষ করে দিয়েছেন মৌ। পুরনো ক্লাব এসি মিলানে ফিরলেও চেনা ছন্দটা আর খুঁজে পাননি কাকা। রিয়ালের অন্য অভিজ্ঞ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, সার্জিও রামোস এবং পেপের সঙ্গেও তো ঝামেলা বাঁধিয়ে দিয়েছিলেন ৫৫ বছর বয়সী মরিনহো।
২০১৫ সালে শোয়েনস্টাইগারকে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে এসেছিলেন তৎকালীন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুইস ফন গাল। কিন্তু ডাচ কোচের বিদায়ের পর জার্মান মিডফিল্ডারের ভবিষ্যৎ পড়ে যায় অনিশ্চয়তার মুখে। শেষ পর্যন্ত গত বছর মার্কিন ফুটবলের শিকাগো ফায়ারে যোগ দেন শোয়েনি।
নিষ্ঠুর মরিনহোর অধীনে সম্ভবত সবচেয়ে বেশি ভুগেছেন পেদ্রো লিয়ন। তার বিরুদ্ধে পর্তুগিজ কোচের অভিযোগের অন্ত ছিল না। রিয়াল মাদ্রিদে উইংয়ে দুর্বলতা থাকা সত্ত্বেও কেন রোনালদোর সঙ্গে লিয়নকে খেলানো হচ্ছে না এমন প্রশ্নের উত্তরে মৌ উল্টো প্রশ্ন ছুড়েছিলেন, ‘সে কি ম্যারাডোনা নাকি জিদান যে তাকে খেলাতেই হবে?’
গার্ডিয়ান তো বিস্ফোরক একটা প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনে লিয়ন জানিয়েছিলেন, মরিনহো তাকে বলেছিলেন ‘কোনোদিন যদি বিমান দুর্ঘটনায় দলের সব ফুটবলার মারাও যায় তবু তুমি খেলতে পারবে না।’ অগত্যা লিয়ন ফিরে যান পুরনো ক্লাব গোটাফেতে। আপাতত তার ঠিকানা স্প্যানিশ লি লিগার তলানিতে থাকা দল এইবারে।
মরিনহো থাকা অবস্থায় ক্লাব ছেড়ে পুনরায় সেখানে ফেরা একমাত্র ফুটবলার ডেভিড লুইজ। চেলসিতে দ্বিতীয় অধ্যায়ের প্রথম মৌসুমের প্রায় পুরোটা সময় ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে বেঞ্চ গরম করতে হয়েছে। পরের মৌসুমেই রক্ষণপ্রহরীদের মধ্যে রেকর্ড ৫০ মিলিয়ন পাউন্ডের (সর্বোচ্চ) বিনিময়ে পিএসজির কাছে লুইজকে বিক্রি করে দেন মরিনহো। সময়ের পরিক্রমায় ঝাঁকড়া ও কোঁকড়া চুলের সেই ব্রাজিলিয়ানকেই ফিরিয়ে এনেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি।
অতীত ইতিহাস বলছে মৌর চোখের কাঁটা হয়ে যাওয়া ফুটবলাররা আর নিজেকে ফিরে পাননি। প্রায় সবারই ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়েছে। এদের মধ্যে শুধু ব্যতিক্রম উদাহরণ হতে পারেন কেভিন ডি ব্রুয়েন। চেলসিতে দ্বিতীয় অধ্যায়ে মৌর ‘অত্যাচারে’ অতিষ্ঠ হয়ে ওঠেছিলেন বেলজিয়ান সেনসেশন। সেই ডি ব্রুয়েনই এখন ম্যানচেস্টার সিটিতে দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ। গোল করছেন একের পর এক, করাচ্ছেন সতীর্থদের দিয়েও।
তার মতো অন্যরাও হয়তো মরিনহোকে দাঁতভাঙা জবাব দিতে পারতেন। যদি সময়কে পাশে পেতেন তাহলে হয়তো কুঁড়ি হয়ে ফোটার আগে কাউকে এভাবে হারাতে হতো না। সুযোগ পেলে কাকা-ক্যাসিয়াসের মতো তারকারা সামর্থ্যের আরো প্রমাণ দিতে পারতেন। বিশ্ব ফুটবলও বঞ্চিত হতো না। পেশাদার ক্যারিয়ারের সুন্দর একটা সমাপ্তি টানতে পারতেন বিশ্বজয়ীরা।
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ
- ব্রেকিং নিউজ : যে কারণে বাংলাদেশের ৮ ক্রিকেটারকে নি*ষি*দ্ধ করল বিসিবি
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ