| ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

দুদিন খালেদা জিয়াকে দেখতে গেলেন না কেউ

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ ফেব্রুয়ারি ১২ ২২:০০:৫৯
দুদিন খালেদা জিয়াকে দেখতে গেলেন না কেউ

কারা ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. বজলুর রশিদ আজ বিকেলে বলেন, 'সকাল থেকে কেউই খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে আসেন নাই।'

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রিয়.কমকে বলেন, 'কারাগারে প্রতিদিন দেখা করার সুযোগ নাই। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে দিনে কতবার দেখা করা সেটা কারা কর্তৃপক্ষ নির্ধারন করে দেন।'

গত ৮ ফেব্রুয়ারি, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পরে খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। এর পরের দিন সকালে বিএনপির দুই নেত্রী কিছু ফল নিয়ে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু কারাঅধিদপ্তরের অনুমতি না মেলায় দুপুর পর্যন্ত অপেক্ষা করে ফিরে যান তারা।

এর পর ওই দিনই অর্থাৎ ৯ ফেব্রুয়ারি, শুক্রবার বিকাল সোয়াটার তিন টার দিকে খালেদা জিয়ার সাথে দেখা করতে কারাগারে গিয়েছিলেন তার পরিবারের কয়েকজন সদস্য। বিএনপির চেয়ারপারস‌নের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল ক‌বির খান এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির দুজনই এই তথ্য জানিয়েছিলেন।

শায়রুল ক‌বির খান জানিয়েছিলেন, খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভি এস্কান্দার কারাগারে গেছেন খালেদা জিয়ার সাথে দেখা করতে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানিয়েছিলেন, বিকাল তিনটার দিকে একটি গাড়িতে চারজন কারাগারের ফটকে এসেছিলেন। এরপর তারা খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে কারা কর্তৃপক্ষের কাছে অনুমতি চায়। অনুমতি দেওয়ার পর তারা সোয়া ৪টার দিকে খালেদা জিয়ার সাথে দেখা করতে ভিতরে ঢুকেন।

ওইদিন কারগার থেকে বেরিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে কোন কথা না বলেই চলে গিয়েছিলেন খালেদা জিয়ার স্বজনরা। এর পরের দিন ১০ ফেব্রুয়ারি শনিবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বিকেল চারটা ২৫ মিনিটে পাঁচ আইনজীবী কারাগারের ভেতরে প্রবেশ করেন।

সাক্ষাৎ করতে যাওয়া এসব আইনজীবী হলেন—ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মোহাম্মদ আলী ও আবদুর রেজ্জাক খান।

কারাগার থেকে সাক্ষাৎ করে বেরিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ উপস্থিত সাংবাদিকদের জানান, 'ফাতেমা প্রায় পনের থেকে বিশ বছর ধরে খালেদা জিয়ার দেখাশুনা করছেন। জেল কর্তৃপক্ষ খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমাকে এখনো কারাগারে থাকার অনুমতি দেয়নি। বিষয়টির জন্য প্রয়োজনে আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত যাওয়া হবে।'

বেগম জিয়ার মনোবল ঠিক আছে জানিয়ে মওদুদ বলেন, ‘খালেদা জিয়াকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে। তাকে এখনো কোনো ডিভিশন দেয়া হয়নি। তিনি একজন ভিআইপি মর্যাদার ব্যক্তি এবং সে হিসেবে তিনি ক্যাটাগরিতে ডিভিশন পাওয়ার যোগ্য। কিন্তু তাকে ডিভিশন দেয়া হয়নি। তাকে ডিভিশন দেয়ার জন্য জেল কোড অনুযায়ী কোন দরখাস্তের প্রয়োজন হওয়ার কথা না।’

বেগম জিয়াকে নির্জন কারাগারে রাখা হয়েছে অভিযোগ করে মওদুদ আরও বলেন, ‘এটা একপ্রকার অন্যায় ও জুলুম। ফাতেমা এবং জেল কোড অনুযায়ী ডিভিশন কেন দেয়া হচ্ছে না তা নিয়ে শিগগির আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া হবে।’

তিনি জানান, খালেদা জিয়াকে সাধারণ কয়েদিদের মতো করেই খাবার দেয়া হচ্ছে। প্রায় সোয়া ঘণ্টা কারাগারের ভেতরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন তারা। সেসময় বিএনপির আইনজীবীরা ছাড়াও বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্য ও কারাগারের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাক্ষাৎ এর পরের দিন দুপুরে অর্থাৎ গতকাল ১১ ফেব্রুয়ারি, খালেদা জিয়াকে ডিভিশন দেওয়ার জন্য আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। এই আবেদনের প্রেক্ষিতে আদালত খালেদা জিয়াকে ডিভিশন দেওয়ার জন্য আদেশ দেয়। পরে বিকেলে খালেদার আইনজীবীরা এই আদেশের কপি পৌঁছে দেয় কারা কর্তৃপক্ষের কাছে। কিন্তু তারা কেউই খালেদা জিয়ার সাথে দেখা করেননি।

গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বকশীবাজার আলিয়া মাদ্রাসাসংলগ্ন প্যা‌রেড মা‌ঠে অবস্থিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করেন। রায়ে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ক্রিকেট

ব্রেকিং নিউজ : যে ক্রিকেটারকে বেশী টাকায় কিনে আফসোস করছে লখনউ-মালিক

ব্রেকিং নিউজ : যে ক্রিকেটারকে বেশী টাকায় কিনে আফসোস করছে লখনউ-মালিক

ঋষভ পন্থকে কিনে কি হাত কামড়াচ্ছেন সঞ্জীব গোয়েন্‌কা? ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে কিনেছে লখনউ ...

আইপিএল নিলামের মাঝেই বিতর্কেরঝড়, প্রীতির পঞ্জাবের বিরুদ্ধে.........

আইপিএল নিলামের মাঝেই বিতর্কেরঝড়, প্রীতির পঞ্জাবের বিরুদ্ধে.........

আইপিএল নিলামের উত্তাপের মাঝে পুরনো দল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন কর্নাটকের অলরাউন্ডার কৃষ্ণাপ্পা ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে