খালেদা জিয়া জেলখানায় যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন
কিন্তু খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে বিএনপি নেতারা অভিযোগ করে আসছিলেন, কারাবিধি অনুসারে তাকে ডিভিশন বা রাজবন্দীর মর্যাদা দেয়া হচ্ছে না। তবে সাবেক কারা কর্মকর্তারা বলছেন, খালেদা জিয়ার অবস্থান অনুযায়ী ডিভিশন পাওয়ার কথা আইনেই বলা আছে। এর জন্য আলাদা করে আবেদন করার কোনো দরকার নেই।
এরকম একটি ধোঁয়াশাপূর্ণ অবস্থার মধ্যে রোববার সংবাদ সম্মেলনে এসে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দীন জানালেন, ১৯৬৪ ও ২০০৬ সালের কারাবিধি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ডিভিশন পান না। তাই তাকে সাধারণ বন্দীর মতোই রাখা হয়েছে।
আইজি প্রিজন বলেন, “বর্তমানে যারা সাংসদ, তারাই ডিভিশন পান। সাবেক প্রেসিডেন্টও পান। তবে খালেদা জিয়া সাধারণ বন্দীর মতোই আছেন।”
তিনি জানান, মামলার রায়ে খালেদা জিয়াকে ডিভিশন দেয়ার কথা উল্লেখ না থাকায় তাকে ডিভিশন দেয়া হয়নি।এদিকে রোববার খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে জেলকোড অনুযায়ী ডিভিশন দিতে কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেছেন আদালত।
এ বিষয়ে সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, “আমরা শুনেছি আদালত ওনাকে ডিভিশন দেয়ার আদেশ দিয়েছেন। সেই আদেশের কপি এখনো হাতে এসে পৌঁছায়নি।”
আদালতের কপি পাওয়ার পরেই তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।তাহলে একজন সাবেক প্রধানমন্ত্রী কি স্বাভাবিকভাবেই ডিভিশন পেতে পারেন না? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই।
কারাগারে বিশেষ সুযোগ-সুবিধা বা ডিভিশন বিষয়ে জেলকোডে আসলে কী বলা আছে?সাবেক উপ-কারা মহাপরিদর্শক শামসুল হায়দার সিদ্দিকী বলেন, “জেল কোড অনুসারে রাজনৈতিক ও সামাজিকভাবে মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের কারাগারে ডিভিশন প্রদান করা হয়। এছাড়া আদালতের নির্দেশেও কাউকে কাউকে ডিভিশন দেয়া হয়।”
তিনি বলেন, “তিন শ্রেণীর ডিভিশন দেয়া হয়ে থাকে। ডিভিশন- ১, ডিভিশন- ২ এবং ডিভিশন- ৩।”
এ ধরনের ডিভিশনপ্রাপ্তরা কী ধরনের সুবিধা পাবেন জানতে চাইলে সাবেক ডিআইজি প্রিজন্স হায়দার বলেন, “বিধি অনুসারে প্রথম শ্রেণীর ডিভিশন-প্রাপ্তদের প্রত্যেক বন্দির জন্য আলাদা রুম থাকে। খাট, টেবিল, চেয়ার, তোষক, বালিশ, তেল, চিরুনী, আয়না সবকিছুই থাকে। আর তার কাজকর্ম করে দেয়ার জন্য আরেকজন বন্দীও দেয়া হয়। ছেলে বন্দীর ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে ছেলে আর মেয়ে বন্দীর জন্য একজন মেয়ে থাকবেন।”
তাছাড়া তিনি বইপত্র পাবেন এবং তিনটি দৈনিক পত্রিকা পাবেন। সাধারণ বন্দীদের চেয়ে ডিভিশনপ্রাপ্ত বন্দীর খাওয়ার মানও ভালো থাকে, জানান তিনি।
এ ধরনের সুবিধা কাদের ক্ষেত্রে দেয়া হয়?সাধারণত সামাজিক মান- মর্যাদা অবস্থান বিবেচনায় ডিভিশন প্রদান করা হয় বলে জানান সাবেক উপ-কারা মহাপরিদর্শক শামসুল হায়দার।
তিনি বলেন, “ওয়ারেন্ট অব প্রিসিডেন্স যেটি আছে, কনভিক্টেড বন্দীদের ক্ষেত্রে (সাজাপ্রাপ্ত বন্দী) আদালত ডিভিশন প্রদান করেন। কোনো কারণে আদালত সেটি না দিয়ে থাকলে, তখন তারা আবেদন করতে পারেন। কারা কর্তৃপক্ষ সে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন। সেখান থেকে সিদ্ধান্ত আসবে তিনি ডিভিশন পাবেন কি-না?”
এক্ষেত্রে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কি ধরনের ডিভিশন পাওয়ার কথা?
সে প্রশ্নে হায়দার বলেন, “পর্যায়ক্রমে তার অবস্থান বলতে গেলে তিনি সাবেক সেনাপ্রধানের ওয়াইফ ছিলেন, পরবর্তী রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, নিজে তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এবং একটি দলের সভানেত্রী বা প্রধান। সার্বিক বিবেচনায় উনার ডিভিশন পাওয়ার কথা, এটা আইনের মধ্যেই আছে।”
খাবার-দাবারের মান ভালো থাকে বলছিলেন সাবেক উপ-কারা মহাপরিদর্শক হায়দার। সেটি কী রকম?
প্রত্যেক বন্দীর জন্য একটি বরাদ্দ থাকে। ডিভিশনপ্রাপ্ত বন্দীদের জন্য টাকার পরিমাণটি বেশি থাকে। যার কারণে চিকন চালের ভাত পান। সকালে রুটি, ডিম, কলা, ভাজি, বাটার, জ্যাম-জেলি চাইলে সেগুলোও দেয়া হয়। দুপুরে ভাত-মাছ/মাংস তাদের সাথে কথা বলে ঠিক করা হয়। কিন্তু সাধারণ বন্দীদের ক্ষেত্রে এসব সুযোগ থাকে না, হায়দার জানান।
এর বাইরে আর কী ধরনের সুবিধা থাকে- জানতে চাইলে হায়দার বলেন, “ডিভিশনটাই বিশেষ সুযোগ-সুবিধা যা সাধারণ বন্দীরা পান না। সাধারণ বন্দীরা বেশিরভাগ ক্ষেত্রেই মাটিতে ঘুমায়। কিন্তু ডিভিশন-প্রাপ্ত বন্দীর জন্য খাট থাকে। তাদের সবকিছু সাধারণ বন্দীর চেয়ে আলাদা এবং ডিভিশন-প্রাপ্ত সকল বন্দীই এ ধরনের সুবিধা পেয়ে থাকেন।”
এ বিষয়ে বিএনপি নেতা মওদুদ আহমদও শনিবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর বলেছিলেন, “২০০৬ সালের সংশোধিত জেল কোডে নির্দিষ্ট করে দেয়া আছে কারা কারা অটোমেটিক্যালি ডিভিশন পাবে। অথচ উনাকে কোনো ডিভিশন দেয়া হয়নি। উনি সাধারণ কয়েদি হিসেবে আছেন।”
তিনি আরো বলেন, “ডিভিশন পাওয়ার জন্য কোনো আদালতের অর্ডার লাগে না। কারণ আইনের মধ্যেই আছে।”
সর্বশেষ খবর অনুযায়ী খালেদা জিয়াকে আদালতের নির্দেশ অনুযায়ী ডিভিশন দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। সূত্র:বিবিসি
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- 2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ব্রেকিং নিউজ : যে কারণে বাংলাদেশের ৮ ক্রিকেটারকে নি*ষি*দ্ধ করল বিসিবি