| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আর মাত্র ৭দিন তারপরই

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ ফেব্রুয়ারি ১২ ১০:৪৭:১৬
আর মাত্র ৭দিন তারপরই

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী হাইকোর্টে আপিল ও জামিন আবেদন করতে খালেদা জিয়াকে বিচারিক আদালতের রায়ের কপি হাতে পেতে হবে।

রবিবার সন্ধ্যা সোয়া ছয়টায় খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয় বলেন, ‘আমরা রায়ের সার্টিফাইট কপি পাওয়ার জন্য আদালতে অপেক্ষা করলাম দিনভর। কিন্তু এখনো পাইনি। তিনি বলেন, ‘আজ আর সার্টিফাইট কপি পাব না’।

এ বিষয়ে আরেকজন আইনজীবী সগীর হোসেন লিওন বলেন, ‘সারাদিন অপেক্ষা করলাম সার্টিফাইট কপি পাব বলে। কিন্তু সন্ধ্যা হয়ে গেল এখনো রায়ের কপি হাতে পেলাম না।’

আইনজীবীরা জানিয়েছেন, যদি আগামীকাল ১২ ফেব্রুয়ারি সোমবার রায়ের সার্টিফাইড কপি হাতে পান, তাহলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট থাকায় তারা আপিল ও জামিন আবেদন করতে পারবেন। এরপর শুনানির জন্য এটি আদালতের কার্যতালিকায় আসবে।

যেহেতু মামলাটি গুরুত্বপূর্ণ এ জন্য শুনানিতে সময় বেশি লাগতে পারে।তবে সার্টিফাইড কপি না পেলেও রায়ের বিরুদ্ধে আপিল করতে প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়ার সিনিয়র আইনজীবীরা। প্রস্তুতি প্রায় শেষ বলে জানিয়েছেন তারা। এখন অপেক্ষা শুধু রায়ের নকলের কপি হাতে পাওয়ার।

এরপর শুনানি শেষে আদালত যদি খালেদা জিয়ার আপিল গ্রহণ করে তাকে জামিন দেন, তারপরে কারামুক্তিতে খালেদা জিয়ার সময় লাগতে পারে দুই থেকে তিন দিন।

নিয়ম অনুযায়ী, জামিন আদেশের পর তাতে স্বাক্ষর করবেন বিচারপতিরা। স্বাক্ষরের পর এটি চলে যাবে সেকশনে। সেকশন থেকে যাবে আইটি বিভাগে। এরপর জামিনের ক্রমিক নম্বর দিয়ে পাঠানো হবে (ডেসপাস) আদান-প্রদান শাখায়। এগুলো করতে সময় লাগতে পারে দুই থেকে তিনদিন।

এ দিকে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। ১৮ ফেব্রুয়ারি রোববার নাগাদ আদেশের কপি বিচারিক আদালতে যাওয়ার পর রায় প্রদানকারী বিচারক এটি দেখবেন ও স্বাক্ষর করবেন।

যদি আদেশে নাম-ঠিকানা, মামলা নম্বর, ভুল থাকে তাহলে আবারও জামিন আদেশের কপি ফেরত আসবে হাইকোর্টে। আর যদি সব ঠিক থাকে সে ক্ষেত্রে আগামী ১৮ ফেব্রয়ারি কারা কর্তৃপক্ষের হাতে আদেশের কপি গেলে তখন খালেদা জিয়া মুক্তি পাবেন।

সব মিলিয়ে কারাগার থেকে খালেদা জিয়া মুক্ত হতে কমপক্ষে ৭ দিন সময় লাগবে।

ক্রিকেট

ব্রেকিং নিউজ : যে ক্রিকেটারকে বেশী টাকায় কিনে আফসোস করছে লখনউ-মালিক

ব্রেকিং নিউজ : যে ক্রিকেটারকে বেশী টাকায় কিনে আফসোস করছে লখনউ-মালিক

ঋষভ পন্থকে কিনে কি হাত কামড়াচ্ছেন সঞ্জীব গোয়েন্‌কা? ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে কিনেছে লখনউ ...

আইপিএল নিলামের মাঝেই বিতর্কেরঝড়, প্রীতির পঞ্জাবের বিরুদ্ধে.........

আইপিএল নিলামের মাঝেই বিতর্কেরঝড়, প্রীতির পঞ্জাবের বিরুদ্ধে.........

আইপিএল নিলামের উত্তাপের মাঝে পুরনো দল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন কর্নাটকের অলরাউন্ডার কৃষ্ণাপ্পা ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে