| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বিদেশি ফুটবলার ও দেশি ফুটবল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ ফেব্রুয়ারি ১১ ১৬:২১:৩৩
বিদেশি ফুটবলার ও দেশি ফুটবল

এড়িয়ে গেলেন। অন্য প্রসঙ্গে অনেক কথা হলো। ঢাকার যানজট, খাবার, রিকশা সবকিছু নিয়ে। পাশে থাকা দুই স্বদেশি আর বাংলাদেশি এক বন্ধুর সঙ্গে কথা বলে জানা গেল, পিটার এসেছিলেন ২০১৫ সালে। সেই থেকে এখনও আছেন। উদ্দেশ্য ফুটবল খেলা হলেও তার সঙ্গে অনেক কিছুই ডালপালা মেলেছে গত আড়াই বছরে।

ঘটনা ১ ও ২

সম্প্রতি আরামবাগের একটি হোটেলে অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন এক ফুটবলার।

আর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন পাঁচ আফ্রিকান। তারা পরিচয় দিয়েছেন ফুটবলার হিসেবে।

ঘটনা আর দৃশ্যগুলো আলাদা হলেও তাদের মধ্যে সম্পর্ক বিস্তর। জন্ম দিয়েছে নানা প্রশ্নের, সঙ্গে জোগাচ্ছে চিন্তার খোরাক। বাংলাদেশের ফুটবল ক্রমেই বিদেশি দলগুলোর সঙ্গে পাল্লা দিয়ে পিছিয়ে পড়ছে। আর দেশি ফুটবলে বিদেশিরা শিকড় গেড়ে বসেছেন। সেই শিকড় এতটাই হালকা, পলকে বাতাসে তা উড়ে যেতে চায়। মানে, নামে, দামে, আচরণে কোনো কিছুতেই তাদের সেরা বলার জো নেই। হ্যাঁ, তাদের আছে কেবল বিশালাকৃতির দেহ, যা দিয়ে শক্তিতে টেক্কা দেয় দেশি ফুটবলারদের। দৃষ্টি কাড়ে ক্লাবগুলোর।

ব্যতিক্রম যে নেই, তা কিন্তু নয়। ব্যতিক্রম সনি নর্দে, ওয়েডসন, লি টাকরা। কিন্তু ব্যতিক্রম কি কখনো উদাহরণ হয়?

প্রতি বছর জানা হিসাবে (২০১৭ আসর) বাংলাদেশ প্রিমিয়ার লীগ তথা পেশাদার লীগের শীর্ষ স্তরের ১২ ক্লাবে দু'জন করে বিদেশি ফুটবলার খেলেন, রেজিস্ট্রেশন করেন তিনজন করে। সেই হিসাবে সংখ্যাটা ৩৬। দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে অবশ্য কোনো বিদেশি ফুটবলার খেলেন না। তার পরও মধ্যবর্তী দল বদলে বিদেশি পরিবর্তন আর ট্রায়াল দিতে ঝাঁকে ঝাঁকে আসার বিচারে সংখ্যাটা শতাধিকে গিয়ে ঠেকে। এর মধ্যে গুটিকয় বাদ দিলে বাকি সবাই আফ্রিকা মহাদেশের প্রতিনিধি। কিন্তু বাদ পড়ারা দেশ ছাড়ল কি-না তার হিসাব নেই কারও কাছে। তাই পিটার বা অজানা বিদেশিরা নিজেদের ফুটবলার পরিচয় দিয়ে থেকে যেতে পারছেন বাংলাদেশে।

যখন বিদেশি ফুটবলার আসতে থাকেন, তখন তাদের তালিকা ক্লাব থেকে ফেডারেশন হয়ে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যায়। কিন্তু বিদায় বেলায় নেই সেই রীতি। তাই ঢাকা থেকে বিভাগ-জেলা-উপজেলার বিভিন্ন ছোট থেকে বড় টুর্নামেন্টে দেখা যায় অখ্যাত এসব ফুটবলারকে। দেখা যায় বিভিন্ন অননুমোদিত ব্যবসায় তাদের জড়িয়ে পড়তে। এসব আফ্রিকানকে ফুটবলার পরিচয় দিতেও কষ্ট হয়। শারীরিক সক্ষমতা ফুটবলার হওয়ার একটা ধাপ হতে পারে। কিন্তু সেই শৈল্পিকতা কোথায়?

এটা তো গেল একটি দিক। আর সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। এসব ফুটবলারের পারিশ্রমিক থেকে আয়কর পাচ্ছে না বাংলাদেশ সরকার। কেননা, তাদের আসা থেকে শুরু করে চুক্তি, পারিশ্রমিকে অনেক কিছুই আছে অনিয়ম। তাই অনেকের ভিসা যেমন ওয়ার্ক পারমিট মেনে নয়, ঠিক তেমনি তাদের চুক্তিও লিখিত নয়। লিখিত থাকলেও তার বিপরীতে দেওয়া হয় না আয়কর।

এত হতাশা, এত অনিয়মের গল্প। অথচ এই আফ্রিকা থেকেই ঢাকার ফুটবলে খেলে গেছেন চিমা ওকোরি, এমেকার মতো তারকা। আফ্রিকান প্রীতি শুরু হয়েছিল আশির দশকে। ১৯৮৬ সালে প্রথম আফ্রিকান ফুটবলার ইব্রাহিম সেঙ্গরকে এনেছিল মোহামেডান। সেই শুরুটা এখন কালিমালিপ্ত।

আসছে মৌসুমে আবারও বাড়ছে বিদেশি ফুটবলারের সংখ্যাটা। বাড়ন্ত সমস্যার চিন্তাটাও শুরু, এখন থেকে। কিন্তু যেসব বিদেশি এখনও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, তাদের কী হবে? মাত্র তো পাঁচজন ধরা পড়েছেন নিরাপত্তা বাহিনীর জালে!

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ

আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ

আসন্ন আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি নজর দিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে তরুণ পেসার নাহিদ ...

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনটা ছিল পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণে। প্রথম দিন ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে