কারাগারে যেমন আছেন খালেদা
তবে খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা তার সঙ্গে আছেন বলে আইনজীবী সানাউল্লাহ মিয়া দাবি করলেও কারা সংশ্লিষ্টরা বলছেন এখনো তাকে সেখানে দেয়া হয়নি। একজন ডিভিশনপ্রাপ্ত বন্দি হিসেবে খালেদা জিয়া কেমন সুবিধা পেয়েছেন এ বিষয়ে গতকাল পর্যন্ত স্পষ্ট কিছুই জানাননি কারা সংশ্লিষ্টরা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মানবজমিনকে জানিয়েছেন, একজন ভিদদআইপি হিসেবে তিনি সব ধরনের সুযোগ সুবিধাই পাবেন।
গতকাল খালেদা জিয়ার ৪ স্বজন তার সঙ্গে দেখা করেছেন। রাতে তার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন তিনজন আইনজীবী। খালেদা জিয়াকে বাসা থেকে খাবার সরবরাহ করার আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি জানিয়েছেন, বাইরে থেকে খাবার দেয়ার অনুমতি মেলেনি।
কারাসূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সরু চালের ভাত ও ছোট মাছ দিয়ে খাবার খেয়েছেন খালেদা জিয়া। গতকাল তিনি ফজরের নামাজ পড়ার পর ফের কিছু সময় ঘুমিয়েছেন। সকালে একবার পেঁপের জুস খেয়েছেন। এছাড়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা খালেদা জিয়ার পছন্দের খাবারের তালিকা নিয়েছেন। পছন্দ অনুযায়ী তাকে খাবার সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা।
এদিকে বিকালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন চার স্বজন। তারা হলেন, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও তাদের ছেলে অভিক এস্কান্দার। কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৩টার দিকে তাদের চারজনকে ভেতরে গিয়ে দেখা করার অনুমতি দেয়া হয়।
বিকাল ৫টা ৫ মিনিটে কারাগারের ফটক দিয়ে তাদের গাড়ি বেরিয়ে যেতে দেখা যায়। এ সময় তারা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনসহ ৩ জন তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। অন্যরা হলেন, অ্যাডভোকেট এসএম জুলফিকার ও জাকির হোসেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা বাইরে অপেক্ষমাণ ছিলেন। এছাড়াও সকাল বেলায় জাতীয়তাবাদী মহিলা দলের দুইজন কর্মী তার জন্য একটি ডালিতে ফল নিয়ে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে ফিরিয়ে দেন। কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, তিনি ডিভিশন প্রাপ্ত মর্যাদায় রয়েছেন। সকাল বেলায় পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করার জন্য দরখাস্ত দিয়েছিলেন। তাদের সাক্ষাতের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। অনুমতি সাপেক্ষে তাদের দেখা করতে দেয়া হয়েছে।
সকালে পুরান কারাগারে গিয়ে দেখা যায়, নাজিমউদ্দিন রোডের শাহী জামে মসজিদের সামনে পুলিশের বেরিক্যাড। ওই এলাকায় কোনো যানবাহন ঢুকতে দেয়া হচ্ছে না। স্থানীয় বাসিন্দা ছাড়া পথচারী ও যানবাহনকে বিকল্প রাস্তা দিয়ে যাতায়াতের জন্য অনুরোধ করছেন পুলিশ। এছাড়াও চকবাজার যাওয়ার রাস্তায় পুলিশ বেরিক্যাড দেয়। কারাগারের প্রধান গেটের সামনে কয়েকজন কারারক্ষীকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়াও র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি সেখানে দাঁড়িয়ে ছিল। আশপাশের ভবনের ছাদেও পুলিশ মোতায়েন ছিল। এছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য আশপাশের এলাকায় দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়াও খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই স্থানীয় বাসিন্দা ও উৎসুক লোকজন কারাগারের সামনে ভিড় করছেন।
তাদের ভিড় সামলাতে পুলিশকে বেগ পেতে হয়। সেখানে দায়িত্ব পালনকারী ঢাকা মহানগর পুলিশের এসি (লজেস্টিক) হুমায়ুন আহমেদ জানান, খালেদা জিয়াকে কারাগারে আনার পর থেকেই প্রধান রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছে। যাতে করে এখানে কোনো নিরাপত্তা বিঘ্ন না ঘটে। তিনি জানান, আশপাশে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের সদস্য মোতায়েন আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ না পাওয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।
বন্দিদের কেরানীগঞ্জের নতুন কারাভবনে স্থানান্তরের পর পুরাতন কারাস্থাপনা দেখভালের দায়িত্বে রয়েছেন ডেপুটি জেলার আশরাফুল ইসলাম। তিনি বলেন, ইতোপূর্বে কারা স্থাপনা হিসেবে অল্পস্বল্প কারারক্ষী পুরাতন কারাগারের পাহারায় ছিল। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাকে এখানে রাখার প্রস্তুতি হিসেবে পুরুষ ও নারী কারারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। এখন তারাই কারাগারের ভেতরে-বাইরে পাহারায় রয়েছে।
কারা অধিদপ্তরের উপ-কারা মহাপরিদর্শক বজলুর রশীদ বলেন, তিনি ভিআইপি হিসেবে কারাকোড অনুযায়ী অটোমেটিক্যালি ডিভিশনপ্রাপ্ত। তবে গতকাল পর্যন্ত ডিভিশন অনুযায়ী প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধার ব্যবস্থা হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি। সূত্র: মানবজমিন
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- ব্রেকিং নিউজ : যে কারণে বাংলাদেশের ৮ ক্রিকেটারকে নি*ষি*দ্ধ করল বিসিবি
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ