| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আইনি প্রক্রিয়া-অহিংস আন্দোলন এক সাথে: ফখরুল

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ ফেব্রুয়ারি ০৯ ২২:০৮:৪৯
আইনি প্রক্রিয়া-অহিংস আন্দোলন এক সাথে: ফখরুল

তিনি বলেন, “আমরা আশা করছি, আগামী রোববার আইনি প্রক্রিয়ার কাজ শুরু হবে। আমাদের আইনজীবীরা বলছেন , রোববার-সোমবারের মধ্যে আমরা এটা প্রসেস করতে পারব।

“আমাদের নেত্রী নিজেই বলে গেছেন, ‘আমার মুক্তির জন্য, গণতন্ত্রের জন্যে, আসন্ন নির্বাচনের জন্যে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন হবে অহিংস, সেই আন্দোলন হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক’।”

জিয়া এতিমখানা ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় বৃহস্পতিবার সাজার রায় আসার পর খালেদাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে নেওয়া হয়।

রায়ের পরপরই তার আইনজীবীরা জানিয়েছিলেন, রোববারই তারা এর বিরুদ্ধে আপিল করবেন। কিন্তু রায়ের সত্যায়িত কপি না পাওয়ায় রোববার আপিল করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আমাদের আইনজীবীরা বলছেন, এটা সম্ভব।”

খালেদা জিয়া সম্পর্কে সরকারের অপপ্রচারের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের দলের চেয়ারপারসন এদেশের ১৬ কোটি মানুষের নেতা। তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রামের জীবন। তিনি লড়াই করেছেন, উড়ে এসে জুড়ে বসেননি। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সংসদীয় গণতন্ত্র এনেছেন।

“এদেশে বহু উন্নয়ন কাজের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। তাকে এভাবে একটা মিথ্যা মামলায় অভিযুক্ত করে এবং তার বিরুদ্ধে এখন যেসব প্রচারণা করা সরকারের পক্ষ থেকে, আমরা এটাতে শুধু লজ্জিত হচ্ছি না, শুধু দুঃখিত হচ্ছি না। আমরা এর ধিক্কার জানাচ্ছি। আমরা আশা করিনি আওয়ামী লীগের মতো একটা পুরাতন রাজনৈতিক দল আরেকজন রাজনৈতিক নেতাকে এভাবে খারাপ অবস্থায় হেয় প্রতিপন্ন করার জন্য হীনপন্থার আশ্রয় নেবে।”

কারাগারে থাকা খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, “পত্র-পত্রিকায় যেটা আমরা দেখেছি, খবর যেটা পেয়েছি তা হচ্ছে উনাকে একটা পুরনো অ্যাবানডেন্ড সেন্ট্রাল জেলের সুপারের ঘরে রাখা হয়েছে। আজকে তার পরিবারের সদস্যরা গিয়েছিলেন, তাদের সঙ্গে আমার এখনো কথা হয়নি, ঠিক জানি না কি বলেছেন উনি।

“তবে আমরা প্রত্যাশা করছি, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দুই বারের বিরোধী দলীয় নেতা, দেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎত্তম রাজনৈতিক দলের নেতা, তার যেটা প্রাপ্য সেটাই পাওয়া উচিৎ।”

এর আগে বিকালে গুলশান কার্যালয়ে বিদেশি কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বিএনপি মহাসচিব।

বিবিসি, ভয়েস অব আমেরিকা, আল জাজিরা, গার্ডিয়ান, এপি, এএফপি, কলকাতা ২৪ ঘণ্টা, জি-নিউজ, সিনহুয়া, জার্মান রেডিওসহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা মতবিনিময়ে অংশ নেন।

এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির উপস্থিত ছিলেন।

s,bdnews24

ক্রিকেট

IPL : ৪ কোটি ২০ লক্ষ টাকায় ম্যাক্সওয়েল, ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে কিনলো যে দল

IPL : ৪ কোটি ২০ লক্ষ টাকায় ম্যাক্সওয়েল, ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে কিনলো যে দল

আইপিএলের বড় নিলাম চলছে। ১০টি দলের কর্তৃপক্ষও সেরা একাদশ তৈরির পরিকল্পনা সেরে ফেলেছেন। নিলামে লড়াই ...

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে বিক্রি হলো জোফ্রা আর্চার

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে বিক্রি হলো জোফ্রা আর্চার

আইপিএলের বড় নিলাম চলছে। ১০টি দলের কর্তৃপক্ষও সেরা একাদশ তৈরির পরিকল্পনা সেরে ফেলেছেন। নিলামে লড়াই ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে