| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

‘খা খা’ করছে ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ি

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ ফেব্রুয়ারি ০৮ ২৩:৩০:৪৭
‘খা খা’ করছে ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ি

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির বাইরে ৭৯ নম্বর রোডের মুখে ২০ জনের মতো পুলিশকে দেখা যায়।

এর আগে সকাল ৭টা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বাড়ির সামনে। তবে রায় শুনতে খালেদা আদালতে রওনা হওয়ার পর তারা চলে যান। এরপর বিকালের পর বাড়িটির ভেতরে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) কয়েকজন সদস্য অবস্থান করলেও দলীয় কোনো নেতাকর্মীর দেখা মেলেনি।

সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওই বাড়ির সামনে দলীয় কোনো নেতাকর্মী বা খালেদা জিয়ার কোনো আত্মীয়-স্বজনকে আসতে দেখা যায়নি। এছাড়া ৮৬ নম্বর রোডের উত্তর ও দক্ষিণ মাথায় সে সময়ও অবস্থান করছিলেন বেশ কিছু পুলিশ সদস্য।

এর আগে সকালে খালেদা জিয়ার আইনজীবী ও দলের যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বাড়িতে প্রবেশ করেছিলেন। বেলা ১১টা ৪৫ মিনিটে গাড়ি বহর নিয়ে খালেদা জিয়া আদালতের উদ্দেশে রওনা হওয়ার সময় ওই দুই নেতাও তার সঙ্গে চলে যান।

বিকেল তিনটা ৫০ মিনিটে খালেদাবিহীন গাড়ি বহর ফিরে আসে ফিরোজায়। তিনটি গাড়ি বাড়ির ভেতরে রাখা হলেও বাকিগুলো অন্যত্র চলে যায়। একটি গাড়িতে খালেদা জিয়ার নিরাপত্তা কর্মকর্তা মেজর অব. সরোয়ারকে যেতে দেখা যায়।

আজ দুপুর ২টার দিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান রায়। এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়া, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

এ মামলায় মোট আসামি ছয়জন।

রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার পর পরই কড়া নিরাপত্তার মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক।

www.bdmorning.com

ক্রিকেট

IPL নিলাম: ইতিহাস পাল্টে অবিশ্বাস্য মুল্যে বিক্রি হলো রিশাব পান্থ

IPL নিলাম: ইতিহাস পাল্টে অবিশ্বাস্য মুল্যে বিক্রি হলো রিশাব পান্থ

সৌদি আরবের জেড্ডায় শুরু হয়েছে ২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম। দুই দিনব্যাপী এই নিলামে ১০টি ...

আইপিএল ২০২৫: মেগা নিলামে তারকা ক্রিকেটারদের নিয়ে উত্তেজনা চরমে, দল পেলেন ডেভিড মিলার

আইপিএল ২০২৫: মেগা নিলামে তারকা ক্রিকেটারদের নিয়ে উত্তেজনা চরমে, দল পেলেন ডেভিড মিলার

সৌদি আরবের জেড্ডায় আয়োজিত ২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে। ১০টি ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে