| ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আর নয় দামি পেট্রোল, এখন থেকে অর্ধেক খরচে চলবে বাইক

২০১৮ ফেব্রুয়ারি ০১ ২১:১৩:৫৬
আর নয় দামি পেট্রোল, এখন থেকে অর্ধেক খরচে চলবে বাইক

পেট্রোলের দাম ক্রমশই মধ্যবিত্তের আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। দিন দিন জ্বালানি হয়ে উঠছে যন্ত্রণা। গত রবিবার গড়কড়ি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, চলতি মাসেই দু’টি মোটরগাড়ি প্রস্তুতকারী সংস্থা ভারতের বাজারে আসছে। নিয়ে আসছে ‘ফ্লেক্স ইঞ্জিন মোটরসাইকেল’ যা শুধু পেট্রোলেই নয়, চলবে সস্তার জ্বালানি ইথানলের সাহায্যেও।

নীতীন গড়কড়ি আরও জানিয়েছেন, ‘‘ভারতের বাজারে যে দু’টি সংস্থার মোটরবাইক আসছে সেগুলি ১০০ শতাংশ পেট্রোল কিংবা ১০০ শতাংশ ইথানলে চলবে।’’

মন্ত্রীর কথায়, কেন্দ্র দেশে এই ধরনের মোটরবাইকের ব্যবহার বাড়িয়ে কৃষির উন্নতি ঘটাতে চাইছে। এখন দেশ তেল আমদানি করে ৭ লাখ কোটি টাকা খরচ করে। নীতীন গড়কড়ির বক্তব্য, এর মধ্যে যদি ২ কোটি টাকা বাঁচানো যায় তবে তা কৃষি অর্থনীতির উন্নতিতে কাজে লাগবে।

গড়কড়ি এও জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকার দেশে ইথানল উৎপাদনেরও উদ্যোগ নিচ্ছে। গম, ধান গাছের খড় এবং বাঁশ থেকে ইথানল তৈরি করা যায় খুবই কম খরচে। মন্ত্রীর কথায়, ‘‘এক টন খড় থেকে ২৮০ লিটার ইথানল জ্বালানি তৈরি করা সম্ভব যা নতুন শিল্পও গড়ে তুলবে। এই জ্বালানি শুধু সস্তাই নয়, একই সঙ্গে দূষণ ঘটায় না।’’

দেশে ৭০ হাজার কোটি টাকা খরচ করে তৈল শোধনাগার না বানিয়ে উত্তর পূর্ব ভারতে ব্যাপক হারে বাঁশের চাষ করা দরকার বলেও জানিয়েছেন গড়কড়ি। তিনি বলেন, এর মাধ্যমে পেট্রোলের থেকে অর্ধেক খরচে ইথানল তৈরি করা যাবে। মন্ত্রীর দাবি, দেশে একটু একটু করে দামি জ্বালানি পেট্রোল, ডিজেলের বদলে ইলেক্ট্রিক, ইথানল, মেথানল, বায়ো-ডিজেল, বায়ো সিএনজি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে।

ইথানলের ব্যবহার একই সঙ্গে পরিবেশের উন্নতি, জ্বালানির খরচ কমানো এবং কৃষির উন্নতি ঘটাবে বলে জানিয়ে গড়কড়ি বিভিন্ন দেশের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, আমেরিকা, ব্রাজিল, কানাডায় মার্সিডিজ, বিএমডব্লু, ফোর্ড, টয়োটার মতো সংস্থার গাড়ি ফ্লেক্স ইঞ্জিনে চালাতে পারলে আমরা পারব না কেন! আগামী দিনে দেশে ব্যপক হারে ব্যাটারি চালিত বাস চলবে বলেও জানিয়েছেন তিনি। সেই সব বাস তিন মিনিট চার্জ নিয়ে টানা ৩৬ কিলোমিটার চলতে পারবে।-এবেলা

ক্রিকেট

মাত্র ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

মাত্র ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন পাকিস্তানের ...

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যারা, সর্বোচ্চ বেতন ১০ লাখ কে পাচ্ছেন

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যারা, সর্বোচ্চ বেতন ১০ লাখ কে পাচ্ছেন

আগামী একবছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ...



রে