| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে ফিরে আসা

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জানুয়ারি ২৬ ১৯:০৩:০৫
মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে ফিরে আসা
মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে ফিরে আসা

এর পর কী ঘটেছিল, মনে পড়ে না। পরে ককপিট ভয়েস রেকর্ডারে আমার কণ্ঠস্বর শুনেছি, ‘ওখানে অন্ধকার, আলো নেই।’ এর একটু পরই আমাদের বিমান একটি বেড়িবাঁধে আঘাত করে। তারপর লাফিয়ে ওঠে। তারপর বিমানবন্দরের বেড়া ও কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং কয়েক টুকরো হয়ে যায়।

দ্রুত উদ্ধারকারী দল আসেন। তারা ধ্বংসস্তূপের ভেতর আমার কাশির শব্দ শুনে সেখান থেকে আমাকে বের করে আনেন। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে নিজেদের গাড়িতেই আমাকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে আমি চারদিন অচেতন (কোমা) অবস্থায় থাকি। শরীরটা হয়ে গিয়েছিল যেন একটি ভাঙাচোরা পুতুল। হাত-পা ভেঙে যাওয়া ছাড়াও ডান ফুসফুসটি অচল হয়ে গিয়েছিল আর হয়েছিল ব্রেন ইনজুরি।

চারদিনের মাথায় ডাক্তাররা আমাকে কোমা থেকে বের করে আনতে সক্ষম হন। তারা অপেক্ষা করতে থাকেন আমার হুঁশ ফেরার জন্য। এসময় আমার স্ত্রীও সেখানে ছিলেন। আমি ভাবতে থাকি, আচ্ছা, আমি তাহলে হাসপাতালে! কিন্তু কী হয়েছিল? পরে আমার স্ত্রী আমাকে বিমান দুর্ঘটনার কথা জানান। আমি জানতে চাই, ‘অন্য সবাই ভালো আছে তো?’ তিনি বলেন, ‘না, শুধু তুমিই বেঁচে আছ।’ শুনে আমি কান্নায় ভেঙে পড়ি।

প্রথম সপ্তাহে ডাক্তাররা আমার বাম পা বাঁচানোর চেষ্টা করেন। অবশেষে একদিন একজন ডাক্তার এসে আমাকে বলেন, ‘দেখুন, আমাদের সামনে দুটি কাজ। এর একটিকে বেছে নিতে হবে। আমরা আপনার এই পা-টি রেখে দিতে পারি। কিন্তু পরে এর সংক্রমণজনিত কারণে আপনি মারাও যেতে পারেন। বিকল্প হচ্ছে, এই পা কেটে বাদ দেয়া।’

তা-ই হল। ডাক্তাররা আমার বাম পা কেটে বাদ দিলেন। এরপর আমি দ্রুত সেরে উঠতে থাকলাম।

এই ঘটনার পরের কয়েকটি বছর আমি মানসিকভাবে খুবই খারাপ অবস্থায় ছিলাম। সব দোষ পাইলট ও আমার ওপর চাপানো হচ্ছে জানলে আমার খুব রাগ হতো। নিহত আরোহীদের স্বজনদের কথা ভেবেও খুব কষ্ট পেতাম। আমি নিজেকে বলতাম, বেঁচে আছি বলে আমার কি খুব খুশি হওয়া উচিত?

এই কঠিন দিনগুলোতে আমার পাশে শক্তভাবে দাঁড়িয়েছিলেন আমার স্ত্রী আইডা। আমি তার প্রতি খুবই কৃতজ্ঞ। তিনি আমাকে ভরসা দিয়েছেন, যত্ন নিয়েছেন। এমন স্ত্রী পেয়ে আমি সত্যিই ভাগ্যবান।

এখন আমি একজন পঙ্গু মানুষ। আমি স্কি খেলতে ভালোবাসতাম। এখনও আমি হুইল চেয়ারে চড়ে স্কি দেখতে যাই। কোনো পাহাড়ের চূড়ায় উঠে নিচের দিকে তাকাই আর মনে মনে বলি, ‘প্রভু, তোমাকে ধন্যবাদ। তুমি আমায় বাঁচিয়েছ। আমার কোনো অভিযোগ নেই।’

আমার মতো অবস্থায় যদি কেউ পড়েন, তার প্রতি একটাই পরামর্শ- অতীতকে তো আপনি বদলাতে পারবেন না। কাজেই শুধু সামনের দিকে তাকান। সূত্র: যুগান্তর

ক্রিকেট

আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ

আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ

আসন্ন আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি নজর দিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে তরুণ পেসার নাহিদ ...

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনটা ছিল পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণে। প্রথম দিন ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে