| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মাসুদের ইশারায় চলে ফুটবল (ভিডিওসহ)

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জানুয়ারি ১২ ০১:২৩:৩৯
মাসুদের ইশারায় চলে ফুটবল (ভিডিওসহ)

কাছে যাওয়ার পর চেনা গেল, আরে এ তো ফুটবল মানব মাসুদ রানা। হাত মিলিয়ে পরিচয় পর্ব সেরে নেয়ার পর তার সঙ্গে আলাপ হল দীর্ঘক্ষণ। সাংবাদিক পরিচয় দেয়াতে মাসুদ রানাও বেজায় খুশি। গল্পে তার কথার রেশ যেন কমেই না ।মনে হল, কাছের কোন বন্ধু কিংবা কুশলীকে পেল সে। যদিও তার কারণটা পরেই জানলাম। মূলত গণমাধ্যমের কল্যাণেই তিনি আজ তারকা। না হয় তার এসব প্রতিভা নাকি অঙ্কুরেই বিনষ্ট হত।

মাসুদের কাছে জানতে চাওয়া আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে কেন? প্রশ্ন শুনেই যেন কথার দোকান খুললেন। উল্টালেন ‘মামার বাড়ি মধুর হাঁড়ি’ নামক রসে ভরা গল্পের বইয়ের প্রথম পৃষ্ঠা। সেই একুশ বছর আগে চলে গেলেন। নিজের ক্যারিয়ারের শুরু করলেন। এমনকি বললেন, বল মাথায় নিয়ে সকালে নাস্তা খাওয়ার কথাও। এরপর বল মাথায় নিয়েই স্টেডিয়ামে।

গল্পের মোড় একটু গভীর যাওয়ার আগেই জানা গেল, গরিব পরিবারের সন্তান হওয়াতে পড়াশুনা প্রাইমারিতেই আটকে যায় মাসুদ রানার। পাঁচ ভাই-বোনের পরিবারে সারাক্ষণই অভাব অনটন লেগে থাকতো। কিন্তু তারপরও তাকে এখন এক নামেই সারা দেশের সবাই চেনেন। বউয়ের সঙ্গে বিচ্ছেদের পর এখন মাকে নিয়েই মাসুদের সংসার।

ফুটবল নিয়ে কসরতের রহস্য জানতে চাইলে মাসুদ জানায়, একুশ বছরের চেষ্টায় এমন বশ মানিয়েছি ফুটবলকে। এখন আমার ইশারায় চলে ফুটবল। মাথায় বল নিয়ে নারিকেল গাছে উঠি এবং প্রায় ৮০ মাইল বেগে বাইক চালাতে পারি মাথায় বল রেখেই।

মাসুদের অদ্ভুত কসরত হচ্ছে, মাথায় ও হাত-পা মিলিয়ে ৭টি বল নিয়ে দিব্যি হাঁটতে পারে সে। শুধু কি তাই? সাঁতার কাটেন বল মাথায় রেখে। সবাইকে তাক লাগিয়ে গাছে উঠেন বল মাথায় রেখেই। আবার ফুটবল মাথায় নিয়ে গোসল করেন, কাপড়ও পরিবর্তন করেন।

এমনকি ফুটবলের এই জাদুকর মোটর সাইকেল চালান নানান ঢংয়ে। কখনো শুয়ে, কখনো বসে আবার কখনো বা দাড়িয়ে। ফুটবলকে শরীরের একটি অঙ্গ বানিয়ে বিনোদন দিচ্ছেন সবাইকে। আর হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো সবাই ছোটে তার পিছু পিছু। ফুটবল নিয়ে কতো রঙ্গই না জানেন মাসুদ। মেধা আর শ্রমের সাক্ষর গোলপোস্টেও। একসাথে চারটি বল নিয়ে গোলপোস্টের উপর দিয়ে হাটতে পারেন তিনি। এছাড়া তিনি ৮০ স্পিডে মোটর সাইকেল চালাতে পারেন ৭টি বল নিয়ে। মাথায় বল নিয়ে ৭৪ কিলোমিটার পায়ে হেটেছেন।

আরো অদ্ভুত তথ্য হল, খুলনা বিভাগীয় দলে ফুটবল খেলেন মাসুদ রানা। তবে এমন অদ্ভুত রহস্যে ঘেরা মাসুদ রানার হতাশা ও আফসোসের কমতি নেই। তার অভিযোগ, দেশের মানুষ মাসুদদের মতো মানুষকে চেনে না। তারা শুধু টাকা চেনে। তা না হয় এমন প্রতিভার অধিকারী মানুষ কি করে ঢাকায় এই হোটেলে ওই হোটেলে দিন কাটায়। প্রশ্ন মাসুদের।

তবে মাসুদের লক্ষ্য, একদিন সে গিনেস বুক অব রেকর্ডে নাম লেখাবেন। বিদায় বেলায় কথা দিয়েছেন অন্তত একবার হলেও গোনিউজে আসবেন সবার সঙ্গে সাক্ষাৎ করতে।

ভিডিওতে দেখুন মাসুদ রানার ফুটবল নিয়ে কসরত

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ

আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ

আসন্ন আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি নজর দিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে তরুণ পেসার নাহিদ ...

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনটা ছিল পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণে। প্রথম দিন ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে