উত্তরের ‘মেয়র প্রার্থী’ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ
এ দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক মুখপাত্র।
সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজের পাশে বসা শাফিন কোনো কথা বলেননি। লিখিত বক্তব্যে ববি দলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে শাফিনকে সমর্থন দেওয়ার কথা বলেন।
“আমরা এক ব্যক্তি, এক পরিবারকে ক্ষমতায় রাখার রাজনীতি চাই না। ক্ষমতা দখলের নির্লজ্জ লড়াই, এক ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত রাখার পারিবারিক রাজনীতি চাই না। আমরা জনগণের প্রতিষ্ঠিত প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চাই।”
ববি হাজ্জাজ জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য গত ৩০ অক্টোবর নির্বাচন কমিশনে আবেদন করেছেন তারা। এখনও নিবন্ধন না পাওয়ায় দলের প্রার্থী হিসেবে নয়, শাফিন আহমেদকে তারা দলীয় সমর্থন দিচ্ছেন।
“তিনি ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবেন। এ জন্যই তাকে সমর্থন দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, ঢাকা উত্তরের ভোটাররা শাফিন আহমেদকে পছন্দ করবেন। সে বিশ্বাস আমাদের আছে। আমরা আশাবাদী।”
ববি হাজ্জাজ ২০১২ সালে জাতীয় পার্টির সমর্থনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থিতার আবেদন জানিয়ে প্রচারে নামলেও শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
চলতি বছর এপ্রিলে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠান করে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)গঠনের ঘোষণা দেন। তখন থেকেই এ দলের সঙ্গে রয়েছেন আশি ও নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড মাইলসের প্রতিষ্ঠাতা সদস্য শাফিন।
সংবাদ সম্মেলনে তিনি কোনো কথা না বললেও পরে টেলিফোনে তার সঙ্গে কথা হয়।
শাফিন বলেন, “পার্টির প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আমার মনোনয়নের পেছনে পার্টির সমর্থন থাকবে। পার্টি যদি আমাকে বড় দায়িত্ব দেওয়ার কথা চিন্তা করে তাহলে তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব।”
এনডিএম এর নিবন্ধন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এনডিএম নির্বাচনমুখী দল। সুতরাং নির্বাচনকে সবসময় উৎসাহের সঙ্গেই মেনে নেব। সেখানে পার্টিসিপেট করব। নিবন্ধনের সকল নিয়ম-কানুন মেনে কাগজপত্র জমা দিয়েছি।… আমরা অত্যন্ত আশাবাদী।”
পার্টির প্রস্তুতি যেভাবে এগোচ্ছে, তাতে আগামী সংসদ নির্বাচনেও ‘বড় ধরনের চমক’ দেখানোর আশার কথা বলেন এই সংগীত শিল্পী।
গানের জগৎ থেকে রাজনীতিতে কেন?
শাফিন বলেন, “সাংস্কৃতিক অঙ্গনে যে পরিচিতি আর ভালোবাসা পেয়েছি সেটা অবিশ্বাস্য।… দেশের মানুষের জন্য কিছু করার ইচ্ছা সবসময়ই ছিল। সঠিক সুযোগ ও সময়ের অপেক্ষায় ছিলাম। সেই সময় ও সুযোগটা তৈরি করে নিতে পেরেছি।”
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের রাজনৈতিক আদর্শ কী- এ প্রশ্নে তিনি বলেন,“বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা, ধর্মীয় মূল্যবোধ, জবাবদিহীমূলক গণতন্ত্র, স্বাধীনতার চেতনা- এগুলোকে ভিত্তি ধরেই আমরা এগোচ্ছি।”
নতুন দলের নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা নতুন দলের আবেদন নেবেন। নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে মার্চ পর্যন্ত সময় লেগে যাবে।
ফলে ফেব্রুয়ারির শেষভাগে অনুষ্ঠেয় ঢাকা উত্তরের মেয়র পদে উপ নির্বাচনে নতুন কোনা দলের প্রতীকে প্রার্থী হওয়ার সুযোগ থাকছে না। শাফিনের মত কেউ প্রার্থী হতে চাইলে তাকে স্বতন্ত্র হিসেবেই মনোনয়নপত্র জমা দিতে হবে।
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- ব্রেকিং নিউজ : ব্যাপক হারে কমলো জ্বালানি তেলের দাম
- ব্রেকিং নিউজ : যে কারণে বাংলাদেশের ৮ ক্রিকেটারকে নি*ষি*দ্ধ করল বিসিবি
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- সাকিব-মাশরাফিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করে নতুন করে আলোচনার ঝড় তুললেন ক্রীড়া উপদেষ্টা