| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

চিকিৎসার নামে কিশোরীকে কুপ্রস্তাব দিল ডাক্তার! অতঃপর...

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ ডিসেম্বর ২৫ ২৩:০৮:৩৮
চিকিৎসার নামে কিশোরীকে কুপ্রস্তাব দিল ডাক্তার! অতঃপর...

শ্লীলতাহানির চেষ্টাকারী অভিযুক্ত ওই চিকিৎসকের নাম আবদুর রশিদ। চিকিৎসক আবদুর রশিদ ডায়াবেটিক ও হরমোন বিশেষজ্ঞ। তিনি রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক।

ইতোমধ্যে ৯ বছর বয়সী ভাগ্নি ও ২০ বছরের ওই তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ওই চিকিৎসককে মারপিট করার ঘটনাও ঘটেছে।

এ ঘটনার শিকার কিশোরী রোগী ও তার খালার বাড়ি মহানগরীর কাটাখালী এলাকায়। ওই কিশোরীর বাবা জানান, তার মেয়ে হরমোনের সমস্যায় ভুগছেন এ কারণে তাকে হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক আবদুর রশিদের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় আমার শ্যালিকা ও আমার মেয়ে ওই ডাক্তারের চেম্বারের ভিতরে প্রবেশ করে।

তারপরে ওই চিকিৎসক ভিতর থেকে প্রবেশ দরজা বন্ধ করে দিতে বলেন। ডাক্তারের কথা অনুযায়ী, আমার শ্যালিকা দরজা বন্ধ করে দেন। চিকিৎসার নামে নরপশু ওই চিকিৎসক প্রথমে আমার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন আমার শ্যালিকা এতে বাধা দেন। এরপর ওই চিকিৎসক আমার শ্যালিকাকেও কু-প্রস্তাব দেন। এ ঘটনার পরপরই চেম্বার থেকে বেরিয়ে আসতে চাইলে ওই চিকিৎসক আবদুর রশিদ আমার শ্যালিকাকেও শ্লীলতাহানির চেষ্টা চালান।

এই সুযোগে আমার মেয়ে ডাক্তারের চেম্বার কক্ষের দরজা খুলে দেয়। এরপর বিষয়টি জানাজানি হয়। এ সময় ওই চিকিৎসকের সঙ্গে তার ধস্তাধস্তিও হয়। পরে অন্য রোগীর স্বজনরা গিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন।

পুলিশ এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে চিকিৎসক আবদুর রশিদ তার ব্যাপারে আনিত এসকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এরকম কোনো ঘটনাই ঘটেনি সে সময়। ওই চিকিৎসকের দাবি, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে।

ওই পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ রেজাউল করিম জানান, আসলে কী ঘটনা ঘটেছে, তা তারা নিজেরাও বুঝে উঠতে পারেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা এ ব্যাপরে খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, চিকিৎসককে মারপিট এবং অবরুদ্ধ করে রাখার খবর পাওয়ার পরে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তিনি বলেন, এ ঘটনার শিকার হওয়া ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দীর্ঘ দুই মাস পর আবুধাবি টি-টেন লিগ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের ...

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনটা ছিল পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণে। প্রথম দিন ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে