| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

রায়পুরে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অবৈধ

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ ডিসেম্বর ২৫ ১১:১৭:৫০
রায়পুরে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অবৈধ

বরং অনুমোদনবিহীন এইসব স্কুলে সরকারি বই সরবরাহ অব্যাহত রেখেছে উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস। নবম শ্রেণি পর্যন্ত স্কুল ছাড়াও শহরে ও গ্রামে কেজি স্কুল রয়েছে শতাধিক। এছাড়া ভর্তি হলে সমাপনী ও জেএসসিতে জিপিএ ৫ পাওয়ার শতভাগ গ্যারান্টি সহ নানা লোভনীয় অফার রাখা হয়েছে শিক্ষার্থীদের সামনে। যথাযথ কর্তৃপক্ষের মনিটরিংয়ের অভাবে এই ধরনের প্রতিষ্ঠান দিন দিন বেড়ে চলছে। এদিকে অবৈধ প্রতিষ্ঠানগুলো টাকার বিনিময়ে নিবন্ধনের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী ৩৪টি শর্ত পূরণ না হলে বেসরকারি কেজি স্কুলগুলো নিবন্ধন বাতিল গণ্য এবং প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশনা রয়েছে। রায়পুর উপজেলার প্রায় ৮টি স্কুল অ্যান্ড কলেজ ও প্রায় ৯৫টি কেজি স্কুল কর্তৃপক্ষ সরকারের দেওয়া শর্তগুলো পূরণ করতে না পেরে অবৈধ পন্থায় নিবন্ধের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও লক্ষ্মীপুর জেলার ৫ উপজেলায় প্রায় ৬শ অনিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং রমরমা ভর্তি বাণিজ্য করা হচ্ছে বলে জেলা শিক্ষা অফিস সূত্রে যানা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের সরকারি কলেজে আসন সংকট এবং মানসম্পন্ন স্কুল ও কলেজে শিক্ষার্থী ধারণের স্বল্পতাকে পুঁজি করে বাসাবাড়িতে ও জমি ভাড়া নিয়ে কেজি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজ নামে এই ব্যবসা চলছে জমজমাট ভাবে। এই ধরনের স্কুল ও কলেজে আবার জন্ম নিয়েছে কোচিং সেন্টারের পথ ধরে। কোচিংয়ে ক্লাস নেওয়া শিক্ষকরাই আবার শিক্ষকতা করছেন এইসব স্কুল ও কলেজে। শহরের বিভিন্ন স্থানে বড় বড় সাইনবোর্ড ও ব্যানার নিয়ে গড়ে ওঠা এইসব প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন একই পরিবারের কয়েকজন।

এদিকে পাঠদানের অনুমতি না থাকায় এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদেরও। এই ক্ষেত্রে সমাপনী পরীক্ষা দিতে এই স্কুলগুলোর শিক্ষার্থীদের নিয়ে দ্বারস্ত হয় অনুমতি থাকা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছাতার নিচে। অনুমতি আছে এমন স্কুলের শিক্ষার্থী হিসেবে চালিয়ে দেওয়া হয় অনুমতি না থাকা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের।

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী ও কেজি স্কুল অ্যান্ড কলেজ সমিতির সভাপতি ও রায়পুর আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন জানান, কেজি স্কুলগুলোতে অ-প্রশিক্ষিত শিক্ষক দ্বারা যান্ত্রিক মানব তৈরি হচ্ছে। এতে সরকারের শিক্ষা বিকাশে অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। শিক্ষা, প্রতিষ্ঠান ও শিক্ষক উন্নয়নের লক্ষ্যে এ সমিতি করা হয়। কিন্তু তা কোনো কাজে আসছে না। নীতিমালার আলোকে প্রতিষ্ঠানগুলো হওয়া উচিত। এতে শিক্ষার মান উন্নত হবে। রায়পুরে ১৯টি মাধ্যমিক শাখা স্কুল ও কলেজ রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন জানান, কুমিল্লা বোর্ডের অধীনে রায়পুরে অনুমোদনবিহীন রয়েছে প্রায় শতাধিক স্কুল অ্যান্ড কলেজ। এর মধ্যে একাডেমিক পাঠদানের অনুমতি আছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ। এদের মধ্যে পৌরসভার মধুপুর এলাকায় প্যারাডাইম স্কুল অ্যান্ড কলেজ, নতুন বাজার আল আমিন একাডেমি, হায়দরগঞ্জ জোনাকি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শিক্ষা সোপান, চরবংশী মডেল একাডেমি, চর আবাবিল উদমারা গোল্ডেন লাইফ একাডেমিতে পাঠদানের অনুমতি নেই। অনুমোদনবিহীন এসব কেজি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ভর্তির ব্যাপারে প্রতি বছর ডিসেম্বরে শিক্ষার্থী ও অভিভাবকদের বার বার সতর্ক করে দেওয়া হচ্ছে। অভিভাবকদের অসচেতনতার কারণে এ জাতীয় প্রতিষ্ঠানগুলোতে তাদের সন্তানদের ভর্তি করাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী রায় বলেন, ‘শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদনবিহীন কোনো স্কুল অথবা কলেজে শিক্ষার্থী ভর্তি করা যাবে না। প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। শিক্ষার হার বাড়াতে সরকার পিএসসি পর্যন্ত ওই সব স্কুলের পরীক্ষা অনুমোদন করে এবং বই সরবরাহ করে থাকে। তবে জেএসসি পর্যায়ের শিক্ষার্থীর ক্ষেত্রে এই সব স্কুল ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে ঠিক কিন্তু আমরা দেখছি যে সব স্কুল থেকে রেজিস্ট্রেশন করছে সেই স্কুলে যাচ্ছে। তারা আমাদের কাছ থেকে তথ্য আড়াল করে এইসব কাজ করছে। এ সব স্কুলের ব্যাপারে সরকার ৩৪টি শর্তে নিবন্ধন করার জন্য নির্দেশনা রয়েছে। ’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দীর্ঘ দুই মাস পর আবুধাবি টি-টেন লিগ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের ...

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনটা ছিল পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণে। প্রথম দিন ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে