| ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

এক নজরে দেখেনিন উবারের বিরুদ্ধে যত অভিযোগ

২০১৭ ডিসেম্বর ১৯ ১৯:৩০:১৯
এক নজরে দেখেনিন উবারের বিরুদ্ধে যত অভিযোগ

যানজটের রাজধানীতে গণপরিবহনের দুর্ভোগ কমাতে যাত্রা শুরু করে উবার। রাইড শেয়ারের মূলনীতিতে এক বছর আগে ঢাকার রাস্তায় নামে প্রতিষ্ঠানটি।

গত ১৩ ডিসেম্বর ঢাকায় উবারের বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেন ভারত থেকে আসা উবারের তিন কর্মকর্তা। এছাড়া, নানা সময় ঢাকায় এসে ব্যবসার কাজ করছেন বিডার অনুমতি ছাড়া। শুধু রেজিস্টার অব জয়েন্ট স্টকে নিবন্ধিত হয়েছে উবার বাংলাদেশ লিমিটেড নামে।

উত্তরা, বনানীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় উবারের সাত অফিসে কাজ করছে প্রায় অর্ধশত কর্মী। তবে এখনও আয়কর রিটার্ন জমা দেয়নি তারা। সংশ্লিষ্ট কর অফিসেও পাওয়া যায়নি উবারের ট্যাক্স ফাইল।

তবে এসব বিষয়ে কোনো তথ্য দিতে রাজি নয় উবার। তাদের দাবি নিয়ম মেনেই ব্যবসা করছেন তারা।

এছাড়া আর্ন্তজাতিকভাবেও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে উবারের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রযুক্তি গুপ্তচর দিয়ে চুরি করেছে উবার। উবারের সাবেক নিরাপত্তা বিশ্লেষক রিচার্ড জ্যাকবস এ অভিযোগের প্রমাণ দিয়েছেন।

‘অ্যালফাবেট ইনকরপোরেটেড’ পরিচালিত স্বয়ংক্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ওয়াইমোর প্রযুক্তি চুরির অভিযোগ পাওয়া গেছে জ্যাকবসের দেওয়া প্রমাণ থেকে। আর এ প্রমাণের ভিত্তিতেই উবারকে অভিযুক্ত করে গত মে মাসে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্তের আদেশ জারি করা চিঠি উবারকে পাঠান যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।

তবে বিষয়টি এত দিন জনসমক্ষে আনা হয়নি। জ্যাকবসের ভাষ্য, উবার তার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর ওপর নজর রাখতে একটি গুপ্তচর দলকে নিয়োগ করে। এরই ধারাবাহিকতায় দলটি উবারের একটি বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাদের আলাপচারিতা পর্যবেক্ষণ ও রেকর্ড করে। বিশেষ কারণে জনসমক্ষে প্রকাশ করা এসব নথিপত্র থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম সরিয়ে নেওয়া হয়েছে।

তবে উবার জানিয়েছে, অভিযোগপত্রের সব দাবি প্রমাণিত হয়নি। ওয়াইমোর সঙ্গে সম্পর্কিত কোনো অভিযোগ তো নয়ই। তাদের নতুন নেতৃত্বে সততার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে উবার কর্তৃপক্ষ।

দেশে উবারের এসব অনিয়ম বন্ধে দ্রুত রাইড শেয়ার নীতিমালা করা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে স্থানীয় বিনিয়োগকারীদের অগ্রাধিকার দেয়ার পরামর্শও দিচ্ছেন তারা।সূত্র বিবিসি

ক্রিকেট

মাত্র ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

মাত্র ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন পাকিস্তানের ...

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যারা, সর্বোচ্চ বেতন ১০ লাখ কে পাচ্ছেন

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যারা, সর্বোচ্চ বেতন ১০ লাখ কে পাচ্ছেন

আগামী একবছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ...



রে