| ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

আবারও শিক্ষকদের ভুল! পরীক্ষা বাতিল

২০১৭ ডিসেম্বর ০৬ ০০:৩৯:০৮
আবারও শিক্ষকদের ভুল! পরীক্ষা বাতিল

আগামী শুক্রবার দুই শিফটে বাতিলকৃত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে প্রশাসন। মঙ্গলবার ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। এতে চরম ভোগান্তির শিকার হয়েছে আগত ভর্তিচ্ছুরা। তারা মনে করেন, প্রশাসনের দুর্বলতার কারণেই তাদের বারবার ভোগান্তির শিকার হতে হচ্ছে। কুমিল্লা থেকে আগত ভর্তিচ্ছু মুতাসিম বিল্লাহ ৩য় শিফটের পরীক্ষায় অংশ নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করে বলেন, 'ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দুর্বতার কারণে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আমাদের এমন ভোগান্তিতে পরতে হয়নি। শিক্ষকরা একটু সতর্ক হলে আমাদের এমন পরিস্থিতিতে পড়তে হয় না। '

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার শেষ দিনে মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে প্রথম শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই শিফটে পদ্মার (প্রশ্নেপত্রর নাম) সেট 'এ' এবং 'বি' দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় দ্বিতীয় শিফটে যমুনা প্রশ্ন দিয়ে যমুনা প্রশ্নের 'এ' এবং 'বি' সেট দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। পরীক্ষার হলে যমুনার 'বি' সেটের পরিবর্তে পদ্মার 'বি' সেট দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। যে প্রশ্ন দিয়ে এক ঘণ্টা আগেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পরে শিক্ষার্থীদের অভিযোগের পর বিষয়টি ইউনিট সদস্যদের দৃষ্টিগোচর হয়।পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সভা করে ইউনিট সদস্যরা। এ বছর 'সি' ইউনিটের সমন্বয়কারী অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা। ইউনিট সদস্য হিসেবে ছিলেন অধ্যাপক ড. জুলফিকার হোসেন, অধ্যাপক ড. নাসিম বানু, অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. মামুনুর রহমান। সভায় ওই শিফটের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এদিকে প্রশ্নপত্রে গড়মিল থাকায় একই ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষাও স্থগিত করে কর্তৃপক্ষ।

সভা সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে দুপুর ২টার দিকে উপাচার্যের কার্যালেয়ে প্রশাসনের সঙ্গে সভা করে ইউনিট সদস্যরা। বিষয়টি অসঙ্গতি মনে হলে 'সি' ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বাতিল এবং তৃতীয় শিফটের পরীক্ষা স্থগিত করে প্রশাসন। সভায় আগামী শুক্রবার সকাল ৯টায় দ্বিতীয় শিফট এবং ১১টায় তৃতীয় শিফটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের সুবিধার জন্য এই ইউনিট সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে। সভায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফসহ ইউনিট সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, 'ভুলক্রমে একই প্রশ্নে দুইবার পরীক্ষা নেওয়া হয়েছে। প্রশাসনের সঙ্গে কথা বলে দ্বিতীয় শিফটের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবং তৃতীয় শিফটে একই ভুলের আশঙ্কায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। '

এদিকে পরীক্ষা বাতিল ও স্থগিত করায় চরম ভোগান্তিতে পরেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে চলে গেছে। এ বিষয়ে যশোর থেকে আসা শিক্ষার্থী মুন্নি আক্তার বলেন, 'এই বিশ্ববিদ্যালয়ে গত বছর 'এফ' ইউনিটে ভর্তি পরীক্ষা দুইবার হয়েছে। এবারো এমন হচ্ছে। এটা কর্তৃপক্ষের গাফিলতি ছাড়া আর কিছুই না। এভাবে পরীক্ষা দেওয়া অসম্ভব। ' উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, 'আমাদের দৃষ্টিতে সকল শিক্ষার্থী সমান। যেহেতু এই ইউনিটে প্রশ্নপত্র বিতরণে ত্রুটি হয়েছে তাই আমরা আবারো দুটি শিফটের আবারো ভর্তি পরীক্ষায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এ কারণে ভর্তিচ্ছুদের যে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

হঠাৎ করেই মিজানুর রহমান আজহারীকে নিয়ে যে স্ট্যাটাস দিলেন সাইফউদ্দিন, মুহূর্তেই ভাইরাল

হঠাৎ করেই মিজানুর রহমান আজহারীকে নিয়ে যে স্ট্যাটাস দিলেন সাইফউদ্দিন, মুহূর্তেই ভাইরাল

২০২০ সালে দেশ ছাড়ার পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর ...

চরম দু:সংবাদ : মাঝপথেই বন্ধ হয়ে যাচ্ছে বিপিএল

চরম দু:সংবাদ : মাঝপথেই বন্ধ হয়ে যাচ্ছে বিপিএল

বিপিএল-এর (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এবারের আসর নিয়ে বড় সংকট দেখা দিয়েছে। বিশেষ করে, রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ...

ফুটবল

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এসেছে নারী ফুটবল দলের হাত ধরে। ২০২২ সালের ...

মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময় সূচি

মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময় সূচি

সম্প্রতি কঠিন সময় পার করছে ব্রাজিল ফুটবল দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব রীতিমতো ...



রে